Homeখেলাধুলোক্রিকেটজয় দিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের, হারল ধোনির চেন্নাই

জয় দিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের, হারল ধোনির চেন্নাই

প্রকাশিত

চেন্নাই সুপার কিংস: ১৭৮-৭ (ঋতুরাজ ৯২, মইন ২৩)

গুজরাত টাইটান্স: ১৮২-৫ (শুভমন গিল ৬৩, বিজয় শংকর ২৭)

জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে হারাল চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। টসে জিতে হার্দিকের বল করার সিদ্ধান্তেই মোটামুটি ম্যাচের ভবিষ্যৎ বোঝা হয়ে গিয়েছিল। মোতেরা স্টেডিয়ামের উইকেটে বোলারদের জন্যে সে ভাবে কিছুই ছিল না। ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড় ৫০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মূলত তাঁর ইনিংস ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানে পৌঁছে যায় চেন্নাই। অবশ্য ইনিংসের শেষ ওভারের ধোনি ধামাকা ভুলে গেলে চলবে না। শেষ ওভারে একটি ছক্কা এবং একটি বাউন্ডারি হাঁকান ৪১ বছরের ধোনি। মাত্র ৭ বলে ১৪ রান করেন তিনি।

গুজরাত বোলারদের মধ্যে সেরা রশিদ খান। আফগান লেগস্পিনার ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন। দুরন্ত বোলিং করেছেন শামিও। ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট পেয়েছেন বাংলার পেসার। আলজারি জোসেফ ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল গুজরাত। ১৬ বলে ২৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন ঋদ্ধি। এর আগে দুটি দুর্দান্ত ক্যাচও নিয়েছেন তিনি। ঋদ্ধির উইকেটের পর ইনিংসের হাল ধরেন শুভমন গিল। দুরন্ত ছন্দে খেলছিলেন শুভমন। তার আন্তর্জাতিক ক্রিকেটের ফর্ম বজায় ছিল। কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারলেন না। ৩৬ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন গিল।

শেষ পর্যন্ত গুজরাটকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রাহুল তেওয়াটিয়া (‌১৪ বলে অপরাজিত ১৫)‌ ও রশিদ খান (‌৩ বলে অপরাজিত ১০)‌। ১৯.‌২ ওভারে ১৮২/‌৫ তুলে ম্যাচ জিতে নেয় গুজরাত।

উল্টো দিকে, আইপিএল অভিষেক ম্যাচে নজর কাড়লেন রাজবর্ধন হাঙ্গারগেকর। তিনি ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন তুষার এবং রবীন্দ্র জাডেজা।

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শিখর ধাওয়ান জানালেন, তিনি আবার মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার জন্য। কিংবদন্তিদের লিগে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?