বিশ্বের এক নম্বর জুটিকে হারিয়ে দিলেন এশিয়ান চ্যাম্পিয়ন সাত্ত্বিকসাইরাজ র্যাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty)। রবিবার কোরিয়ার ইয়েসুতে কোরিয়া ওপেন ২০২৩ (Korea Open 2023)-এর শিরোপা জিততে ইন্দোনেশিয়ান জুটি ফজর আলফিয়ান (Fajar Alfian) এবং মহম্মদ রিয়ান আরদিয়ান্টোকে (Muhammad Rian Ardianto) হারিয়ে মেন’স ডাবলস চ্যাম্পিয়ন ভারতীয় জুটি।
মেন’স ডাবলসের ফাইনালে ১৭-২১, ২১-১৩, ২১-১৪ পয়েন্টে হারিয়ে কোরিয়া ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন খেতাব জিতেছেন সাত্ত্বিক-চিরাগ। তাৎপর্যপূর্ণ ভাবে, প্রথম সেট হারার পরে, শীর্ষ বাছাই ফজর আলফিয়ান এবং মহম্মদ রিয়ান আরদিয়ান্টোকে পরের দুই সেটে কোণঠাসা করে দেয় ভারতীয় জুটি।
শনিবার বিশ্বের দুই নম্বর চিনা জুটি লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চ্যাং-এর বিরুদ্ধে রোমাঞ্চকর সরাসরি গেমের জয় পায় এই ভারতীয় জুটি। সেখান থেকেই ফাইনালে প্রবেশ।
বলে রাখা ভালো, চলতি বছরেই ইন্দোনেশিয়া সুপার ১০০০ এবং সুইস ওপেন সুপার ৫০০ খেতাব জিতেছিলেন সাত্ত্বিক এবং চিরাগ। জোট বাঁধার পর থেকে, কমনওয়েলথ গেমসের সোনা, থমাস কাপ সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক-সহ একাধিক শিরোপা জিতেছেন তাঁরা। সুপার ৩০০ (সৈয়দ মোদী এবং সুইস ওপেন), সুপার ৫০০ (থাইল্যান্ড ও ইন্ডিয়া ওপেন), সুপার ৭৫০ (ফ্রেঞ্চ ওপেন) এবং ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০ জিতেছেন তাঁরা।
আরও পড়ুন: তৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ