Homeখেলাধুলোদাবা বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: প্রজ্ঞানানন্দ-কার্লসেন দ্বিতীয় গেমও ড্র, খেলা গেল টাইব্রেকারে

দাবা বিশ্বকাপ ২০২৩ ফাইনাল: প্রজ্ঞানানন্দ-কার্লসেন দ্বিতীয় গেমও ড্র, খেলা গেল টাইব্রেকারে

প্রকাশিত

বাকু (আজারবাইজান): দাবা বিশ্বকাপ ফাইনালে রমেশবাবু প্রজ্ঞানানন্দ বনাম ম্যাগনাস কার্লসেনের ম্যাচের দ্বিতীয় গেমও অমীমাংসিত থাকল। মঙ্গলবার প্রথম গেমও ড্র হয়। ফলে ফাইনালের ম্যাচ টাইব্রেকারে গেল।

দাবা বিশ্ব র‍্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা কার্লসেনের সঙ্গে প্রজ্ঞানানন্দের গেম মঙ্গলবারের তুলনায় এ দিন আরও তাড়াতাড়ি শেষ হয়। গতকাল গেম ৩৫ চাল পর্যন্ত গড়িয়েছিল। আজ ৩০ চালের পরে দুই খেলোয়াড় গেম ড্র রাখতে সম্মত হন।    

বাকুতে আয়োজিত ফাইনালে এ দিন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন। কিন্তু ১৮ বছর বয়সি প্রজ্ঞানানন্দকে তিনি খুব একটা অসুবিধায় ফেলতে পারেননি। তবে ভারতের দাবা কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ অনুমান করেছিলেন, কার্লসেন এ দিন ড্র-এর জন্য খেলবেন।

ম্যাচের ধারাভাষ্যকাররাও বলেন, এ দিন খেলার শুরুতে মনে হয়েছিল কার্লসেন ড্র-এর জন্য খেলবেন, তিনি ফাইনাল ম্যাচ তৃতীয় দিনে নিয়ে যাবেন। কারণ খাদ্যে বিষক্রিয়ার জন্য তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছে না। আজকের গেমের পর কার্লসেন সুস্থ হওয়ার সময় পেলেন কিছুটা।

কালো ঘুঁটি নিয়ে প্রজ্ঞানানন্দ শুরুর দিকে কিছুটা এগিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সুবিধাটা তিনি কাজে লাগাতে পারেননি। এই টুর্নামেন্টে প্রজ্ঞানানন্দ দারুণ খেলছেন। ফাইনালে পৌঁছোনোর পথে তিনি বিশ্ব র‍্যাঙ্কিং-এ দু-নম্বরে থাকা হিকারু নাকামুরা এবং ৩ নম্বরে থাকা ফাবিয়ানো কারুয়ানাকে পরাস্ত করেছেন।

বৃহস্পতিবার দুজনের মধ্যে টাইব্রেকারের ম্যাচ অনুষ্ঠিত হবে। টাইব্রেকারে ২টি গেম র‍্যাপিড ফরম্যাটে খেলা হবে। প্রত্যেক খেলোয়াড় ২৫ মিনিট করে সময় পাবেন। তাতেও ফয়সালা না হলে প্রত্যেক খেলোয়াড়কে ৫ মিনিট করে সময় দিয়ে আরও ২টি গেম খেলা হবে।

সাম্প্রতিকতম

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

আরও পড়ুন

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় বজবজের সুস্মিত নস্করের নজির, দুটি স্বর্ণপদক জয়

উজ্জ্বল বন্দ্যোপাধ্য়ায়: বিশ্ব দরবারে আবারও দক্ষিণ ২৪ পরগনার নাম উজ্জ্বল করল বজবজের সুস্মিত নস্কর।...

অস্ট্রেলীয় ওপেন ২০২৫: ‘বুড়ো’ হাড়ের জোর বোঝালেন জোকোভিচ, চার সেটে আলকারাজকে মাত করে শেষ চারে  

মেলবোর্ন (অস্ট্রেলিয়া): প্রথম সেটের সপ্তম গেমে বাঁ পায়ে সমস্যা দেখা দিল জোকোভিচের। দেখা গেল...

রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

কলকাতা: রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হল শনিবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। এটি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে