ভারত: ২২৪ (করুণ নায়ার ৫৭, সাই সুদর্শন ৩৮, গাস অ্যাটকিনসন ৫-৩৩, জোশ টাং ৩-৫৭) ও ৭৫-২ (যশস্বী জয়সওয়াল ৫১ নট আউট, জোশ টাং ১-২৫, গাস অ্যাটকিনসন ১-২৬)
ইংল্যান্ড: ২৪৭ (জাক ক্রলি ৬৪,হ্যারি ব্রুক ৫৩, প্রসিদ্ধ কৃষ্ণ ৪-৬২, মহম্মদ সিরাজ ৪-৮৬)
কেনিংটন ওভাল: বড়ো কোনো অঘটন না ঘটলে পঞ্চম টেস্ট পাঁচ দিনে গড়াবে না। দ্বিতীয় দিনেই শুরু হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস এবং দুটি উইকেট পড়েও গেল। তা-ও বৃষ্টির কারণে প্রথম দিনে নির্ধারিত ৯০ ওভারের জায়গায় ৬৪ ওভার খেলা হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে চার দিনেই এই টেস্টের পরিসমাপ্তি ঘটবে যদি না বৃষ্টি কিছু ব্যাঘাত ঘটায়।
শুক্রবার ওভালে ভারত ৫ উইকেটে ২০৪ রান হাতে নিয়ে ব্যাট করতে নামে। অ্যাট বছর পর অর্ধশত রানে করুণ নায়ার ব্যাট করছিলেন ৫১ রানে এবং ওয়াশিংটন সুন্দর ব্যাট করছিলেন ১৯ রানে। আশা ছিল ভারত যদি তাদের প্রথম ইনিংস ৩০০ রানের কাছাকাছি টেনে নিয়ে যেতে পারে, তা হলে ইংল্যান্ডকে কিছুটা মুশকিলে ফেলা যেতে পারে। কারণ মেঘলা আবহাওয়া এবং সবুজ পিচ।

৫ উইকেট নিলেন গাস অ্যাটকিনসন। ছবি England Cricket ‘X’ থেকে নেওয়া।
কিন্তু তা হল না। বাকি ৪ উইকেটে ভারত যোগ করতে পারল ২০ রান। মাত্র ২৪ মিনিট তারা উইকেটে ছিল। করুণ তাঁর রানের সঙ্গে যোগ করলেন মাত্র ৬ রান, আর ওয়াশিংটন মাত্র ৭ রান। বাকি ব্যাটারদের কাছ থেকে তেমন কিছু এল না। বোলিং-এ গাস অ্যাটকিনসন (৩৩ রানে ৫ উইকেট) এবং জোশ টাং (৫৭ রানে ৩ উইকেট)। ২২৪ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস।
ইংল্যান্ড যে ভাবে শুরু করেছিল তাতে মনে হয়েছিল তারা ভারতের ইনিংসকে সহজেই টপকে যাবে। জাক ক্রলি এবং বেন ডাকেট তাঁদের প্রথম উইকেটের জুটিতে ৯২ রান করেন। ৯২ রানের মাথায় প্রথম আঘাত হানেন আকাশ দীপ। উইকেটকিপার ধ্রুব জুরেলকে ক্যাচ দিয়ে বেন ডাকেট ফিরে যান ৪৩ রানে।

লড়লেন জাক ক্রলি। ছবি England Cricket ‘X’ থেকে নেওয়া।
এর পরেই শুরু হয় নিয়মিত ব্যাবধানে উইকেট পতন। বাকি ৯ উইকেটে ইংল্যান্ড যোগ করে মাত্র ১৫৫ রান। একমাত্র ক্রলি ছাড়া কেউই ভারতীয় বোলারদের মোকাবিলা করতে পারলেন না। প্রসিদ্ধ কৃষ্ণের বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে ক্রলি ব্যক্তিগত ৬৪ রানের মাথায় ক্রলি যখন ফিরে গেলেন ইংল্যান্ডের রান তখন ১২৯। মূলত প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজের বলের কাছে আত্মসমর্পণ করল ইংল্যান্ড। দুজনেই ৪টি উইকেট দখল করলেন। ২৪৭ রানে ইনিংস শেষ করল ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ২৩ রানে দ্বিতীয় ইনিংস শুরু করেই ভারত বিপাকে। ইতিমধ্যেই হারিয়েছে ২টি উইকেট। তুলেছে ৭৫ রান। একমাত্র লড়ে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল। অর্ধশত রান পূর্ণ করে ৫১ রানে নট আউট রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন নাইট ওয়্যাচম্যান হিসাবে আকাশ দীপ। ৪ রান করে ক্রিজে রয়েছেন। ৭ রান করে কে এল রাহুল শিকার হয়েছেন জোশ টাঙয়ের আর সাই সুদর্শন ১১ রান করে গাস অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। হাতে ৮ উইকেট নিয়ে ভারত আপাতত এগিয়ে রয়েছে ৫২ রানে।
আরও পড়ুন
ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: ফের টসে হার, ত্র্যহস্পর্শের কোপে ভারত, আট বছর পরে করুণের অর্ধশত রান