Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: মিচেল স্যান্টনারের স্পিনের জাদুতে কাত নেদারল্যান্ডস, দ্বিতীয় জয় পেল...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: মিচেল স্যান্টনারের স্পিনের জাদুতে কাত নেদারল্যান্ডস, দ্বিতীয় জয় পেল নিউজিল্যান্ড

প্রকাশিত

নিউজিল্যান্ড: ৩২২-৭ (উইল ইয়ং ৭০, টম ল্যাথাম ৫৩, রয়েলফ ফ্যান ডেয়ার মেয়ারভে ২-৫৬, পাউল ফ্যান মিকেরেন ২-৫৯)  

নেদারল্যান্ডস: ২২৩ (৪৬.৩ ওভার) (কলিন আকারমান ৬৯, স্কট এডোয়ার্ডস ৩০, মিচেল স্যান্টনার ৫-৫৯, ম্যাট হেনরি ৩-৪০)

হায়দরাবাদ: প্রথম ম্যাচে গত বারের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডকে হারানোর পর এ বারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয়ী হল নিউজিল্যান্ড। সোমবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে তারা নেদারল্যান্ডসকে হারাল ৯৯ রানে। ৫৯ বলে ৫ উইকেট দখল করা এবং ১৭ বলে অপরাজিত ৩৬ রান করার জন্য নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।   

চার দিন আগে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নিউজিল্যান্ডের উইল ইয়ং রানের খাতা খুলতে পারেননি। সোমবার দলের জন্য সর্বাধিক রান (৮০ বলে ৭০) করে সেই আপশোশ ঘোচালেন তিনি। ও দিকে ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র তাঁর দক্ষতা দেখিয়ে চলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করার পর আজ তিনি অর্ধশত রান (৫১ বলে ৫১) করলেন।

চার ব্যাটারের স্বচ্ছন্দ ব্যাটিং

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। সুযোগের পুরো সদ্ব্যবহার করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে তোলে ৩২২ রান। বিনিময়ে ৭টি উইকেট হারায়। উইল ইয়ং, টম ল্যাথাম, রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলের ব্যাটিং-এর সুবাদে নিউজিল্যান্ড ওই রানে পৌঁছোয়।

প্রথম উইকেটে ডেভন কনওয়ে (৪০ বলে ৩২ রান) এবং উইল ইয়ং-এর জুটির ৬৭ রান এবং দ্বিতীয় উইকেটে উইল ইয়ং ও ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্রের জুটির ৭৭ রান নিউজিল্যান্ডের ইনিংসের ভিত গড়ে দেয়। এর পরেও ইনিংসকে আরও শক্তপোক্ত করতে যোগ্য ভূমিকা নেন টম ল্যাথাম (৪৬ বলে ৫৩ রান) এবং ড্যারিল মিচেল (৪৭ বলে ৪৮ রান)।

২৫৪ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর টম ল্যাথামের সঙ্গী হন এ দিনের নায়ক মিচেল স্যান্টনার। তাঁর মারকুটে ব্যাটিং নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত পৌঁছে দেয় ৩২২ রানে। স্যান্টনার ১৭ বলে ৩৬ রান করে নট আউট থাকেন।    

স্যান্টনারের সঙ্গী ছিলেন হেনরি              

জয়ের জন্য প্রয়োজনীয় ৩২৩ রান তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারের স্পিন মোকাবিলা করতে হিমসিম খেতে হয় নেদারল্যান্ডসের ব্যাটারদের। তিনি ৫৯ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। আর স্যান্টনারের সঙ্গী ছিলেন ফাস্ট-মিডিয়াম বোলার ম্যাট হেনরি। তিনি ৪০ রান দিয়ে ৩ উইকেট দখল করেন।

নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে নেদারল্যান্ডসের। প্রথম উইকেট পড়ে দলের ২১ রানে। ভারতীয় বংশোদ্ভূত বিক্রমজিৎ সিং ১২ রান করে হেনরির বলে বোল্ড হন। নেদারল্যান্ডসের ইনিংসে জুটি দানা বাঁধে চতুর্থ ও পঞ্চম উইকেটে। কলিন আকারমান ও ভারতীয় বংশোদ্ভূত আর-এক ক্রিকেটার তেজা নিদামানুরু চতুর্থ উইকেটে যোগ করেন ৫০ রান এবং আকারমান ও স্কট এডোয়ার্ডসের জুটি পঞ্চম উইকেটে যোগ করে ৪০ রান। কিন্তু শেষ পর্যন্ত ইনিংসের ২১ বল বাকি থাকতেই ২২৩ রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস। ফলে ৯৯ রানে হার স্বীকার করতে হয় তাদের।

আরও পড়ুন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ধৈর্যের পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়াকে বধ করলেন কোহলি ও রাহুল

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...