Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: শুভমন-জাদেজা-ওয়াশিংটন-রাহুলের অভূতপূর্ব লড়াই স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার টেস্ট

ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: শুভমন-জাদেজা-ওয়াশিংটন-রাহুলের অভূতপূর্ব লড়াই স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার টেস্ট

প্রকাশিত

ভারত: ৩৫৮ (সাই সুদর্শন ৬১, যশস্বী জয়সওয়াল ৫৮, ঋষভ পন্থ ৫৪, বেন স্টোকস ৫-৭২) ও ৪২৫-৪ (রবীন্দ্র জাদেজা ১০৭ নট আউট, শুভমন গিল ১০৩, ওয়াশিংটন সুন্দর ১০১ নট আউট, কে এল রাহুল ৯০)  

ইংল্যান্ড: ৬৬৯ (জো রুট ১৫০, বেন স্টোকস ১৪১, বেন ডাকেট ৯৪, জাক ক্রলি ৮৪, রবীন্দ্র জাদেজা ৪- ১৩৭)

ওল্ড ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার): এ ভাবেও টেস্ট সিরিজে টিকে থাকা যায়! এ ভাবেও টেস্ট ম্যাচ ড্র করা যায়! শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর আর লোকেশ রাহুলের অদম্য লড়াই ক্রিকেটপ্রেমীদের ফিরিয়ে নিয়ে গেল অতীতে।       শুভমন, ওয়াশিংটন, জাডেজা— ভারতের এই ত্রয়ী নিশ্চিত হারের মুখ থেকে ড্র করলেন।

বছর তিনেক আগে সিডনিতে এ ভাবেই হারা টেস্ট বাঁচিয়ে দিয়েছিলেন হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিন। তারও আগে, ২০০১-এ ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন করার পর ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড়ের লড়াই ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। সেই লড়াইয়ের কাছে তো হার মেনেছিল অস্ট্রেলিয়া। তবে রবিবার ভারতের লড়াইও খুব একটা পিছিয়ে থাকবে না।

দ্বিতীয় ইনিংসে কোনও দল ১৪৩ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করছে, এই উদাহরণ সাম্প্রতিক অতীতে নেই। টেস্ট ম্যাচের পঞ্চম দিনে ইনিংস হারের মুখে দাঁড়িয়ে কোনো দল মাত্র দুটো উইকেট খোয়াচ্ছে, প্রতিপক্ষ দলই ড্র-এর প্রস্তাব দিচ্ছে, এমন খুব একটা দেখা যায়নি অতীতে। চতুর্থ দিনের শেষে শূন্য রানে ২ উইকেট খোয়াল ভারত। তার পর শুরু হল লড়াই। ৪ উইকেটে ৪২৫ তো কার্যত ২ উইকেটে ৪২৫। তা-ও টেস্টের শেষ দিনে। এই লড়াই কত বার দেখা গিয়েছে টেস্ট ক্রিকেটে!

এই সিরিজে চতুর্থ শতরান শুভমন গিলের। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

শুভমন গিল আর লোকেশ রাহুল তাঁদের লড়াইটা কার্যত লড়েছিলেন চতুর্থ দিনের শেষে, ০ রানের মাথায় যশস্বী আর সুদর্শন বিদায় নেওয়ার পর থেকে। শুরুর কয়েকটা ওভার সামলে দেওয়ার পর ধীরে ধীরে নিজেদের জায়গাটা পোক্ত করেন। সে দিন মোট ৬২ ওভার খেলেছিলেন। পঞ্চম দিনে ২ উইকেটে ১৭৪ রান হাতে নিয়ে নামে ভারত। কে এল রাহুল ব্যাট করছিলেন ৮৭ রানে এবং শুভমন গিল ৭৯ রানে।

কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না রাহুল। নিজের গত দিনের স্কোরের সঙ্গে মাত্র ৩ রান যোগ করে ফিরে গেলেন তিনি। তাঁকে এলবিডবলিউ আউট করলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। শুভমনের সঙ্গী হলেন ওয়াশিংটন সুন্দর।

এর পর এ বারের ইংল্যান্ড সফরে নিজের চতুর্থ শতরান করলেন শুভমন। তার মধ্যে একটি দ্বিশতরান। এ-ও এক রেকর্ড। ভেঙে দিলেন ডন ব্র্যাডম্যানের রেকর্ড। সেই রেকর্ড ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অধিনায়ক হিসাবে সর্বাধিক সেঞ্চুরির। শুধু তা-ই নয়, সৃষ্টি করলেন আরও কিছু ইতিহাস। ম্যানচেস্টারের মাঠে ক্রিস ওকসের বল পয়েন্টের দিকে ঠেলে দিয়ে ১ রান নিলেন শুভমন এবং পৌঁছে গেলেন তাঁর চতুর্থ শতরানে।

শতরান করলেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

তবে দুর্ভাগ্য শুভমনের। মধ্যাহ্নভোজের অল্প আগে জোফ্রা আর্চারের বলে উইকেট কিপার জেমি স্মিথকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শুভমন, ব্যক্তিগত ১০৩ রানের মাথায়। ওয়াশিংটনের সঙ্গী হলেন রবীন্দ্র জাদেজা। ৪ উইকেটে ২২৩ রান হাতে নিয়ে মধ্যাহ্নভোজে যায় ভারত।

এর পরই শুরু হল জাদেজা আর ওয়াশিংটনের লড়াই। কোনো ক্রিকেটপ্রেমীই বোধহয় ভাবতে পারেননি, ইনিংস হারের মুখে দাঁড়িয়ে এ ভাবে লড়বেন দুই ব্যাটার। শুধু লড়াইও নয়, সেঞ্চুরিও করলেন। এ বার ইংল্যান্ড সফরে এসে জাদেজা দুর্দান্ত ব্যাট করছেন, সেঞ্চুরির মুখ থেকে ফিরেও এসেছেন। রবিবার তাঁর আশা পূর্ণ হল, শেষ পর্যন্ত সেঞ্চুরি পেলেন। আর টেস্টে ওয়াশিংটন সুন্দর করলেন তাঁর প্রথম সেঞ্চুরি।

একটা সময় ইংল্যান্ডের অধিনায়ক বুঝে গিয়েছিলেন, এই টেস্টে এরকম একরোখা ভারতকে হারানো সম্ভব নয়। তাই একসময়ে নিজেই এগিয়ে এসে ড্র-এর প্রস্তাব দিলেন। জাদেজা আর ওয়াশিংটন, দু’জনেই তখন সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে। ভারতের দ্বিতীয় ইনিংসের তখন ১৩৯তম ওভার। স্কোর ৩৮৬-৪, ওয়াশিংটন সুন্দর (৮০) এবং রবীন্দ্র জাডেজা (৮৯)। ম্যাচ শেষ হতে তখনও প্রায় দেড় ঘণ্টা বাকি। হঠাৎই জাডেজার দিকে এগিয়ে এসে ড্র-এর প্রস্তাব দিলেন বেন স্টোকস।  ভারতের দুই ব্যাটার সসম্মানে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন। তার পর তাঁদের সেঞ্চুরি। জাদেজা করলেন ১০৭ রান আর ওয়াশিংটন ১০১। এর পর আর স্টোকসের প্রস্তাব মেনে নিতে কোনো অসুবিধা নেই। ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট অমীমাংসিত থাকল।

দুর্ভাগ্য বেন স্টোকসের। এই টেস্টে জয় তো এলই না, উল্টে ড্র-এর প্রস্তাব দিতে হল রবীন্দ্র জাদেজাকে। ছবি থেকে England Cricket ‘X’ নেওয়া।

এই টেস্টে আর-এক জনের পারফরম্যান্সের কথা না বললেই নয়। তিনি বেন স্টোকস। করেছেন শতরান, ভারতের প্রথম ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন। এমন অল রাউন্ড পারফরম্যান্স টেস্ট ক্রিকেটে বিরল। ইংল্যান্ডের প্রথম এবং বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসাবে একই টেস্টে ৫ উইকেট নেওয়া এবং শতরান করার নজির গড়লেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটল। এ হেন স্টোকস ভারতের দ্বিতীয় ইনিংসে কার্যত বলই করতে পারলেন না। পঞ্চম দিন প্রথম স্পেলে বল করতে এসে বার বার ডান কাঁধের নীচে হাত বুলোচ্ছিলেন। বোঝাই যাচ্ছিল শারীরিক অস্বস্তি হচ্ছে। তবু কয়েক ওভার বল করে রাহুলের উইকেটও নিলেন। এই টেস্টে একমাত্র স্টোকসের বলেই কিছুটা বিব্রত হয়েছিল ভারত। স্বাভাবিক ভাবেই বেন স্টোকস ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন।

যাই হোক, এই টেস্ট ড্র হয়ে যাওয়ার ফলে জমে গেল ওভালের পঞ্চম টেস্ট। ইংল্যান্ড কি সিরিজ দখল করতে পারবে? কিংবা ভারত কি সিরিজ অমীমাংসিত রাখতে পারবে? পঞ্চম টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সুদর্শন ও যশস্বীর অর্ধশত রান, চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ

ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সাহসী ব্যাটার ঋষভকে ক্রিকেটবিশ্বের কুর্নিশ, বুমরাহদের নিয়ে ছেলেখেলা ক্রলি-ডাকেটের 

ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: রুটের ৩৮তম সেঞ্চুরি, রানের পাহাড়ে চড়ছেন স্টোকসরা, হারের ভ্রূকুটি শুভমনদের সামনে    

ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: স্টোকসের শতরান, ভারতকে ইনিংস হার থেকে বাঁচাতে হাল ধরেছেন রাহুল ও শুভমন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...