নখের সৌন্দর্য্ অনেকটা ব্যক্তিত্বের সঙ্গে জড়িত। নখ সুন্দর হলে হাতের সৌন্দর্য অনেক বেড়ে যায়। লম্বা ও সুন্দর নখের অধিকারী হতে চান প্রায় সব নারীই।
তবে সেই নখের মধ্যে যদি থাকে রঙের ছোঁয়া। তাহলে তো মন্দ হয় না।
১। ইনসাইট নেলপলিশ-

এই ব্র্যান্ডের নেলপলিশটি লিক্যুইড ও টপ কোটের। নেলপলিশের ফিনিশিং গ্লসি টাইপের।
২। ভেরি মিস ক্লাসিক নেলপলিশ-

নেলপলিশটির মধ্যে ক্লাসিক লুক, জেল টাইপের।
৩। অ্যামাজন ব্র্যান্ড- সলিমো নেলপলিশ-

ম্যাজেন্টা পিঙ্ক এই নেলপলিশটি গ্লসি টাইপের। এই নেলপলিশের শিশিতে ১২ এমএল পাবেন।
৪। শেরি কালারফ্লারট নেলপেন্ট-
স্টিল টিল রঙের এই নেলপলিশটি গ্লসি টাইপের। নখে পড়লে অনেকদিন পর্যন্ত নেলপলিশ নখে থাকবে।
৫। ফেসেস কানাডা নেলপলিশ-

ফেসেস কানাডা এই নেলপলিশটি লং লাস্টিং।
৬। জুস নেলপলিশ-

এই নেলপলিশের রং রোজ রেড। এটি সুপার রিচ, দারুণ পিগমেন্টেড।
৭। মাইগ্ল্যাম লং লাস্টিং নেলপলিশ-

এই নেলপলিশটি গ্লসি টাইপের।
৮। সুগার পপ নেলপলিশ-

লিক্যুইড এই নেলপলিশটার রং বারগেন্ডি ব্লুম। নখে লাগালে খুব দ্রুত শুকিয়ে যাবে এই নেলপলিশ।
৯। ফরফর স্টে গ্লসি নেলপলিশ-

নিওন লেমন রঙের এই নেলপলিশটি জেল টাইপের।
১০। সুইশ বিউটি নেলপলিশ-

ম্যাট রঙের এই নেলপলিশটি নন চিপিং এবং কুইক ড্রাই।
কেনাকাটা করতে ভালো লাগলে দেখুন খবর অনলাইন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।