অস্ট্রেলিয়া: ৪৬৯ ও ১২৩/৪
ভারত: ২৯৬
তৃতীয় দিনের শেষে ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়াইয়ে ফিরল টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। চাপের পরিস্থিতিতেও দুরন্ত লড়াই চালিয়ে যান অজিঙ্কে রাহানে এবং শার্দুল ঠাকুর। তাঁদের দুর্দান্ত পার্টনারশিপেই ফলোঅনের হাত থেকে বাঁচে ভারত।
তৃতীয় দিনের শুরুতে প্রথম ওভারেই আউট হন শ্রীকার ভরত। ভারতের রান তখন ১৫২/৬। মনে হচ্ছিল ভারতের ফলোঅনে পড়া শুধু সময়ের অপেক্ষা। সেই সময় শার্দুল ঠাকুরকে নিয়ে রুখে দাঁড়ান অজিঙ্কে রাহানে।
অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও আরও একটা প্রশংসনীয় ইনিংস রাহানের ব্যাটে। মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি পেলেন না। তবে তাঁর এই ইনিংসকে কুর্নিশ জানাতেই হবে। রাহানের ৮৯, শার্দূলের ৫১। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম শতরানের পার্টনারশিপ গড়লেন রাহানে, শার্দুল। তাঁদের কাঁধে ভর দিয়েই ফলোঅন বাঁচাল ভারত।
প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠলেও এদিন অজিদের ভরসা স্মিথ ও হেডকে দ্রুত আউট করে জয়ের আশা জিইয়ে রাখলেন জাদেজা। তবে চতুর্থ দিন দ্রুত উইকেট ফেলতে না পারলে বিরাট রান তাড়া করে জেতা বেশ কঠিনই হয়ে পড়বে ভারতের কাছে।
অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৯৬ রানে। জবাবে তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ১২৩ রান। দুই ইনিংস মিলিয়ে তারা এগিয়ে ২৯৬ রানে।
আরও পড়ুন: ডব্লিউটিসি ফাইনালের দ্বিতীয় দিনেও দাপট অস্ট্রেলিয়ার, ল্যাজেগোবরে টিম ইন্ডিয়া