দুবাই: ফর্মে ফিরলেন মহম্মদ শামি। ছন্দে ফিরলেন মহম্মদ শামি। অনুরাগীদের চিন্তা দূর করলেন। একই সঙ্গে করলেন বিশ্বরেকর্ড। এক দিনের ক্রিকেটে সবচেয়ে কম বলে ২০০ উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করলেন বাংলার শামি। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেলায় বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিলেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে এক দিনের ক্রিকেটে মহম্মদ শামির দখলে ছিল ১৯৭ উইকেট। ২০০ উইকেটে পৌঁছোতে দরকার ছিল ৩ উইকেট। বাংলাদেশের জাকের আলিকে আউট করে ২০০ উইকেটে পৌঁছে যান শামি। আর এই ২০০ উইকেট দখল করতে শামির লেগেছে ৫১২৬ বল। বিশ্বের কোনো বোলার এক দিনের ক্রিকেটে এত কম বলে এই লক্ষ্যে পৌঁছোতে পারেননি।
এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের দখলে। ২০০ উইকেট দখল করতে তাঁর লেগেছিল ৫২৪০ বল।
তবে সবচেয়ে কম ম্যাচের নিরিখে ২০০ উইকেট দখল করার বিশ্বরেকর্ডটি অবশ্য রয়েছে স্টার্কেরই দখলে। তিনি ২০০ উইকেট পেয়েছেন ১০২ ম্যাচ থেকে। মহম্মদ শামির ২০০ উইকেট দখল করতে লাগল ১০৪টি এক দিনের ম্যাচ। এ ক্ষেত্রে আরও একজন বোলার শামির সঙ্গে একই জায়গায় রয়েছেন। তিনি পাকিস্তানের সাকলিন মুস্তাক। তিনিও ২০০ উইকেট নিয়েছেন ১০৪ ম্যাচ থেকে।
শামির ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য। আইসিসির এক দিনের প্রতিযোগিতায় ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটও শামির দখলে। ৬০ উইকেট পেয়েছেন তিনি। জাহির খান নিয়েছিলেন ৫৯ উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে জাহিরকে ছাপিয়ে গেলেন শামি।