Homeখেলাধুলোএশিয়ান গেমস: হংকংকে ১৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল

এশিয়ান গেমস: হংকংকে ১৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল

প্রকাশিত

এশিয়ান গেমসের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিল ভারতীয় মহিলা হকি দল। মঙ্গলবার হংকংকে ১৩-০ গোলে হারিয়ে দিলেন ভারতের মেয়েরা। এ দিন হ্যাটট্রিক করেছেন বন্দনা কাতারিয়া, ডিপ গ্রেস এক্কা এবং দীপিকা।

হংকংয়ের বিরুদ্ধে এ দিন ভারতের হয়ে গোল করেন বন্দনা কাটারিয়া (২’, ১৬’, ৪৮’), দীপিকা (৪’, ৫২’, ৫৪’), মনিকা (৭’), দীপ গ্রেস এক্কা (১১’, ৩৪’, ৪২’), সঙ্গীতা কুমারী (২৭’ , ৫৫’) এবং নবনীত কৌর (৫৮’)। উল্টোদিকে হংকং একটিও গোল করতে পারেনি। বলে রাখা ভালো, এর আগের তিনটি ম্যাচেই পরাজিত হয়েছিল হংকং মহিলা হকি দল।

উল্লেখযোগ্য ভাবে, গ্রুপ পর্যায়ে বিপক্ষের জালে ৩৩টি গোল করেছে ভারতীয় মহিলা হকি দল। হজম করেছে মাত্র একটি। তবে, কোনো ম্যাচেই পরাজয় স্বীকার করেনি তারা। এ দিনের জয়ের সৌজন্যে, ভারতীয় মহিলা হকি দল চারটি ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পুল এ-তে শীর্ষে রয়েছে। নিময় অনুসারে, প্রতিটি পুল থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

মঙ্গলবারের ম্যাচের আগে, ভারত গত সপ্তাহে সিঙ্গাপুরকে ১৩-০ এবং মালয়েশিয়াকে ৬-০ গোলে পরাজিত করার পরে রবিবার কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ ড্র করেছিল ভারতের মহিলা হকি দল। এ বার বৃহস্পতিবার সেমিফাইনালে পুল বি-এর রানার আপদের মুখোমুখি হবে ভারত।

অন্য দিকে, এশিয়ান গেমস হকির সেমিফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভারতীয় ছেলেরাও। আগামী বুধবার তাঁরা সেমিফাইনালে মুখোমুখি হবে সাউথ কোরিয়ার। ভারতের ছেলেরাও গ্রুপ পর্যায়ের প্রতিটি ম্যাচে জয় হাসিল করে নিয়েছিলেন।

আরও পড়ুন: এশিয়াড হকি: হরমনপ্রীত ও মনদীপের হ্যাটট্রিক, বাংলাদেশকে এক ডজন গোল দিয়ে সেমিফাইনালে ভারত  

সাম্প্রতিকতম

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

আরও পড়ুন

এশিয়ান প্যারা গেমস: ক্রীড়াক্ষেত্রে ইতিহাস গড়ল ভারত, জিতে নিল ২৯ সোনা-সহ ১১১ পদক

হ্যাংঝাউ: নিজেদের ঝুলিতে ১১১টা পদক ভরে এশিয়ান প্যারা গেমস শেষ করল ভারত। চিনের হ্যাংঝাউয়ে...

এশিয়ান প্যারা গেমস: তিরন্দাজিতে শীতল দেবী, দৌড়ে রমন শর্মা জিতলেন সোনা     

হ্যাংঝাউ: এশিয়ান প্যারা গেমসের পঞ্চম দিন সক্কালেই এল সোনার খবর। সোনা জিতলেন তিরন্দাজ শীতল...

এশিয়ান গেমস ২০২৩: এশিয়াডে ইতিহাস, ২৮টি সোনা সহ ১০৭টা পদক নিয়ে ফিরছে ভারত

হ্যাংঝাউ: এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারত। ৭৪ বছরের ইতিহাসে যা কখনও হয়নি, তা-ই হল।...