Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: তিনে তিন, বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: তিনে তিন, বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

প্রকাশিত

বাংলাদেশ: ২৪৫-৯ (মুসফিকুর রহিম ৬৬, মহমুদুল্লাহ ৪১ নট আউট, লকি ফার্গুসন ৩-৪৯, ট্রেন্ট বোল্ট ২-৪৫)

নিউজিল্যান্ড: ২৪৮-২ (৪২.৫ ওভার) (ড্যারিল মিচেল ৮৯ নট আউট, কেন উইলিয়ামসন ৭৮, মুস্তাফিজুর রহমান ১-৩৬)

চেন্নাই: যে ঝড় তুলে এ বারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল নিউজিল্যান্ড, সেই ঝড় অব্যাহত রয়েছে। এ বার কিউয়ি ঝড়ে উড়ে গেল বাংলাদেশ।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত এ দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ৯ উইকেটে ২৪৫ রান। নিউজিল্যান্ড ৭.১ ওভার বাকি থাকতেই পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। তারা করে ২ উইকেটে ২৪৮। ফলে ৮ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশকে। এই জয়ের সঙ্গে সঙ্গে এ বারের বিশ্বকাপে প্রথম তিনটি ম্যাচেই জয় পেল নিউজিল্যান্ড।

সাত মাস খেলতে নেমে কেন উইলিয়ামসন ফের অবসৃত    

তারই মধ্যে কিঞ্চিৎ খারাপ খবর, কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের আবার চোট। আইপিএল খেলার সময় ডান হাঁটুতে চোট পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন উইলিয়ামসন। এ বারের বিশ্বকাপে আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল, যদিও টিমে সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় তাঁর নাম ছিল। কিন্তু যা ভাবা গিয়েছিল, তার অনেক আগেই বিশ্বকাপে ফিরে এলেন উইলিয়ামসন। সাত মাস পরে বিশ্বকাপে খেলতে নেমে কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসনেরই মতো খেললেন। ১০৮ বলে ৭৮ রান করলেন, ১০টা চার আর ১টা ছয়ের মাধ্যমে। কিন্তু অবসৃত হয়ে ফের সরে গেলেন। জানা গিয়েছে, পায়ে ক্র্যাম্প ধরার জন্য উইলিয়ামসনকে চলে যেতে হল। বাকি কাজটা সেরে দিলেন ড্যারিল মিচেল।

জয়ের জন্য ২৪৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে প্রথমেই গত দুই ম্যাচের অত্যন্ত সফল ব্যাটার রাচিন রবীন্দ্রকে হারায় কিউয়িরা। দলের রান তখন ১২। মুস্তাফিজুর রহমানের বলে মুসফিকুর রহিমকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। দ্বিতীয় উইকেটের জুটিতে ৮০ রান যোগ করেন ডেভন কনওয়ে এবং অধিনায়ক উইলিয়ামসন। শাকিবের বলে ব্যক্তিগত ৪৫ রানে এলবিডব্লিউ হন কনওয়ে। রান ওঠার গতি কিছুটা শ্লথই ছিল। ২০.১ ওভারে ৯২ রান।

পরের ২২.৪ ওভারে নিউজিল্যান্ড তুলে ফেলে ১৫৬ রান। উইলিয়ামসন আর ড্যারিল মিচেলের জুটি বাংলাদেশের বিরুদ্ধে স্বচ্ছন্দে রান তুলতে থাকেন। মিচেল তো আক্রমণাত্মক মেজাজে খেলে গেলেন। উইলিয়ামসন যখন অবসৃত হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তখন নিউজিল্যান্ড ২০০ তুলে ফেলেছে। বাকি কাজটা সেরে ফেলেন ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে। শেষ পর্যন্ত মিচেল ৬৭ বলে ৮৯ রান করে এবং ফিলিপস ১১ বলে ১৬ রান করে নট আউট থাকেন। ৮ উইকেটে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের মোকাবিলায় ব্যর্থ বাংলাদেশ           

টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ম্যাচের প্রথম বলেই ধাক্কা খায় বাংলাদেশ। আউট হয়ে যান লিটন দাস। ট্রেন্ট বোল্টের বলে ম্যাট হেনরিকে ক্যাচ দিয়ে তিনি আউট হন। এর পর নিয়মিত ব্যবধানেই উইকেট পড়তে থাকে শাকিব আল হাসানের দলের। ৫৬ রানের মধ্যে তারা ৪টি উইকেট হারায়। শেষ পর্যন্ত পঞ্চম উইকেটের জুটিতে উইকেট পতন আটকান অধিনায়ক স্বয়ং এবং মুসফিকুর রহিম।

শাকিব এবং মুসফিকুর পঞ্চম উইকেটের জুটিতে যোগ করেন ৯৬ রান। দলের ১৫২ রানে ফার্গুসনের বলে ল্যাথামকে ক্যাচ দিয়ে শাকিব (৫১ বলে ৪০ রান) আউট হতেই আবার উইকেট পড়তে শুরু করে। দলের ১৭৫ রানের মাথায় ম্যাট হেনরির বলে মুসফিকুর যখন সরাসরি বোল্ড হন তখন তাঁর সংগ্রহ ছিল ৭৫ বলে ৬৬ রান। অষ্টম উইকেটে মহমুদুল্লাহ ও তাস্কিন আহমেদ যোগ করেন ৩৪ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রান করে। ৪৯ বলে ৪১ রান করে মহমুদুল্লাহ নট আউট থাকেন। ৪৯ বলে ৩ উইকেট নিয়ে লকি ফার্গুসন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।

এ দিনের ম্যাচের পর ৩ ম্যাচ খেলে ৩টিতেই জিতে নিউজিল্যান্ড লিগ টেবিলের শীর্ষে থাকল। বাংলাদেশ ৩ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতে ষষ্ঠ স্থানে থাকল।

আরও পড়ুন

ভারত-পাক ম্যাচে কি মাঠে নামছেন শুভমন গিল? জবাব রোহিত শর্মার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...