Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কানাডাকে ৭ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল পাকিস্তান

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কানাডাকে ৭ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল পাকিস্তান

প্রকাশিত

কানাডা: ১০৬-৭ (আরোন জনসন ৫২, মোহম্মদ আমির ২-১৩, হরিস রাউফ ২-২৬)

পাকিস্তান: ১০৭-৩ (১৭.৩ ওভার) (মোহম্মদ রিজওয়ান ৫৩ নট আউট, বাবর আজম ৩৩, ডিলোন হেলিগার ২-১৮)

খবর অনলাইন ডেস্ক: ৩-এ ১ – এবারের টি২০ বিশ্বকাপে প্রথম জয় পেল পাকিস্তান। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে হারের পর তৃতীয় ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারাল তারা। প্রথম ব্যাট করে কানাডা করে ৭ উইকেটে ১০৬ রান। জবাবে পাকিস্তান করে ৩ উইকেটে ১০৭ রান। ১৩ রানে ২ উইকেট নিয়ে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন পাকিস্তানের মোহম্মদ আমির। গ্রুপ ‘এ’-তে ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়ে পাকিস্তান আপাতত থাকল তৃতীয় স্থানে, ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই।    

মঙ্গলবার ভারতীয় সময় রাত ৮টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে কানাডাকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। নিউ ইয়র্কের এই স্টেডিয়ামের পিচ কিন্তু তার চরিত্র যথারীতি বজায় রেখেছে। এই মাঠে রান তোলা যে খুব কঠিন ব্যাপার তা আগের ম্যাচগুলিতে দেখা গিয়েছে। এ দিনও তার ব্যতিক্রম হল না। নির্ধারিত ২০ ওভারে কানাডা করল ৭ উইকেটে ১০৬ রান।

১০৬-এর মধ্যে আরোন জনসনের ৫২

এই মাঠেও অর্ধশত রান করে গেলেন আরোন জনসন। তিনিই একমাত্র সফল ব্যাটার কানাডার। নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে কানাডার। রান ওঠার গতিও খুব মন্থর ছিল। দলের অন্যতম ওপেনার আরোন জনসন যখন আউট হন তখন দলের রান ৭৩। ইতিমধ্যে ৫টি উইকেট পড়ে গিয়েছে। আর এই ৭৩-এর মধ্যে ৫২টা রান এসেছে শুধুমাত্র জনসনের ব্যাট থেকে। জনসনের আগে যে পাঁচজন আউট তাঁদের অবদান ৪, ২, ১, ২, এবং ০। দলের ৭৩ রানের মাথায় নাসিম শাহের বলে বোল্ড হন জনসন। শেষ পর্যন্ত কানাডার ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১০৬ রান করে। পাকিস্তানের মোহম্মদ আমির ও হরিস রাউফ ২টি করে উইকেট নেন যথাক্রমে ১৩ ও ২৬ রান দিয়ে।

নট আউট থেকে জয় আনলেন রিজওয়ান

এর আগের ম্যাচে ভারতের দেওয়া কম রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে পাকিস্তান ব্যর্থ হয়। তাই এ দিন তারা খুব সতর্ক ছিল। দলের ২০ রানে সাইম আয়ুব আউট হয়ে যাওয়ার পর দলকে ঠান্ডা মাথায় টেনে নিয়ে যান আর-এক ওপেনার মোহম্মদ রিজওয়ান এবং অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা ৬৩ রান যোগ করে। ডিলোন হেলিগারের বলে শ্রেয়স মোভাকে ক্যাচ দিয়ে বাবর আজম (৩৩ বলে ৩৩ রান) যখন প্যাভিলিয়নে ফিরে যান তখন পাকিস্তান জয় থেকে আর মাত্র ২৪ রান দূরে।

মোহম্মদ রিজওয়ানের সঙ্গী হন ফকর জমান। কিন্তু দলের ১০৪ রানের মাথায় জেরেমি গর্ডনের বলে পরিবর্ত খেলোয়াড়কে ক্যাচ দিয়ে ফকর জমান (৬ বলে ৪ রান) আউট হলেও তা দলের কাছে কোনো বিপদ ডেকে আনেনি। কারণ জয়ের জন্য তখন আর দরকার ছিল মাত্র ৩ রান, হাতে ছিল ১৬ বল। শেষ পর্যন্ত ৩ উইকেটে ১০৭ রান করে ৭ উইকেটে জিতে গেল পাকিস্তান। মোহম্মদ রিজওয়ান ৫৩ বলে ৫৩ রান করে নট আউট থাকেন।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ: বাংলাদেশকে হারিয়ে ৩-এ ৩, ‘সুপার ৮ রাউন্ড’-এ চলে গেল দক্ষিণ আফ্রিকা  

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?