Homeখেলাধুলোক্রিকেটএশিয়াড ক্রিকেট: বাংলাদেশকে সহজেই ৯ উইকেটে হারিয়ে ভারত ফাইনালে

এশিয়াড ক্রিকেট: বাংলাদেশকে সহজেই ৯ উইকেটে হারিয়ে ভারত ফাইনালে

প্রকাশিত

বাংলাদেশ: ৯৬-৯ (জাকের আলি ২৪ নট আউট, সাই কিশোর ৩-১২, ওয়াশিংটন সুন্দর ২-১৫)

ভারত: ৯৭-১ (৯.২ ওভারে) (তিলক বর্মা ৫৫ নট আউট, ঋতুরাজ গায়কোয়াড় ৪০ নট আউট,  রিপন মণ্ডল ১-২৬)

হ্যাংঝাউ: তিলক বর্মার ২৫ বলে অপরাজিত অর্ধশত রান এবং ঋতুরাজ গায়কোয়াড়ের যোগ্য সঙ্গত ভারতকে খুব সহজেই পৌঁছে দিল এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে। ইনিংসের অর্ধেক বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। এর জন্য ভারতীয় বোলারদেরও কৃতিত্বও কম নয়, বিশেষ করে দুই স্পিনার সাই কিশোর এবং ওয়াশিংটন সুন্দরের।

শুক্রবার সকালে ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট মাঠে আয়োজিত ম্যাচে ভারত টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান করে। জবাবে ভারত ৯.২ ওভারে ১ উইকেটে ৯৭ রান করে। ফলে ভারত ৬৪ বল বাকি থাকতেই এই ম্যাচ ৯ উইকেটে জিতে যায়। ফাইনালে তারা মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তানের বিজয়ীর সঙ্গে।

তিলক, ঋতুরাজের ব্যাটে রানের বন্যা  

জয়ের জন্য রান তাড়া করতে গিয়ে ভারত একদম শুরুতেই ধাক্কা খায়। আগের ম্যাচে নেপালের বিরুদ্ধে সেঞ্চুরি করা যশস্বী জয়সোয়াল কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান। ইনিংসের প্রথম ওভারে বল করতে আসেন রিপন মণ্ডল। তাঁর বিরুদ্ধে ব্যাট শুরু করেন যশস্বী। কিন্তু চতুর্থ বলেই আউট হয়ে যান তিনি। রিপনের বলটা একদম যশস্বীর প্যাডের কাছে পড়েছিল। সেই বল যশস্বী সরাসরি পাঠিয়ে দেন শর্ট ফাইন লেগে দাঁড়ানো ফিল্ডারের হাতে। ভারতের স্কোর ১ উইকেটে শূন্য। বাংলাদেশের খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়ে। কিন্তু বিধি বাম। ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গী হন তিলক বর্মা। মাঠে রানের বন্যা ছোটে। বাংলাদেশের কোনো বোলারকেই রেয়াত করেননি তিলক। নবম ওভারের চতুর্থ বলে হাসান মুরাদকে ছয় মেরে নিজের অর্ধশত রান পূর্ণ করেন তিলক। শেষ পর্যন্ত ২৬ বলে ৫৫ রান করে নট আউট থাকেন তিনি। ঋতুরাজও কিছু কম যান না। তিনিও ২৬টি বল খেলেন এবং ৪০ রান করে নট আউট থাকেন।

ভেঙে পড়ল বাংলাদেশ

এর আগে ব্যাট করতে নেমে একদম শুরুতে কিছুক্ষণ উইকেট ধরে রাখতে পেরেছিল বাংলাদেশ। প্রথম উইকেটের জুটিতেই সবচেয়ে বেশি রান তুলেছিল বাংলাদেশ। ভারতীয় স্পিনাররা আক্রমণে আসতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তারা। প্রথম উইকেট পড়ে ১৮ রানে। স্পিনার সাই সুন্দরের বলে যশস্বীকে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদুল হাসান জয়।

এর পরই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। তবু অল্পবিস্তর রান ওঠে চতুর্থ (১৫ রান), অষ্টম (১৬ রান) এবং নবম (১৫ রান) উইকেটের জুটিতে। যবলার মতো রান করেন পারভেজ হোসেন এমন (৩২ বলে ২৩ রান) এবং জাকের আলি। জাকের ২৯ বলে ২৪ রান করে নট আউট থাকেন। ভারতের দুই স্পিনার সাই কিশোর ১২ রানে ৩ উইকেট এবং ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ২ উইকেট দখল করেন। বাংলাদেশের বাকি চার উইকেট ভাগাভাগি করে নেন অর্শদীপ সিং, তিলক বর্মা, রবি বিশনয় এবং শাহবাজ আহমেদ।

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...