শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC)-এর ফার্স্ট লঞ্চ প্যাড (FLP) থেকে উৎক্ষেপণ করা হল পিএসএলভি-সি৫৬ (PSLV-C56)।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র আরেকটি নতুন অভিযান। চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের পর আর একটি মাইলফলক ছুঁয়ে ফেলল ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫৬ রকেটের সাহায্যে মহাকাশে পাড়ি দিল সিঙ্গাপুরের সাতটি স্যাটেলাইট। সিঙ্গাপুরের কৃত্রিম উপগ্রহ DS-SAR-সহ সাতটি উপগ্রহ নিয়ে আজ রওনা দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার রকেট।
লঞ্চ হওয়া পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল রকেটে রয়েছে ভেলোক্স-এএম, আর্কেড, নুলিয়ন স্যাটেলাইট, ওআরবি-১২ স্ট্রিডার, স্কুব ২ থ্রি ইউ ন্যানো স্যাটেলাইট, গালাসিয়া ২ এবং ডিএস-সার স্যাটেলাইট।
রবিবার সকাল ৬টা ৩৪ মিনিটে মহাকাশের উদ্দেশে রওনা দেয় পিএসএলভি-সি৫৬। এই মিশন সাফল্য পেলে ১৯৯৯ থেকে এখনও পর্যন্ত ৪৩১টি বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম হবে ইসরো।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘কোর অ্যালোন কনফিগারেশন’-এর মাধ্যমে চালিত হয়েছে এ দিনের উৎক্ষেপণ। এটা ছিল পিএসএলভি-র ৫৮তম উৎক্ষেপণ। পাশাপাশি, এই কোর অ্যালোন কনফিগারেশনের ১৭তম উৎক্ষেপণ। এই পদ্ধতিতে মহাকাশের কক্ষপথে স্যাটেলাইটগুলিকে স্থাপন করে নীচু কক্ষপথে ঘুরবে রকেটের উপরের অংশটি।
প্রসঙ্গত, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের মাধ্যমে এই স্যাটেলাইট উৎক্ষেপণের নির্ধারিত সময় ছিল সকাল ৬টা ৩০ মিনিট। কিন্তু, নির্ধারিত সময়ের থেকে চার মিনিট বিলম্বে মহাকাশে পাড়ি দেয় ইসরোর রকেট।
আরও পড়ুন: ব্লুটুথ ব্যবহার করে কেউ কি আপনার উপর নজর রাখছে, জানুন এই সহজ উপায়ে