আইপিএল ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান: কারা পারফর্ম করবেন, কোথায় লাইভ দেখবেন

0

শুক্রবার সূচনা হচ্ছে আইপিএলের ১৬তম মরশুম। উদ্বোধনী অনুষ্ঠান হবে গুজরাতের অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটানস এবং চেন্নাই সুপার কিংস। ম্যাচের আগে রয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

কারা পারফর্ম করবেন

এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং পারফর্ম করবেন। থাকবেন অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং রশ্মিকা মান্দানাও। এ ছাড়াও, চলচ্চিত্র শিল্পের আরও অনেক সেলিব্রিটি উপস্থিত থাকবেন। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফও উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।

কোথায় লাইভ দেখবেন

শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হবে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে। লাইভ স্ট্রিমিংয়ের জন্য, আপনি জিও সিনেমা অ্যাপ বেছে নিতে পারেন। উল্লেখযোগ্য বিষয় হল, তার জন্য কোনও সাবস্ক্রিপশন ফি লাগবে না। অর্থাৎ, খেলা দেখা যাবে সম্পূর্ণ বিনা পয়সায়। যাঁরা বিদেশ থেকে ম্যাচটি দেখবেন, তাঁরা ডিএজেডএন-এর মাধ্যমে দেখতে পারবেন। যুক্তরাজ্যে ম্যাচটি দেখা যাবে আইটিভি-তে, যা বিনামূল্যে সম্প্রচার করা হবে।

কোথায় কোথায় ম্যাচ

আইপিএল ২০২৩ মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি এবং ধর্মশালায়। আজ অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ, আগামী ২৮ মে ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।

আরও পড়ুন: আইপিএলে ফিরলেন স্টিভ স্মিথ, অভিষেক নতুন ভূমিকায়

বিজ্ঞাপন