রাওয়ালপিন্ডি: প্রবল বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার ম্যাচ। দুটি দলই তাদের প্রথম ম্যাচ জিতেছে। ফলে মঙ্গলবার এই দুই দলের ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় কিছুটা অসুবিধায় পড়ে গেল গ্রুপ ‘বি’-র বাকি দুটি দল ইংল্যান্ড এবং আফগানিস্তান।
গ্রুপ ‘বি’-র অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা ম্যাচ আয়োজন করা হয়েছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। বিকাল পাঁচটাতেও রাওয়ালপিন্ডিতে বৃষ্টি না থামায় ম্যাচ বাতিল করে দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। একটা বল তো দূরের কথা, টস করাও সম্ভব হয়নি।
এক দিনের ম্যাচ করতে হলে দু’দলকেই অন্ততপক্ষে ২০ ওভার করে ব্যাট করতে হয়। এবং তার জন্য ম্যাচ শুরু করার দরকার ছিল সাড়ে ৭টায়। কিন্তু রাওয়ালপিন্ডিতে বৃষ্টি থামার কোনো লক্ষণই ছিল না। ম্যাচ পরিত্যক্ত করতে ঘোষণা করতে বাধ্য হন পাইক্রফট। ফলে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া দু’দলই এক পয়েন্ট করে পেল।
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া, দুটি দলই তিন পয়েন্ট করে সংগ্রহ করল। এর ফলে কিছুটা অসুবিধায় পড়ে গেল বাকি দুটি দল, ইংল্যান্ড এবং আফগানিস্তান। কারণ তাদের সংগ্রহে এখনও কোনো পয়েন্ট আসেনি। মঙ্গলবার খেলা না হওয়ায় বুধবার করাচির ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল। প্রথম ম্যাচে দু’দলই হেরে গিয়েছে। বুধবার যারা জিতবে তারাই টিকে থাকবে প্রতিযোগিতায়। গ্রুপ ‘বি’-র সব দলের সামনেই খোলা রইল সেমিফাইনালে যাওয়ার সুযোগ। আবার যে কোনো দলই ছিটকে যেতে পারে।