দশম শ্রেণীর মার্কশিট প্রকাশ্যে আনলেন বিরাট কোহলি, তুলে ধরলেন এক ‘মজার বিষয়’

0

নিজের দশম শ্রেণীর মার্কশিটের একটি ছবি শেয়ার করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। যা নিয়ে ব্যাপক চর্চা সোশ্যাল মিডিয়ায়।

সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফিতে টেস্ট সেঞ্চুরির খরা কাটিয়ে উঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর আসন্ন মরশুমের জন্য শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছেন ভারতের তারকা ব্যাটার। শুক্রবার শুরু হতে যাওয়া আইপিএলের ১৬তম সিজনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামতে চলেছেন ৩৪ বছর বয়সি কোহলি। ২০০৮ সালে মাত্র ১৯ বছর বয়সে এই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। এরই মধ্যে তাঁর দশম শ্রেণীর মার্কশিট নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়।

মার্কশিটের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোহলি লিখেন, “এটা মজার বিষয় যে কী ভাবে আপনার মার্কশিটে সবচেয়ে কম যোগ করা জিনিসগুলি আপনার চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি জুড়ে যায়”।

মার্কশিটের ছবিতে দেখা যাচ্ছে মোট পাঁচটি বিষয়ের প্রাপ্ত নম্বরের গ্রেড রয়েছে। একেবারে নীচে তিনি যুক্ত করেছে ‘স্পোর্টস’, সেটাতে কত নম্বর তা বোঝাতে একটি জিজ্ঞাসা চিহ্ন (?) জুড়ে দিয়েছেন বিরাট কোহলি

virat

বলে রাখা ভালো, শিক্ষা এবং ঐতিহ্যগত অধ্যয়নের পাশাপাশি খেলাধুলোর গুরুত্ব সম্পর্কে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে পুমা (PUMA)-র ‘লেট দেয়ার বি স্পোর্ট’ প্রচারিভিযানের অংশ হিসাবে এই পোস্ট শেয়ার করেছেন বিরাট কোহলি।

আরও পড়ুন: আইপিএলে ফিরলেন স্টিভ স্মিথ, অভিষেক নতুন ভূমিকায়

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.