Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ: বৃষ্টিতে বানচাল ভারত-পাকিস্তান ম্যাচ, সোমবার কোহলি-রাহুল শুরু করবেন ১৪৭/২ থেকে

এশিয়া কাপ: বৃষ্টিতে বানচাল ভারত-পাকিস্তান ম্যাচ, সোমবার কোহলি-রাহুল শুরু করবেন ১৪৭/২ থেকে

প্রকাশিত

ভারত: ১৪৭-২ (২৪.১ ওভারে) (শুবমন ৫৮, রোহিত ৫৬, আফ্রিদি ১-৩৭, শদব ১-৪৫)

পাকিস্তান: ব্যাট করার সুযোগ পায়নি।

কলম্বো: এশিয়া কাপের ‘সুপার ৪’-এ ভারত-পাকিস্তান ম্যাচ রবিবার বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হল। ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল রিজার্ভ ডে সোমবারে। ওই দিন ভারত শুরু করবে ২ উইকেটে ১৪৭ থেকে। কোহলি ব্যাট করছেন ৮ রানে এবং কে এল রাহুল ১৭ রানে।

সোমবার খেলাটা ভারতের পক্ষে চাপের হয়ে গেল। কারণ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার তাদের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কার। আর সোমবার যে খেলা হবেই তার কোনো গ্যারান্টি নেই। কারণ এ দিনও কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।    

রোহিত, শুবমনের অর্ধশত

রবিবার কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। এবং অধিনায়ক রোহিত শর্মা ও শুবমন গিলের ওপেনিং জুটি সুযোগের সদ্ব্যবহার করেন। প্রথম উইকেটে তাঁরা দলের স্কোরে শতাধিক রান যোগ করেন। দু’জনেই অর্ধশত রান করেন। পাকিস্তানের বোলাররা তাঁদের কোনোরকম বেগ দিতে পারেননি।

প্রথমে অর্ধশত রান করেন শুবমন। ১২.১ ওভারে শদব খানের বলে ১ রান নিয়ে ৩৭ বলে ৫০ করেন শুবমন। রোহিত তখন ২৮ রানে ব্যাট করছেন। এর পরই রোহিত যেন খেপে যান। শদবের তিনটি বলে পর পর দুটি ছয় ও একটি চার মেরে রোহিত পৌঁছে যান ৪৪ রানে। চতুর্দশ ওভার করতে আসেন হরিস রাউফ। এই ওভারে শুবমন ২টি রান করেন। রোহিত ব্যাট করার সুযোগ পাননি।

আবার বল করতে আসেন শদব। প্রথম বলই ফুলটস। সেই বলে ছয় মেরে নিজের ৫০ পূর্ণ করেন রোহিত। অধিনায়ক অর্ধশত রান করেন ৪২ বলে। শেষ পর্যন্ত শদবেরই বলে ফাহিম আশরফকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫৬ রানে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত। দলের রান তখন ১২১। দলের স্কোরে মাত্র ২ রান যোগ হতেই বিদায় নেন শুবমন। নিজের ৫৮ রানের মাথায় শাহিন শাহ আফ্রিদির বলে আগা সলমনকে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

জুটি বাঁধেন বিরাট কোহলি এবং কে এল রাহুল। কিন্তু একটু পরেই বৃষ্টি নামে। ভারতের স্কোর যখন ২ উইকেটে ১৪৭, তখনই বৃষ্টিতে খেলা স্থগিত হয়ে যায়। ২৪.১ ওভারে খেলা বন্ধ হয়। কোহলি এবং রাহুল যথাক্রমে ৮ রান ও ১৭ রানে ব্যাট করছিলেন।

অবশেষে ম্যাচ সোমবার  

বৃষ্টি অবিরাম হয়ে চলে। বিকেল সোয়া ৫টা নাগাদ তোড় একটু কমে কিন্তু ম্যাচ শুরু করার পরিস্থিতি হয়নি। সাড়ে ৫টা নাগাদ দেখে মনে হয়েছিল বৃষ্টি থেমেছে। মাঠ ঢাকাই ছিল। মাঠের একদিকে মাঠ-কর্মীরা ঢাকার ওপর থেকে জল সরানো শুরু করে। কিন্তু একটু পরে বোঝা যায় বৃষ্টি গুঁড়িগুঁড়ি পড়ছে। মাঠ-কর্মীরা মাঝেমাঝেই ঢাকা সরিয়ে তার জল ঝেড়ে ফেলে আবার মাঠ ঢাকা দিয়ে দেন।

মাঠে অনেক জায়গাতেই জল জমে ছিল। সুপারসপার কাজ করছিল না। মাঠ-কর্মীরা মাঠের জমা জল সরাতে ব্যস্ত ছিলেন। জানা যায়, অন্তত স্থানীয় সময় রাত ১০টা ৩৬ মিনিটে খেলা শুরু করতে পারলে পাকিস্তানের ব্যাটিং শুরু হবে। এবং জিততে হলে তাদের লক্ষ্যমাত্রা দাঁড়াবে ২০ ওভারে ১৮১ রান।

সন্ধে ৭টায় জানা যায়, দুই আম্পায়ার ক্রিস গাফানে এবং রুচিরা পালিয়াগুরুগে দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে স্থির করেছেন সাড়ে ৭টা নাগাদ মাঠ পরীক্ষা করা হবে। সাড়ে ৭টা নাগাদ দেখা যায় তিন আম্পায়ার পিচের পাশে দাঁড়িয়ে আছেন এবং ছাতার বাঁট দিয়ে মাঠ পরীক্ষা করছেন। পৌনে ৮টা নাগাদ দুই আম্পায়ার আবার দুই অধিনায়কের সঙ্গে কথা বলেন। ৮টার একটু পরে আবার মাঠ পরীক্ষা করা হয়। জানা যায় আম্পায়ার পালিয়াগুরুগে বলেছেন, ৯টা নাগাদ খেলা শুরু করতে পারলে ৩৪ ওভারের খেলা হবে।

সাড়ে ৮টা নাগাদ আম্পায়াররা যখন আবার মাঠ পরীক্ষা করতে গেলেন তখনই ফের বৃষ্টি শুরু হল। শেষ পর্যন্ত খেলা আগামীকাল সোমবার সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ২ উইকেটে ১৪৭ থেকে শুরু করবে ভারত। পুরো ৫০ ওভার করে খেলা হওয়ার কথা।

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শিখর ধাওয়ান জানালেন, তিনি আবার মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার জন্য। কিংবদন্তিদের লিগে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?