রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলই এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল। নিউজিল্যান্ড শুরুটা ভালো করেছিল ঠিকই, কিন্তু মহম্মদ শামি এবং বিরাট কোহলির দাপটে হাতে চার উইকেট এবং ১২ বল বাকি থাকতেই জয় হাসিল করে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
পয়েন্ট টেবিলে কোথায় কে
নিউজিল্যান্ডকে দুরমুশ করার পরে, ভারত এখন ১০ পয়েন্ট এবং +১.৩৫৩-এর নেট রান রেট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। এটি এত দিন ছিল নিউজিল্যান্ডের দখলে। কিন্তু প্রথম বার হারের পর তারা এখন ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে +১.৪৮১ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকা ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চার পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ও পাকিস্তান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
২০ বছর পর কাটল খরা!
এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১০টি ম্যাচের ৫টিতে জিতে আধিপত্য বজায় রেখেছে নিউজিল্যান্ড। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ, রবিবারের ম্যাচ নিয়ে বিশ্বকাপের আসরে নিউজিল্য়ান্ডকে ৪টি ম্যাচে হারাল ভারত। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল শেষ বার বিশ্বকাপে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। রবিবার ফের নিউজিল্যান্ডকে হারানোয় দীর্ঘ ২০ বছর পর সেই খরা কাটল।
আরও পড়ুন: শামির বল, বিরাটের ব্যাটের দাপটে ভারতের কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড