Homeখেলাধুলোএশিয়াড হকি: হরমনপ্রীত ও মনদীপের হ্যাটট্রিক, বাংলাদেশকে এক ডজন গোল দিয়ে সেমিফাইনালে...

এশিয়াড হকি: হরমনপ্রীত ও মনদীপের হ্যাটট্রিক, বাংলাদেশকে এক ডজন গোল দিয়ে সেমিফাইনালে ভারত  

প্রকাশিত

ভারত: ১২ (হরমনপ্রীত ৩, মনদীপ ৩, অভিষেক ২, ললিত, অমিত, নীলকান্ত ও সুমিত) বাংলাদেশ: ০

হ্যাংঝাউ: এই নিয়ে গ্রুপ পর্যায়ে টানা পাঁচ ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে গোলের উৎসবও চলছে। আগের ম্যাচে পাকিস্তানকে ১০ গোল দেওয়ার পরে সোমবার বাংলাদেশকে এক ডজন গোল দিল ভারত। হ্যাটট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং এবং মনদীপ সিংও।   

এশিয়ান গেমসে হকির গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচই জিতল ভারত। পুল ‘এ’-র পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকে চলে গেল সেমিফাইনালে। সেমিতে ভারত খেলবে পুল ‘বি’-র দ্বিতীয় স্থানাধীকারী কোরিয়ার সঙ্গে। খেলা বুধবার। এখন সোনার লক্ষ্যে খেলবে ভারত।

প্রথম কোয়ার্টারে ২-০

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারত। দ্বিতীয় মিনিটেই পেয়ে যায় পেনাল্টি কর্নার। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত। দু’ মিনিট পরে আবার পেনাল্টি কর্নার। আবার গোল করেন ভারত অধিনায়ক। প্রথম কোয়ার্টারের বাকি সময়টা কোনো রকমে ভারতের আক্রমণ ঠেকিয়ে যায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয় কোয়ার্টারে আরও ৪ গোল

দ্বিতীয় কোয়ার্টারে ফের শুরু থেকেই আক্রমণ। ১৮ মিনিটের মাথায় অভিষেক ‘ডি’-এর মধ্যে বল পাঠান মনদীপকে। মনদীপ স্বচ্ছন্দে গোলে ঢুকিয়ে দেন বল। তৃতীয় গোল আসে পাঁচ মিনিট পরে। এর মধ্যে অবশ্য একটি পেনাল্টি কর্নার মিস করেন সমশের সিংহ। যা-ই হোক ২৩ মিনিটের মাথায় অভিষেকের কাছ থেকে পাওয়া পাস কাজে লাগিয়ে ফিল্ড প্লে থেকে গোল করেন ললিত উপাধ্যায়। পরের মিনিটে ভারতের পঞ্চম গোল করেন মনদীপ। ২৮ মিনিটের মাথায় আরও একটি গোল করেন অমিত রুইদাস। দ্বিতীয় কোয়ার্টারে চার গোল করে ভারত বিরতিতে ৬-০ গোলে এগিয়ে যায়।

তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল

তৃতীয় কোয়ার্টারে খেলার গতি কিছুটা কমায় ভারত। তবুও গোলের পথে তা বাধা হয়ে দাঁড়ায়নি। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হরমনপ্রীত। পরের গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় ৯ মিনিট। ৪১ মিনিটে একক দক্ষতায় গোল করেন অভিষেক। ২৫ গজ লাইন থেকে বল নিয়ে বাঁ প্রান্ত ধরে উঠে জোরালো শটে গোল করেন তিনি। ভারত এগিয়ে যায় ৮-০ গোলে।

নিট ফল ১২-০

শেষ কোয়ার্টারে ভারত ৪টি গোল করে বাংলাদেশের বিরুদ্ধে গোলের সংখ্যা এক ডজন পূর্ণ করে। গোল আসে ম্যাচের ৪৬ ও ৪৭ মিনিটে এবং ৫৬ ও ৫৭ মিনিটে। বাংলাদেশের গোলকিপারকে হতচকিত করে প্রথমে গোল করেন মনদীপ। মনদীপের হ্যাটট্রিক পূর্ণ হয়। এর পরেই গোল করার চেষ্টা করেন অভিষেক। কিন্তু তাঁর শট রিবাউন্ড করে ফিরে এলে তা থেকে গোল করে দেন নীলকান্ত শর্মা।

এর পর ৯ মিনিটের অপেক্ষা। ম্যাচের ৫৬ মিনিটে সুমিত বাংলাদেশের ‘ডি’-তে ঢুকে নেটে বল জড়িয়ে দেন। পরের মিনিটেই গোল করেন অভিষেক। ১২-০ গোলে জিতে যায় ভারত।

গোটা ম্যাচ জুড়ে ভারতের বক্সে কত বার বল নিয়ে যেতে পেরেছে বাংলাদেশ তা হাতে গুণে বলা যায়। সামান্য যা আক্রমণ সৃষ্টি করেছে তা থেকে গোল করার কোনো সুযোগই সৃষ্টি করতে পারেনি তারা। ভারতের গোলরক্ষকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখেছেন বলা যায়।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ

এশিয়ান গেমস ২০২৩: সুতীর্থা আর ঐহিকা শেষ পর্যন্ত ব্রোঞ্জই পেলেন

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?