Homeবিজ্ঞানপ্রতীক্ষার পালা শেষ, শ্রীহরিকোটা থেকে ১৩ জুলাই পাড়ি দিচ্ছে চন্দ্রযান-৩

প্রতীক্ষার পালা শেষ, শ্রীহরিকোটা থেকে ১৩ জুলাই পাড়ি দিচ্ছে চন্দ্রযান-৩

প্রকাশিত

চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর কাউন্টডাউন শুরু। এর উৎক্ষেপণের তারিখও প্রকাশ্যে এসেথে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আগামী ১৩ জুলাই চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। ঠিক কখন লঞ্চ হবে, সে সব তথ্যও সামনে এসেছে।

চন্দ্রযান-৩: কবে কখন উৎক্ষেপণ

ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান-৩ উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং এটি জুলাই মাসে উৎক্ষেপণ করা হবে।

জানা গিয়েছে, ১৩ জুলাই দুপুর আড়াইটের সময় শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩। ইসরো আধিকারিকদের মতে, চন্দ্রপৃষ্ঠে নিরাপদ অবতরণ এবং কক্ষপথে এন্ড-টু-এন্ড ক্ষমতা প্রদর্শনের জন্য এটি চন্দ্রযান-২-এর একটি ফলো-আপ মিশন। এটিতে একটি ল্যান্ডার এবং রোভার কনফিগারেশন রয়েছে।

কী এই চন্দ্রযান-৩ মিশন

চন্দ্রযান-৩ মিশন হল চন্দ্রযান-২-এর ফলোআপ মিশন। ভারত ২০১৯ সালে চন্দ্রযান-২-এর মাধ্যমে এই মিশনটি অর্জন করার চেষ্টা করেছিল। তবে মিশনটি সফল হয়নি। এরপর চন্দ্রযান-৩-এর বিষয়টি উঠে আসে এবং এখন চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণের তারিখও প্রকাশ্যে এসেছে।

বলে রাখা ভালো, এর আগের বার চাঁদে অবতরণের আগে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম কয়েক কিলোমিটার উচ্চতায় ধ্বংস হয়ে যায়। সেই সময়, ল্যান্ডিং সাইটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে অবতরণও সফল ভাবে করানো সম্ভব হয়নি।

আরও পড়ুন: আড়াই মাস পর ‘চন্দ্রযান ২’-এর ল্যান্ডার ধ্বংসের কথা মেনে নিল ইসরো

এ বারে মিশনের সাফল্য নিশ্চিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে ইসরো। চন্দ্রযান-৩ মিশনে চন্দ্রযান-২-এর মতো একটি ল্যান্ডার এবং রোভার থাকবে কিন্তু অরবিটার বহন করবে না। প্রপালশন মডিউল, একটি যোগাযোগ রিলে স্যাটেলাইটের মতো আচরণ করার জন্য ডিজাইন করা হয়েছে। চাঁদের কক্ষপথ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে না পৌঁছানো পর্যন্ত ল্যান্ডার এবং রোভার বহন করবে মহাকাশযানটি।

মিশনের একটি মূল সংযোজন হল স্পেকট্রো-পোলারিমেট্রি অব প্ল্যানেট আর্থ (SHAPE) পেলোডের অন্তর্ভুক্তকরণ। এই সরঞ্জামটি চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর বর্ণালী এবং পোলারিমেট্রিক পরিমাপ খতিয়ে দেখার ক্ষমতা রাখবে। যা বিজ্ঞানীদের মূল্যবান তথ্য সরবরাহ করবে।

নতুন করে বলার নয়, মিশনটি শুধু ভারতের জন্য নয়, সারা বিশ্বের মহাকাশ বিজ্ঞানীদের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি আগের মিশনগুলি থেকে প্রাপ্ত জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। ভবিষ্যতে চাঁদ এবং আন্তঃগ্রহ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় ক্ষমতাগুলিকে শক্তিশালী করে তুলে এই মিশন।

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

বিমানের আয়তনের গ্রহাণু ধেয়ে আসছে, পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গলবার, নাসার সতর্কতা  

খবর অনলাইন ডেস্ক: সতর্কতা জারি করল নাসা। পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি। এর নাম...

টেক ইন্ডাস্ট্রিতে ব্যাপক ছাঁটাই, কী কারণে? জানাচ্ছেন সংস্থাগুলির সিইওরা 

২০২৩ সালে শুরু হওয়া টেক ইন্ডাস্ট্রিতে ছাঁটাই থামছে না। গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মূল প্রতিষ্ঠান...

চন্দ্রযান-৩: চাঁদের দক্ষিণ মেরুতে এক নতুন আবিষ্কার রোভার প্রজ্ঞানের

নয়াদিল্লি: আবার খবরে চন্দ্রযান-৩। ভারতের চন্দ্রযান-৩ মিশন চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রপৃষ্ঠ সম্পর্কে উল্লেখযোগ্য আবিষ্কার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?