Homeখবররাজ্যযাত্রী সাথী: এ বার ট্যাক্সি বুকিং মোবাইল অ্যাপে, জানুন বিস্তারিত

যাত্রী সাথী: এ বার ট্যাক্সি বুকিং মোবাইল অ্যাপে, জানুন বিস্তারিত

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত হলুদ ট্যাক্সি এ বার মিলবে মোবাইল অ্যাপে। ওলা, উবারকে টক্কর দিতে ময়দানে এসে গিয়েছে ‘যাত্রী সাথী’। তবে এখনও অনেকেই জানেন না এই অ্য়াপের কথা। কী ভাবে এই অ্য়াপ চলে, কোথা থেকে কী ভাবে ইন্সস্টল হবে?

কী এই ‘যাত্রী সাথী’ অ্যাপ

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গল ইয়োলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘‌যাত্রী সাথী’‌ (Yatri Sathi app) নামে একটি অ্যাপ পরিষেবা চালু করা হয়েছে। যেখানে যে কোনো যাত্রী অ্যাপের মাধ্যমে নিজের গন্তব্যে যাবার জন্য ট্যাক্সি বুক করতে পারবেন। যে কোনো জায়গা থেকে, বাড়িতে বসেও এই অ্যাপের মাধ্যমে বুক করা যাবে হলুদ ট্যাক্সি।

কী ভাবে ‘যাত্রী সাথী’ অ্যাপের সুবিধা পাবেন?

এই নতুন পরিষেবা পেতে যাত্রীকে প্রথমে স্মার্টফোনে ‘যাত্রী সাথী’ নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানে বুকিং করলে একটি ওটিপি নম্বর পাওয়া যাবে। ওই ওটিপি নম্বর ড্রাইভারকে দেখালে তবেই গাড়িতে ওঠা যাবে। আপাতত এই ধরনের সিস্টেম চালু হয়েছে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, কলকাতা বিমানবন্দর, সাঁতরাগাছি স্টেশন ও কলকাতা স্টেশনে।

‘যাত্রী সাথী’ অ্যাপে কী পরিষেবা মিলবে?‌

এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করে গন্তব্যে পৌঁছে তারপর ইউপিআই অর্থাৎ অনলাইনে পেমেন্ট করা যাবে। তবে যাত্রীরা নগদেও ভাড়া দিতে পারবেন। এই পরিষেবায় একদিকে যেমন নিরাপত্তা মিলবে, অন্যদিকে পাওয়া যাবে ঝঞ্ঝাট থেকে মুক্তি। লাইনে দাঁড়িয়ে ট্যাক্সি বুক করার দিন শেষ! পাশাপাশি, যাত্রী যে ট্যাক্সিতে সফর করবেন সেই ট্যাক্সির বিস্তারিত তথ্য পৌঁছে যাবে তাঁর মোবাইলে। তাছাড়া বেসরকারি অ্যাপ ক্যাবের মতোই একেবারে স্বচ্ছতা রয়েছে এখানে।

‘যাত্রী সাথী’ অ্যাপ নিয়ে বিতর্ক

এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুকিং প্রক্রিয়ায় অসুবিধার অভিযোগ করছেন একাংশের যাত্রী। বুকিং করার পরে ট্যাক্সি এসে না পৌঁছানোয় গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। তবে অ্যাপ কর্তৃপক্ষের মতে, এটি এখন পরীক্ষামূলক ভাবে সদ্য চালু হয়েছে। যে কারণে কোথাও সমস্যা হচ্ছে। অ্যাপ নির্মাতারাও বিষয়টা দেখছেন। পরবর্তীতে সমস্যা মিটে যাবে।

আরও পড়ুন: গৃহঋণে সুদ বাড়ায় কলকাতায় চাহিদা বেড়েছে মাঝারি ফ্ল্যাটের

সাম্প্রতিকতম

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আরও পড়ুন

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

গাড়ির কর দেওয়ার সময় বাধ্যতামূলক হল পারমিট, জানাল রাজ্য পরিবহণ দফতর। ডিজিটাল না হলে জমা দিতে হবে পারমিটের প্রতিলিপি। নতুন পারমিট ও বিক্রির ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।

দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি আর কতদিন?

অত্যন্ত ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বৃহস্পতিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সতর্কতা জারি সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য।