Homeখেলাধুলোক্রিকেটভারত-পাক ম্যাচে কি মাঠে নামছেন শুভমন গিল? জবাব রোহিত শর্মার

ভারত-পাক ম্যাচে কি মাঠে নামছেন শুভমন গিল? জবাব রোহিত শর্মার

প্রকাশিত

অসুস্থতার কারণে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ ভারতের প্রথম দু’টি ম্যাচ মিস করেছেন শুভমন গিল। কিন্তু পাকিস্তান ম্যাচের আগে অনুশীলন শুরু করেছেন।

রাত পোহালেই (শনিবার) অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। তার আগে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের অন্যতম প্রশ্ন, ডেঙ্গু কাটিয়ে বাইশ গজে নামবেন কি তারকা ওপেনার শুভমন গিল?

অমদাবাদে ম্যাচ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি নিশ্চিত করেছেন যে গিল ম্যাচের জন্য যথেষ্ট ফিট। পুরোপুরি তৈরি হয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে। রোহিতের কথায়, ‘‘ওর (শুভমনের) খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। বাকিটা কাল সকালে দেখা যাবে। আমাদের কাছে প্রত্যেক দিনই নয়া চ্যালেঞ্জ। আগের ম্যাচগুলো থেকে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামব।’’

এ বারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে অভিযান শুরু করেছে ভারত। পরের ম্যাচে আফগানিস্তানকেও হারিয়েছে। অর্থাৎ, দু’টির মধ্যে দু’টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু একটিতেও খেলতে পারেননি শুভমন। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তিনি মাঠের বাইরেই ছিলেন। এরই মধ্যে অমদাবাদ পৌঁছে যান তিনি। বিসিসিআই-এর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে ছিলেন। তবে বৃহস্পতিবার তাঁকে নেট প্র্যাকটিস করতে দেখা যায়।ফলে পাকিস্তান ম্যাচে তাঁর খেলা নিয়ে চলছে জোর জল্পনা।

ক’দিন আগেও অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে অসুস্থতা কা‌টিয়ে উঠলে টিম ম্যানেজমেন্ট সুযোগ দেবে শুভমন গিলকে। রোহিতের কথায়, “… সে (শুভমন) অসুস্থ। আমি তার ব্যাপারটা বুঝতে পারছি। কিন্তু, একজন মানুষ হিসেবে সবার আগে, আমি চাই সে সুস্থ হোক। আমি চাই আগামীকালই গিল খেলুক। তবে তার আগে আমি চাই সে সুস্থ হয়ে উঠুক। তার এখন বয়স কম, শরীর ফিট তাই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে সেরে উঠবে”।

প্রসঙ্গত, বিশ্বকাপের শুরুতে গিল ডেঙ্গুতে আক্রান্ত হন শুভমন। যে কারণে ভারত বনাম অস্ট্রেলিয়া এবং ভারত বনাম আফগানিস্তান ম্যাচে খেলতে পারেননি গিল। এই দুটি ম্যাচেই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন ঈশান কিসান। গিল ফিরলে তাঁকে বসিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

তবে, আগামীকাল যেমন তেমন ম্যাচ নয়, বিশ্বকাপ বলে কথা। তার উপর প্রতিপক্ষ যেখানে পাকিস্তান। ফলে তিনি মাঠে নামার জন্য কতটা প্রস্তুত, তা নিয়েই সংশয় রয়েছে শুভমন-ভক্তদের মনে। তবে এ ব্যাপারে রোহিতের সোজাসাপটা উত্তর যথেষ্ট আশা জাগাচ্ছে। তবে ৫০ ওভারের ম্যাচে সদ্য ডেঙ্গু কাটিয়ে উঠে আসা শুভমনকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কতটা ঝুঁকি নেবে, সেটাও দেখার!

আরও পড়ুন: নেট প্র্যাকটিসে নেমে পড়লেন শুভমন! পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা কতটা

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...