Homeখেলাধুলোক্রিকেটদ্বিতীয় টেস্টেও হার অস্ট্রেলিয়ার, ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ দখলে রাখল ভারত

দ্বিতীয় টেস্টেও হার অস্ট্রেলিয়ার, ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ দখলে রাখল ভারত

প্রকাশিত

অস্ট্রেলিয়া: ২৬৩/১০ (খাওয়াজা-৮১, হ্যান্ডসকম্ব-৭২*, শামি-৬০/৪, অশ্বিন-৫৭/৩, জাদেজা-৬৮/৩) ও ১১৩ (হেড-৪৩, লাবুশানে ৩৫, জাডেজা ৭-৪২)

ভারত: ২৬২/১০ (কোহলি-৪৪, অক্ষর-৭৪), ১১৮-৪ (রোহিত ৩১, পূজারা ৩১)

বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করলেন চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ভারতের। ২-০ ব্যবধানে এগিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রাখল টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টও কার্যত অনায়াসে জিতে গেল টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে অজিদের দেওয়া ১১৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে সে ভাবে বেগ পেতে হল না টিম ইন্ডিয়াকে। চেতেশ্বর পূজারার অপরাজিত ৩১ রানের ইনিংস অনবদ্য। ইনিংস চলাকালীন বিরাট কোহলি ২৫ হাজার আন্তর্জাতিক রান করে দ্রুততম ব্যাটার হয়ে উঠলেন।

রবিবারের প্রথম দিকে, রবীন্দ্র জাডেজা সাত উইকেট নিয়েছিলেন এবং রবিচন্দ্রন অশ্বিন তিনটি উইকেট নেন। ১১৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। যেখানে প্রথম ইনিংসে ১৬৩ রান করে এক রানের লিড নিয়েছিল তারা। ম্যাচের চতুর্থ ইনিংসে ভারতকে ১১৫ রানের টার্গেট দেন অজিরা।

স্পিন সহায়ক পিচে অজিদের দেওয়া ১১৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছানো খুব একটা সহজ হবে না বলে মনে করা হচ্ছিল। তবে টিম ইন্ডিয়া মাত্র ২৬ ওভারে ৪ উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে যায়। লক্ষ্য কম থাকায় অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে আউট হলেন রোহিত, বিরাট কোহলি, শ্রেয়স আয়াররা। প্রত্যাশা মতোই অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টেও হারিয়ে চার টেস্টেক সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

সাম্প্রতিকতম

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

শহরে অত্যধিক গরমের অনুভূতির কারণ ‘আরবান হিট আইল্যান্ড’

শ্রয়ণ সেন তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। এই অঞ্চলের ১৫টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব...

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

আরও পড়ুন

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট: পেসারদের কাছে হার মানল ভারত, চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া: ২৫৩-৭ (হরজস সিং ৫৫, হিউ ওয়েবগেন ৪৮, রাজ লিমবানি ৩-৩৮, নমন তিওয়ারি ২-৬৩)...

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট: সচিন ধস আর উদয় সহরনের জুটি ভারতকে পৌঁছে দিল ফাইনালে     

দক্ষিণ আফ্রিকা: ২৪৪-৭ (প্রেতোরিয়াস ৭৬, সেলেতসোয়ানে ৬৪, লিমবানি ৩-৬০, মুশির ২-৪৩) ভারত: ২৪৮-৮ (সচিন ধস...