Homeখেলাধুলোএশিয়ান গেমস: হংকংকে ১৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল

এশিয়ান গেমস: হংকংকে ১৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল

প্রকাশিত

এশিয়ান গেমসের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিল ভারতীয় মহিলা হকি দল। মঙ্গলবার হংকংকে ১৩-০ গোলে হারিয়ে দিলেন ভারতের মেয়েরা। এ দিন হ্যাটট্রিক করেছেন বন্দনা কাতারিয়া, ডিপ গ্রেস এক্কা এবং দীপিকা।

হংকংয়ের বিরুদ্ধে এ দিন ভারতের হয়ে গোল করেন বন্দনা কাটারিয়া (২’, ১৬’, ৪৮’), দীপিকা (৪’, ৫২’, ৫৪’), মনিকা (৭’), দীপ গ্রেস এক্কা (১১’, ৩৪’, ৪২’), সঙ্গীতা কুমারী (২৭’ , ৫৫’) এবং নবনীত কৌর (৫৮’)। উল্টোদিকে হংকং একটিও গোল করতে পারেনি। বলে রাখা ভালো, এর আগের তিনটি ম্যাচেই পরাজিত হয়েছিল হংকং মহিলা হকি দল।

উল্লেখযোগ্য ভাবে, গ্রুপ পর্যায়ে বিপক্ষের জালে ৩৩টি গোল করেছে ভারতীয় মহিলা হকি দল। হজম করেছে মাত্র একটি। তবে, কোনো ম্যাচেই পরাজয় স্বীকার করেনি তারা। এ দিনের জয়ের সৌজন্যে, ভারতীয় মহিলা হকি দল চারটি ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পুল এ-তে শীর্ষে রয়েছে। নিময় অনুসারে, প্রতিটি পুল থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

মঙ্গলবারের ম্যাচের আগে, ভারত গত সপ্তাহে সিঙ্গাপুরকে ১৩-০ এবং মালয়েশিয়াকে ৬-০ গোলে পরাজিত করার পরে রবিবার কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ ড্র করেছিল ভারতের মহিলা হকি দল। এ বার বৃহস্পতিবার সেমিফাইনালে পুল বি-এর রানার আপদের মুখোমুখি হবে ভারত।

অন্য দিকে, এশিয়ান গেমস হকির সেমিফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভারতীয় ছেলেরাও। আগামী বুধবার তাঁরা সেমিফাইনালে মুখোমুখি হবে সাউথ কোরিয়ার। ভারতের ছেলেরাও গ্রুপ পর্যায়ের প্রতিটি ম্যাচে জয় হাসিল করে নিয়েছিলেন।

আরও পড়ুন: এশিয়াড হকি: হরমনপ্রীত ও মনদীপের হ্যাটট্রিক, বাংলাদেশকে এক ডজন গোল দিয়ে সেমিফাইনালে ভারত  

সাম্প্রতিকতম

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।

সোনার দাম আবারও বাড়ল, জানুন কোথায় কত

গত সপ্তাহে সোনার দাম ক্রমাগত কমার পর এ সপ্তাহে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।...

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

আরও পড়ুন

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ...

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক'দিনের ব্যবধানেই সেই...

এসো হাঁটি বাঁচার আনন্দে: গার্ডেনরিচ ফুটবল কোচিং সেন্টারের অভিনব কর্মসূচি

প্রভাত ঘোষ শীতের গড়িয়ে যাওয়া বিকেল। ঘড়ির কাঁটায় ঠিক সোয়া তিনটে। শুরু হল গার্ডেনরিচ ফুটবল...