Homeখেলাধুলোক্রিকেটএশিয়াড ক্রিকেট: বাংলাদেশকে সহজেই ৯ উইকেটে হারিয়ে ভারত ফাইনালে

এশিয়াড ক্রিকেট: বাংলাদেশকে সহজেই ৯ উইকেটে হারিয়ে ভারত ফাইনালে

প্রকাশিত

বাংলাদেশ: ৯৬-৯ (জাকের আলি ২৪ নট আউট, সাই কিশোর ৩-১২, ওয়াশিংটন সুন্দর ২-১৫)

ভারত: ৯৭-১ (৯.২ ওভারে) (তিলক বর্মা ৫৫ নট আউট, ঋতুরাজ গায়কোয়াড় ৪০ নট আউট,  রিপন মণ্ডল ১-২৬)

হ্যাংঝাউ: তিলক বর্মার ২৫ বলে অপরাজিত অর্ধশত রান এবং ঋতুরাজ গায়কোয়াড়ের যোগ্য সঙ্গত ভারতকে খুব সহজেই পৌঁছে দিল এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে। ইনিংসের অর্ধেক বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। এর জন্য ভারতীয় বোলারদেরও কৃতিত্বও কম নয়, বিশেষ করে দুই স্পিনার সাই কিশোর এবং ওয়াশিংটন সুন্দরের।

শুক্রবার সকালে ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট মাঠে আয়োজিত ম্যাচে ভারত টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান করে। জবাবে ভারত ৯.২ ওভারে ১ উইকেটে ৯৭ রান করে। ফলে ভারত ৬৪ বল বাকি থাকতেই এই ম্যাচ ৯ উইকেটে জিতে যায়। ফাইনালে তারা মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তানের বিজয়ীর সঙ্গে।

তিলক, ঋতুরাজের ব্যাটে রানের বন্যা  

জয়ের জন্য রান তাড়া করতে গিয়ে ভারত একদম শুরুতেই ধাক্কা খায়। আগের ম্যাচে নেপালের বিরুদ্ধে সেঞ্চুরি করা যশস্বী জয়সোয়াল কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান। ইনিংসের প্রথম ওভারে বল করতে আসেন রিপন মণ্ডল। তাঁর বিরুদ্ধে ব্যাট শুরু করেন যশস্বী। কিন্তু চতুর্থ বলেই আউট হয়ে যান তিনি। রিপনের বলটা একদম যশস্বীর প্যাডের কাছে পড়েছিল। সেই বল যশস্বী সরাসরি পাঠিয়ে দেন শর্ট ফাইন লেগে দাঁড়ানো ফিল্ডারের হাতে। ভারতের স্কোর ১ উইকেটে শূন্য। বাংলাদেশের খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়ে। কিন্তু বিধি বাম। ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গী হন তিলক বর্মা। মাঠে রানের বন্যা ছোটে। বাংলাদেশের কোনো বোলারকেই রেয়াত করেননি তিলক। নবম ওভারের চতুর্থ বলে হাসান মুরাদকে ছয় মেরে নিজের অর্ধশত রান পূর্ণ করেন তিলক। শেষ পর্যন্ত ২৬ বলে ৫৫ রান করে নট আউট থাকেন তিনি। ঋতুরাজও কিছু কম যান না। তিনিও ২৬টি বল খেলেন এবং ৪০ রান করে নট আউট থাকেন।

ভেঙে পড়ল বাংলাদেশ

এর আগে ব্যাট করতে নেমে একদম শুরুতে কিছুক্ষণ উইকেট ধরে রাখতে পেরেছিল বাংলাদেশ। প্রথম উইকেটের জুটিতেই সবচেয়ে বেশি রান তুলেছিল বাংলাদেশ। ভারতীয় স্পিনাররা আক্রমণে আসতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তারা। প্রথম উইকেট পড়ে ১৮ রানে। স্পিনার সাই সুন্দরের বলে যশস্বীকে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদুল হাসান জয়।

এর পরই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। তবু অল্পবিস্তর রান ওঠে চতুর্থ (১৫ রান), অষ্টম (১৬ রান) এবং নবম (১৫ রান) উইকেটের জুটিতে। যবলার মতো রান করেন পারভেজ হোসেন এমন (৩২ বলে ২৩ রান) এবং জাকের আলি। জাকের ২৯ বলে ২৪ রান করে নট আউট থাকেন। ভারতের দুই স্পিনার সাই কিশোর ১২ রানে ৩ উইকেট এবং ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ২ উইকেট দখল করেন। বাংলাদেশের বাকি চার উইকেট ভাগাভাগি করে নেন অর্শদীপ সিং, তিলক বর্মা, রবি বিশনয় এবং শাহবাজ আহমেদ।

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?