Homeখেলাধুলোদাবা বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: প্রজ্ঞানানন্দ-কার্লসেন দ্বিতীয় গেমও ড্র, খেলা গেল টাইব্রেকারে

দাবা বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: প্রজ্ঞানানন্দ-কার্লসেন দ্বিতীয় গেমও ড্র, খেলা গেল টাইব্রেকারে

প্রকাশিত

বাকু (আজারবাইজান): দাবা বিশ্বকাপ ফাইনালে রমেশবাবু প্রজ্ঞানানন্দ বনাম ম্যাগনাস কার্লসেনের ম্যাচের দ্বিতীয় গেমও অমীমাংসিত থাকল। মঙ্গলবার প্রথম গেমও ড্র হয়। ফলে ফাইনালের ম্যাচ টাইব্রেকারে গেল।

দাবা বিশ্ব র‍্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা কার্লসেনের সঙ্গে প্রজ্ঞানানন্দের গেম মঙ্গলবারের তুলনায় এ দিন আরও তাড়াতাড়ি শেষ হয়। গতকাল গেম ৩৫ চাল পর্যন্ত গড়িয়েছিল। আজ ৩০ চালের পরে দুই খেলোয়াড় গেম ড্র রাখতে সম্মত হন।    

বাকুতে আয়োজিত ফাইনালে এ দিন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন। কিন্তু ১৮ বছর বয়সি প্রজ্ঞানানন্দকে তিনি খুব একটা অসুবিধায় ফেলতে পারেননি। তবে ভারতের দাবা কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ অনুমান করেছিলেন, কার্লসেন এ দিন ড্র-এর জন্য খেলবেন।

ম্যাচের ধারাভাষ্যকাররাও বলেন, এ দিন খেলার শুরুতে মনে হয়েছিল কার্লসেন ড্র-এর জন্য খেলবেন, তিনি ফাইনাল ম্যাচ তৃতীয় দিনে নিয়ে যাবেন। কারণ খাদ্যে বিষক্রিয়ার জন্য তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছে না। আজকের গেমের পর কার্লসেন সুস্থ হওয়ার সময় পেলেন কিছুটা।

কালো ঘুঁটি নিয়ে প্রজ্ঞানানন্দ শুরুর দিকে কিছুটা এগিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সুবিধাটা তিনি কাজে লাগাতে পারেননি। এই টুর্নামেন্টে প্রজ্ঞানানন্দ দারুণ খেলছেন। ফাইনালে পৌঁছোনোর পথে তিনি বিশ্ব র‍্যাঙ্কিং-এ দু-নম্বরে থাকা হিকারু নাকামুরা এবং ৩ নম্বরে থাকা ফাবিয়ানো কারুয়ানাকে পরাস্ত করেছেন।

বৃহস্পতিবার দুজনের মধ্যে টাইব্রেকারের ম্যাচ অনুষ্ঠিত হবে। টাইব্রেকারে ২টি গেম র‍্যাপিড ফরম্যাটে খেলা হবে। প্রত্যেক খেলোয়াড় ২৫ মিনিট করে সময় পাবেন। তাতেও ফয়সালা না হলে প্রত্যেক খেলোয়াড়কে ৫ মিনিট করে সময় দিয়ে আরও ২টি গেম খেলা হবে।

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?