Homeখেলাধুলোক্রিকেট৩ দিনেই ফয়সলা! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস এবং ১৪১ রানে জয় ভারতের

৩ দিনেই ফয়সলা! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস এবং ১৪১ রানে জয় ভারতের

প্রকাশিত

ওয়েস্ট ইন্ডিজ: ১৫০ (অলিক ৪৭, ব্র্যাথওয়েট ২০, অশ্বিন ৫/৬০, জাডেজা ৩/২৬) এবং ১৩০ (অলিক ২৮, জেসন ২০, অশ্বিন ৭/৭১, জাডেজা ২/৩৮)

ভারত: ৪২১/৫ ডিক্লেয়ার (যশস্বী ১৭১, রোহিত ১০৩, কোহলি ৭৬)

তিন দিনেই ম্যাচের মীমাংসা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে জিতল ভারত। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

প্রথম দিন থেকেই নড়বড়ে ঠেকছিল ওয়েস্ট ইন্ডিজ দলকে। প্রথম ইনিংসে তারা ১৫০ রানের মধ্যে অলআউট হয়ে যায়। এর জবাবে ভারত প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ৪২১ রান করে। যশস্বী জয়সওয়ালের ১৭১ রান এবং বিরাট কোহলির ৭৬ রানের সাহায্যে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয়দিন ৪২১ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ভারতের কাছে ২৭১ রানের লিড ছিল। ভারতের হয়ে জয়সওয়াল ৩৮৭ বলে ১৭১ রান করেছেন। অন্যদিকে কোহলি ১৮২ বলে ৭৬ রান করেন। রবীন্দ্র জাদেজা ৩৭ রান করে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা আরও একবার হতাশ করেন। গোটা দল মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায়।

দুই ইনিংস মিলিয়ে এক ডজন উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে তাঁর ঝুলিতে ছিল পাঁচটি উইকেট। দ্বিতীয় ইনিংসে একাই সাত উইকেট নিলেন অশ্বিন। জাডেজা নিলেন দু’টি এবং সিরাজ একটি।

অভিষেক টেস্ট খেলতে নামা যশস্বী একাই ওয়েস্ট ইন্ডিজের সেই রান টপকে যান। অনায়াসে ১৭১ রান করে যান তিনি। ম্যাচের সেরা অভিষেক টেস্টে শতরান করা যশস্বী জয়সওয়াল।

ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, “আমার উপর ভরসা করার জন্য নির্বাচক এবং রোহিত ভাইকে ধন্যবাদ। এই দিনটার জন্যই আমি পরিশ্রম করছিলাম। প্রতিটা দিন আমি নিজের লক্ষ্য স্থির রেখেছিলাম। দেশের হয়ে টেস্ট খেলা আমার কাছে একটা স্মরণীয় মুহূর্ত। ছোটবেলা থেকেই এই দিনটার স্বপ্ন দেখতাম। এই মুহূর্তটা আমার কাছে খুব আবেগের। তবে এটা সবে শুরু। আমার এই পর্যন্ত আসার পিছনে অনেক মানুষ রয়েছেন। তাঁদের সকলকে ধন্যবাদ। আমি এখন শিখছি। রোহিত ভাই, বিরাট ভাইয়ের সঙ্গে কথা বলি। আমি প্রতি দিন শিখি ওদের থেকে।”

আরও পড়ুন: রোহিত-যশস্বীর জোড়া শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬০ রানের লিড ভারতের

সাম্প্রতিকতম

চিনের নতুন প্রশাসনিক জেলা ঘোষণা, লাদাখের অংশ অন্তর্ভুক্ত— কড়া প্রতিবাদ ভারতের

চিনের দুটি নতুন প্রশাসনিক জেলা ঘোষণা নিয়ে কড়া প্রতিবাদ জানালো ভারত। লাদাখের অংশ অন্তর্ভুক্ত করায় কূটনৈতিকভাবে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য দল।

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠককে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।

মেরঠে মেরিন অফিসার খুন, হত্যার পর প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচলে ১৫ দিনের সফরে মুসকান

মেরিন অফিসার সৌরভ রাজপুতকে খুনের পর স্ত্রী মুসকান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা হিমাচলে ১৫ দিনের সফরে যান। পুলিশের দাবি, খুনের পর দম্পতি নির্বিকারভাবে ছুটি উপভোগ করেছেন।

আরও পড়ুন

রবিচন্দ্রন অশ্বিনের নামে রাস্তার নামকরণ, ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারকে বিশেষ সম্মান

ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের নামে চেন্নাইয়ের একটি রাস্তার নামকরণ হতে চলেছে। টাইমস...

রাম নবমীর দিনে ইডেনে ম্যাচ নিয়ে ধোঁয়াশা, মুখ খুলল কলকাতা পুলিশ

রাম নবমীর দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে বিতর্ক তুঙ্গে। বৃহস্পতিবার...

রোহিত শর্মা কেন অবসর নেবেন? এ বার প্রশ্ন তুললেন এবি ডি’ভিলিয়ার্স

চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার ওয়ানডে থেকে অবসর নিয়ে জোর জল্পনা। হরেক গুজবও ছড়িয়েছে।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে