Homeবিজ্ঞানসুনীতাদের নিয়ে নয়, ৬ সেপ্টেম্বর পৃথিবীতে খালিই ফিরবে স্টারলাইনার

সুনীতাদের নিয়ে নয়, ৬ সেপ্টেম্বর পৃথিবীতে খালিই ফিরবে স্টারলাইনার

প্রকাশিত

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস) নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে রেখে পৃথিবীতে খালিই ফিরবে স্টারলাইনার মহাকাশযান। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফে একথা ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বোয়িং কোম্পানির মহাকাশযান স্টারলাইনার ক্যাপসুলের পৃথিবীতে খালিই ফিরে আসার কথা জানিয়েছে নাসা।

স্টারলাইনার খালি ফিরে আসার ঘোষণায় আরও দীর্ঘায়িত হল দুই মহাকাশচারীর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে বাস। ৮ দিনের মহাকাশ অভিযানে গিয়ে আপাতত আইএসএস-এ তাঁদের থাকার মেয়াদ ৮ মাস হয়ে গেল। এখন যা ঠিক হয়েছে তাতে সুনীতা ও উইলমোরের ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘স্পেসএক্স ক্রু ড্রাগন’ ক্যাপসুলে চেপে পৃথিবীতে ফেরার কথা। এলন মাস্কের কোম্পানি ‘স্পেসএক্স’ এই মহাকাশযানটি তৈরি করেছে।   

গত ৫ জুন সুনীতাদের নিয়ে মহাকাশে যায় স্টারলাইনার মহাকাশযান। এটিই মহাকাশচারীদের নিয়ে এই মহাকাশযানের প্রথম মহাকাশাভিযান। নাসার তরফে বলা হয়েছে, আবহাওয়া ও প্রযুক্তিগত দিক ঠিক থাকলে আগামী ৬ সেপ্টেম্বর ভারতীয় সময় ভোররাত ৩টে ৩৪ নাগাদ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করবে স্টারলাইনার মহাকাশযান। ৬ ঘণ্টা লাগবে পৃথিবীতে পৌঁছোতে। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর মহাকাশযানের যে অংশ পুড়ে যাবে তার পর অবশিষ্ট অংশ প্যারাশ্যুটে করে নামবে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড হারবারে।

নাসার বিজ্ঞানীরা মুখ না খুললেও সুনীতাদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে রেখে খালি স্টারলাইনার মহাকাশযানের এভাবে ফিরে আসা বোয়িং সংস্থার মহাকাশযান স্টারলাইনারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এর আগে মহাকাশযানে হিলিয়াম লিক হওয়া ও থ্রাস্টার ফেলিয়রের কথা সামনে এসেছে। এবার খালি হাতে ফেরা ভবিষ্যতে স্টারলাইনারের মহাকাশচারীদের নিয়ে যাতায়াতের সুরক্ষা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।

এত কিছুর পরও স্টারলাইনার মহাকাশযান নিয়ে আশাবাদী নাসা। কারণ এই মহাকাশযান বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার কথা। তবে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের সুরক্ষাই যে তাদের কাছে অগ্রাধিকার তা জানাতে ভোলেননি নাসার প্রশাসক বিল নেলসন।

বোয়িংয়ের স্টারলাইনার এবং স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল উভয়ই NASA-এর মহাকাশ মিশনগুলির জন্য মহাকাশচারী এবং কার্গো বহন করতে পরিকল্পিত।

আরও পড়ুন

সুনীতা উইলিয়ামসরা কবে পৃথিবীতে ফিরবেন? বড় আপডেট দিল নাসা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

ভোঁতা ছুরি নয়! ধারালো ছুরিই বাঁচাবে চোখের জল— পেঁয়াজ কাটলে কেন কান্না আসে, জানালেন বিজ্ঞানীরা

পেঁয়াজ কাটলে চোখে জল আসে কেন? ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় মিলল উত্তর। ভোঁতা ছুরিতে পেঁয়াজ কাটলেই বেরোয় ঝাঁজালো এরোজল, যা চোখে জ্বালাভাব তৈরি করে। ধারালো ছুরিই পারে এই বিপত্তি কমাতে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।