দিল্লি: রোহিত শর্মাকে অধিনায়ক ও হার্দিক পাণ্ড্যকে সহ-অধিনায়ক করে এশিয়া কাপ ২০২৩-এ ভারতের দল ঘোষণা করা হল সোমবার। সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে একদিনের এই টুর্নামেন্টে ১৭ জনের দল ঘোষণা করলেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা।
এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, তাই তাদের সব খেলাই পড়েছে শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের ফাইনালে অনুষ্ঠিত হবে কলম্বোয়।
দলে ফিরিয়ে আনা হয়েছে কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারকে। কয়েক মাস আগে শ্রেয়স গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তাঁকে ম্যাচ ফিট ঘোষণা করা হয়েছে।
১৭ জনের দলে একমাত্র নতুন মুখ তিলক বর্মা। হায়দরাবাদের নামবুরি ঠাকুর তিলক বর্মা উঠে এসেছেন আইপিএল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে ভালো খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এবার তাঁর ৫০ ওভারের ম্যাচে অভিষেক হবে।
সাংবাদিক সম্মলনে রোহিত বলেন, ৫ দিনের শিবির হবে বেঙ্গালুরুতে। অনেক দিন পর আমরা একসঙ্গে মিলে আমাদের ভুলত্রুটি শোধরানোর সুযোগ পাব। এই টুর্নামেন্টে পাকিস্তান তো আছেই। এবং ভুলে গেলে চলবে না শ্রীলঙ্কা গত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবং আমাদের চ্যালেঞ্জ জানানোর জন্য আরও ভালো টিম আছে। আমাদের ঠিকঠাক প্রস্তুতি নিতে হবে।
ভারতের পুরো দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষান, হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ এবং সঞ্জু স্যামসন (ব্যাক আপ)।