Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কঠিন লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিলেন বুমরাহ-হার্দিক

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কঠিন লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিলেন বুমরাহ-হার্দিক

প্রকাশিত

ভারত: ১১৯ (১৯ ওভার) (ঋষভ পন্থ ৪২, অক্ষর পটেল ২০, হরিস রাউফ ৩-২১, নাসিম শাহ ৩-২১)

পাকিস্তান: ১১৩-৭ (মহম্মদ রিজওয়ান ৩১, ইমাদ ওয়াসিম ১৫, জসপ্রীত বুমরাহ ৩-১৪, হার্দিক পাণ্ড্য ২-২৪)  

খবর অনলাইন ডেস্ক: ক্রিকেট যে কত অনিশ্চয়তার খেলা তা আর-একবার প্রমাণ হল। পারল না পাকিস্তান। ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে তারা একসময়ে ছিল ২ উইকেটে ৭৩-এ। হাতে ৮ উইকেট, ৪৭টা বল, জয়ের জন্য দরকার ৪৭ রান। আপাতদৃষ্টিতে অন্তত সহজ সমীকরণ। সবাই ধরে নিয়েছিল পাকিস্তান জিতবে। কিন্তু বিধাতা অলক্ষ্যে হাসলেন। ৭৩ রানে তৃতীয় উইকেট পড়ার পর থেকে ম্যাচের রাশ চলে যায় ভারতের হাতে। শেষ পর্যন্ত ৬ রানে জিতে যায় তারা।

রবিবারের পরাজয়ের পরে সংকটে পাকিস্তান। গ্রুপ ‘এ’ থেকে তাদের ‘সুপার ৮ রাউন্ড’-এ যাওয়া নিয়ে ঘোর সংশয় তৈরি হল। ২টি ম্যাচ থেকে কোনো পয়েন্টই তারা সংগ্রহ করত্তে পারল না। তাদের খেলা বাকি কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ২টি করে ম্যাচ খেলে ২টিতেই জিতে ৪ পয়েন্ট করে সংগ্রহ করে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের খেলা বাকি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে। ভারত ছাড়াও আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।

পাকিস্তানের সামনে সহজ লক্ষ্যমাত্রা         

বৃষ্টির জন্য দেড়ঘণ্টা দেরিতে শুরু হয় খেলা, রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় (স্থানীয় সময় দুপুর ১২টা)। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের এই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত করে ভারত। ১৯ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ১১৯ রানে অল আউট হয়ে যায় তারা।

ভারতের ব্যাটারদের মধ্যে ঋষভ পন্থ, অক্ষর পটেল আর অধিনায়ক রোহিত শর্মা ছাড়া কারও রান দু’ অঙ্কে পৌঁছোয়নি। ১৯ রানের মধ্যে দুই ওপেনার বিরাট কোহলি এবং রোহিত শর্মা প্যাভিলিয়নে ফেরত যান। দলের ১২ রানের মাথায় নাসিম শাহের বলে উসমান খানের হাতে ক্যাচ দিয়ে বিরাট (৩ বলে ৪ রান) ফেরত যান। স্কোরে ৭ রান যোগ হতেই আউট হন রোহিত (১২ বলে ১৩ রান)। শাহিন শাহ আফ্রিদির বলে হরিস রাউফের হাতে ক্যাচ দেন রহত।

১৯ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন ঋষভ পন্থ এবং অক্ষর পটেল। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৩৯ রান। ১৮ বলে ২০ রান করে নাসিমের বলে বোল্ড হন অক্ষর। ঋষভের সঙ্গী হন সূর্যকুমার যাদব। যতক্ষণ এঁরা দু’জন ক্রিজে ছিলেন ততক্ষণ মনে হচ্ছিল না ভারত এতটা বিপাকে পড়তে পারে। চতুর্থ উইকেটে যোগ হয় ৩১ রান। দলের ৮৯ রানের মাথায় হরিস রাউফের বলে মহম্মদ আমিরকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সূর্যকুমার (৮ বলে ৭ রান)।

এর পর ভারতের ৬টি উইকেট পড়ে যায় মাত্র ৩০ রানে। হরিস রাউফ, মহম্মদ আমির আর নাসিম শাহের বোলিং-এর কাছে আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাটাররা। ভারতের সর্বোচ্চ রান ঋষভ পন্থের, ৩১ বলে ৪২।

প্রায় শেষ দিকে ম্যাচে ফিরল ভারত

জয়ের জন্য দরকার ছিল ১২০ রান। নাসাউ কাউন্টির পিচে ঠিকঠাক শুরু করেছিল পাকিস্তান। প্রথম উইকেট পড়ে ২৬ রানে। অধিনায়ক বাবর আজম বুমরাহের বলে কুলদীপ যাদবকে ক্যাচ দিয়ে আউট হন। মহম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে উসমান খান দলের রান নিয়ে যান ৫৭-তে। অক্ষর পটেলের বলে এলবিডব্লিউ হন উসমান। রিজওয়ানের সঙ্গী হন ফকর জমান। ১২.১ ওভারে দলের রান দাঁড়ায় ২ উইকেটে ৭৩। পাকিস্তানের সমর্থকরা কিছুটা নিশ্চিন্ত। আগের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ার পর কিছুটা কোণঠাসা ছিল পাকিস্তান। এ দিন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে জয়ের আশা নিয়ে বুক বাঁধছেন তাঁরা। ঠিক সেই সময়ে ঘুরে গেল খেলার মোড়।

দলের ৭৩ রানের মাথায় হার্দিক পাণ্ড্যর বলে উইকেটকিপার ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে ফিরে যান ফকর জমান (৮ বলে ১৩ রান)। এর পর থেকেই ঘন ঘন উইকেট পড়তে থাকে পাকিস্তানের। শেষ ৭.৪ ওভারে তারা যোগ করে ৪০ রান, হারায় ৪টি উইকেট। ভারতের বোলিং আক্রমণের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারলেন না। শেষ পর্যন্ত ৬ রানে হারতে হল পাকিস্তানকে। ১৪ রানে ৩ উইকেট দখল করে এ দিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন জসপ্রীত বুমরাহ।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: উড়ে গেল উগান্ডা, কোনো টি২০ ম্যাচে এত বড়ো ব্যবধানে কখনও জেতেনি ওয়েস্ট ইন্ডিজ

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩৬ রানে হারাল অস্ট্রেলিয়া  

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শিখর ধাওয়ান জানালেন, তিনি আবার মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার জন্য। কিংবদন্তিদের লিগে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?