Homeখেলাধুলোএশিয়াড হকি: জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা টিম ইন্ডিয়ার, সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা...

এশিয়াড হকি: জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা টিম ইন্ডিয়ার, সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন

প্রকাশিত

ভারত: মনপ্রীত সিং, হরমনপ্রীত সিং (২), অমিত রুইদাস এবং অভিষেক জাপান: সেরেন তানাকা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ বার এশিয়ান গেমসে সোনা। শুক্রবার জাপানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল। এটা এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের চতুর্থ সোনা। সেইসঙ্গে সরাসরি প্যারিস অলিম্পিক্সের টিকিট জোগাড় করে ফেলল টিম ইন্ডিয়া।

এ বারের এশিয়ান গেমস দাপটের সঙ্গে শুরু করেছিল ভারত। উজবেকিস্তান ও সিঙ্গাপুরকে ১৬ গোল করে দিয়েছিলেন মনদীপ-মনপ্রীতরা। এর আগে পুল রাউন্ডেও ভারত ও জাপান মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত জিতেছিল ৪-২ গোলে। সেই ছন্দের একবার পতন দেখা যায়নি। জাপানের বিরুদ্ধে শুধু ফাইনাল নয়, গ্রুপ লিগের ম্যাচেও জিতেছিল ভারত। ফাইনালে তারই অ্যাকশন রিপ্লে দেখা গেল।

এ দিন ভারতের হয়ে গোল করেন মনপ্রীত সিং (২৫ মিনিট), হরমনপ্রীত সিং (৩২ মিনিট এবং ৫৯ মিনিট), অমিত রুইদাস (৩৬ মিনিট) এবং অভিষেক (৪৮ মিনিট)। জাপানের একমাত্র গোল করেন সেরেন তানাকা (৫১ মিনিট)।

খেলার ২৫ মিনিটের মাথায় মনপ্রীতের রিভার্স হিটে প্রথম গোলের খাতা খোলে ভারতীয় দল। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ায় ভারত। হার্দিকের থেকে বল পেয়ে মনদীপের সাজানো বলে নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করেন হরমনপ্রীত। মিনিট চারেকের মধ্যে সুখজিৎ ভারতের পক্ষে ৩ নম্বর গোলটি করেন। ৪৮ মিনিটে অভিষেকের সুবাদে ভারতের চতুর্থ গোল। যদিও তার মিনিট তিনেক পরেই পেনাল্টি কর্নার থেকে পাল্টা একটি গোল করেন জাপানের তানাকা। যদিও ৫৯ মিনিটের মাথায় ফের হরমনপ্রীতের গোলে ৫-১ গোলে ম্যাচ জয় ও দেশকে সোনা জেতানো নিশ্চিত হয়ে যায়।

প্রসঙ্গত, একটা সময় ভারতীয় হকি টিম একের পর এক ইতিহাস তৈরি করেছে অলিম্পিকে। অন্য দিকে, ১৯৬৬ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে প্রথম বার সোনা জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। দ্বিতীয় সোনা এসেছিল সেই ব্যাঙ্ককেই। সেজন্য অপেক্ষা করতে হয়েছিল ৩২ বছর। ১৯৯৮ সালে দ্বিতীয় সোনা জিতেছিল। তৃতীয় সোনা জিতেছিল ২০১৪ সালে। আর চতুর্থ সোনা এল আজ।

আরও পড়ুন: এশিয়াড ক্রিকেট: বাংলাদেশকে সহজেই ৯ উইকেটে হারিয়ে ভারত ফাইনালে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।