Homeখেলাধুলোক্রিকেটজয় দিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের, হারল ধোনির চেন্নাই

জয় দিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের, হারল ধোনির চেন্নাই

প্রকাশিত

চেন্নাই সুপার কিংস: ১৭৮-৭ (ঋতুরাজ ৯২, মইন ২৩)

গুজরাত টাইটান্স: ১৮২-৫ (শুভমন গিল ৬৩, বিজয় শংকর ২৭)

জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে হারাল চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। টসে জিতে হার্দিকের বল করার সিদ্ধান্তেই মোটামুটি ম্যাচের ভবিষ্যৎ বোঝা হয়ে গিয়েছিল। মোতেরা স্টেডিয়ামের উইকেটে বোলারদের জন্যে সে ভাবে কিছুই ছিল না। ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড় ৫০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মূলত তাঁর ইনিংস ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানে পৌঁছে যায় চেন্নাই। অবশ্য ইনিংসের শেষ ওভারের ধোনি ধামাকা ভুলে গেলে চলবে না। শেষ ওভারে একটি ছক্কা এবং একটি বাউন্ডারি হাঁকান ৪১ বছরের ধোনি। মাত্র ৭ বলে ১৪ রান করেন তিনি।

গুজরাত বোলারদের মধ্যে সেরা রশিদ খান। আফগান লেগস্পিনার ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন। দুরন্ত বোলিং করেছেন শামিও। ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট পেয়েছেন বাংলার পেসার। আলজারি জোসেফ ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল গুজরাত। ১৬ বলে ২৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন ঋদ্ধি। এর আগে দুটি দুর্দান্ত ক্যাচও নিয়েছেন তিনি। ঋদ্ধির উইকেটের পর ইনিংসের হাল ধরেন শুভমন গিল। দুরন্ত ছন্দে খেলছিলেন শুভমন। তার আন্তর্জাতিক ক্রিকেটের ফর্ম বজায় ছিল। কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারলেন না। ৩৬ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন গিল।

শেষ পর্যন্ত গুজরাটকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রাহুল তেওয়াটিয়া (‌১৪ বলে অপরাজিত ১৫)‌ ও রশিদ খান (‌৩ বলে অপরাজিত ১০)‌। ১৯.‌২ ওভারে ১৮২/‌৫ তুলে ম্যাচ জিতে নেয় গুজরাত।

উল্টো দিকে, আইপিএল অভিষেক ম্যাচে নজর কাড়লেন রাজবর্ধন হাঙ্গারগেকর। তিনি ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন তুষার এবং রবীন্দ্র জাডেজা।

সাম্প্রতিকতম

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

গরম পড়তেই চুলের দফারফা! চিন্তা নেই, সহজ এই উপায় জানলেই হবে মুশকিল আসান

Hair Care: গ্রীষ্মের জ্বালায় নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। বাড়ি থেকে বেরোনো যেন এক প্রকার দায়...

গরম নিয়ে আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না

শ্রয়ণ সেন আতঙ্ক! আতঙ্ক! আতঙ্ক! সমাজমাধ্যমের পাতা ওলটালেই গরম নিয়ে চূড়ান্ত আতঙ্কজনক খবর! মানুষ গরম অনুভব...

আরও পড়ুন

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট: পেসারদের কাছে হার মানল ভারত, চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া: ২৫৩-৭ (হরজস সিং ৫৫, হিউ ওয়েবগেন ৪৮, রাজ লিমবানি ৩-৩৮, নমন তিওয়ারি ২-৬৩)...

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট: সচিন ধস আর উদয় সহরনের জুটি ভারতকে পৌঁছে দিল ফাইনালে     

দক্ষিণ আফ্রিকা: ২৪৪-৭ (প্রেতোরিয়াস ৭৬, সেলেতসোয়ানে ৬৪, লিমবানি ৩-৬০, মুশির ২-৪৩) ভারত: ২৪৮-৮ (সচিন ধস...