ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল। এই প্রথমবার আয়োজন করা হল অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ। আর প্রথমবারই বিশ্বজয়ী হল শেফালি ভার্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই মহাযুদ্ধে ইংল্যান্ডকে ৭ উইকেটে পরাস্ত করে বিশ্বকাপ খেতাব জয় করে নিয়েছে ভারত।
রবিবারের ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে ৬৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ক্রিকেট দল। জবাবে মাত্র ১৪ ওভারেই ম্যাচ নিজেদের পকেটে পুরে ফেলে ভারতীয় দল।
উল্লেখযোগ্য ভাবে, চুঁচুড়ার তিতাস সাধু জোরে বোলার। ফাইনালে তিতাস ভারতের সবচেয়ে সফল বোলার। তিনি ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিতাস।
প্রসঙ্গত, ২০১৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ হোক বা ২০২০ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, বারবার সুযোগ থাকলেও ট্রফি জেতা হয়নি ভারতের মেয়েদের। এ বার নতুন এক ইতিহাস গড়ে ফেলল শেফালি বর্মার দল। এ বারই প্রথমবার আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর প্রথম বারেই বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ২০০৭ সালে পুরুষদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত। সেটিও দক্ষিণ আফ্রিকার মাটিতেই আয়োজিত হয়েছিল।