২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে আরেকটি বড়ো অঘটন ঘটিয়েছে নেদারল্যান্ডস। তারা দুর্দান্ত পারফর্ম করে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দিয়েছে মঙ্গলবার। এর আগে নজরকাড়া পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়ে ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান।
তবে, ৫০ ওভারের বিশ্বকাপে এটিই প্রথম নয়। এর আগেও একাধিক বার এমন ঘটনা ঘটেছে, যখন অপেক্ষাকৃত দুর্বল দল টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স দিয়ে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে। এই মেগা ইভেন্টে অনেকবার বড়ো বিপর্যয় দেখা গেছে। এমনকী ভারতীয় দলও এ ধরনের ঘটনার শিকার হয়েছে। বিশ্বকাপের এমনই পাঁচটি বড় বিপর্যয়ের বিষয়ে জেনে নেওয়া যাক।
কেনিয়ার কাছে হার শ্রীলঙ্কা (২০০৩)
২০০৩ সালের আইসিসি বিশ্বকাপে, কেনিয়া গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দেয়। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে উঠতে সফল হয়েছিল কেনিয়া। ওই ম্যাচে কেনিয়া জিতেছিল ৫৩ রানে।
বাংলাদেশের চমক ভারতকে (২০০৭)
২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শক্তিশালী ভারতীয় দলকে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হারের কারণে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি ভারতীয় দল। বাংলাদেশ বোলাররা পুরো ভারতীয় দলকে ১৯১ রানে অলআউট করে দেয় এবং পাঁচ উইকেট হারিয়ে জিতে যায়।
আয়ারল্যান্ডের কাছে ধরাশায়ী পাকিস্তান (২০০৭)
২০০৭ সালে বাংলাদেশের পাশাপাশি আয়ারল্যান্ডও বড়ো ধরনের বিপর্যয় ঘটায়। আয়ারল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে দেয়। আয়ারল্যান্ডের কাছে হারের কারণে গ্রুপ পর্ব থেকে উৎরাতে পারেনি পাকিস্তান দল।
ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের জয় (২০১১)
২০১১ সালে আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দেয়। প্রথমে ব্যাট করে ইংলিশ দল স্কোর বোর্ডে ৮ উইকেট হারিয়ে ৩২৭ রান করে। তবে কেভিন ও’ব্রায়েনের সেঞ্চুরির জোরে ৫ বল বাকি থাকতেই লক্ষ্য অর্জন করে আয়ারল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের পরাজয় (২০১৫)
২০১৫ বিশ্বকাপেও আয়ারল্যান্ড আরেকটি বড়ো বিপর্যয় ঘটায়। দুর্দান্ত পারফর্ম করে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। ক্যারিবিয়ান দলের দেওয়া ৩০৫ রানের বড় লক্ষ্য আয়ারল্যান্ড পূরণ করে ফেলে ২৫ বল বাকি থাকতেই।
আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: টি২০-এর পর আবার হার দক্ষিণ আফ্রিকার, ইতিহাস গড়ল নেদারল্যান্ডস