Homeবিজ্ঞানসুনীতাদের নিয়ে নয়, ৬ সেপ্টেম্বর পৃথিবীতে খালিই ফিরবে স্টারলাইনার

সুনীতাদের নিয়ে নয়, ৬ সেপ্টেম্বর পৃথিবীতে খালিই ফিরবে স্টারলাইনার

প্রকাশিত

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস) নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে রেখে পৃথিবীতে খালিই ফিরবে স্টারলাইনার মহাকাশযান। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফে একথা ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বোয়িং কোম্পানির মহাকাশযান স্টারলাইনার ক্যাপসুলের পৃথিবীতে খালিই ফিরে আসার কথা জানিয়েছে নাসা।

স্টারলাইনার খালি ফিরে আসার ঘোষণায় আরও দীর্ঘায়িত হল দুই মহাকাশচারীর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে বাস। ৮ দিনের মহাকাশ অভিযানে গিয়ে আপাতত আইএসএস-এ তাঁদের থাকার মেয়াদ ৮ মাস হয়ে গেল। এখন যা ঠিক হয়েছে তাতে সুনীতা ও উইলমোরের ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘স্পেসএক্স ক্রু ড্রাগন’ ক্যাপসুলে চেপে পৃথিবীতে ফেরার কথা। এলন মাস্কের কোম্পানি ‘স্পেসএক্স’ এই মহাকাশযানটি তৈরি করেছে।   

গত ৫ জুন সুনীতাদের নিয়ে মহাকাশে যায় স্টারলাইনার মহাকাশযান। এটিই মহাকাশচারীদের নিয়ে এই মহাকাশযানের প্রথম মহাকাশাভিযান। নাসার তরফে বলা হয়েছে, আবহাওয়া ও প্রযুক্তিগত দিক ঠিক থাকলে আগামী ৬ সেপ্টেম্বর ভারতীয় সময় ভোররাত ৩টে ৩৪ নাগাদ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করবে স্টারলাইনার মহাকাশযান। ৬ ঘণ্টা লাগবে পৃথিবীতে পৌঁছোতে। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর মহাকাশযানের যে অংশ পুড়ে যাবে তার পর অবশিষ্ট অংশ প্যারাশ্যুটে করে নামবে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড হারবারে।

নাসার বিজ্ঞানীরা মুখ না খুললেও সুনীতাদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে রেখে খালি স্টারলাইনার মহাকাশযানের এভাবে ফিরে আসা বোয়িং সংস্থার মহাকাশযান স্টারলাইনারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এর আগে মহাকাশযানে হিলিয়াম লিক হওয়া ও থ্রাস্টার ফেলিয়রের কথা সামনে এসেছে। এবার খালি হাতে ফেরা ভবিষ্যতে স্টারলাইনারের মহাকাশচারীদের নিয়ে যাতায়াতের সুরক্ষা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।

এত কিছুর পরও স্টারলাইনার মহাকাশযান নিয়ে আশাবাদী নাসা। কারণ এই মহাকাশযান বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার কথা। তবে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের সুরক্ষাই যে তাদের কাছে অগ্রাধিকার তা জানাতে ভোলেননি নাসার প্রশাসক বিল নেলসন।

বোয়িংয়ের স্টারলাইনার এবং স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল উভয়ই NASA-এর মহাকাশ মিশনগুলির জন্য মহাকাশচারী এবং কার্গো বহন করতে পরিকল্পিত।

আরও পড়ুন

সুনীতা উইলিয়ামসরা কবে পৃথিবীতে ফিরবেন? বড় আপডেট দিল নাসা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

আরও পড়ুন

‘ঘুমানোর ব্যাগ বেঁধে রাখতে হয়’, মহাকাশে থাকা অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্ল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্ল কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে। জানালেন মহাকাশে খাবার, ঘুম ও মানসিক চাপ সামলানোর অভিজ্ঞতা।

মহাকাশ স্টেশনে পৌঁছে বার্তা পাঠালেন শুভাংশু, আপাতত ১৪ দিনের বাস সেখানে

খবর অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস) আগে থেকেই রয়েছেন সাত...

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে, জানুন IAF গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সম্পর্কে

৪১ বছর পর ফের একজন ভারতীয় মহাকাশে যাচ্ছেন। IAF-এর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ১১ জুন Ax-4 মিশনে পা রাখবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত।