বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট টেবলে পিছলে গেল ভারত। লাগাতার বৃষ্টির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট ড্র হয়ে যায়। ১-০ ব্যবধানে সিরিজ জিতলেও দ্বিতীয় টেস্টের ফলাফল প্রভাব ফেলেছে ভারতের ডব্লিউটিসি র্যাঙ্কিংয়ে।
ভারত ম্যাচ থেকে মাত্র ১৬ পয়েন্ট পেয়েছিল, জিতলে এর থেকেও ২৪ পয়েন্ট বেড়ে যেত। ফলস্বরূপ, পাকিস্তান দল ভারতকে ছাড়িয়ে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে এক নম্বর দলে পরিণত হয়েছে।
পরিসংখ্যান বলছে, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচের ফলাফলের পর ভারতের জয়ের শতকরা হার (PCT) ৬৬.৬৭ শতাংশে নেমে এসেছে, যেখানে পাকিস্তানের পিটিসি ১০০ শতাংশ। কারণ তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে জিতেছে।
তবে টেস্ট সিরিজের জন্য সাউথ আফ্রিকা এবং ডব্লুটিসি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ফলে টিম ইন্ডিয়া আবার শীর্ষে পৌঁছানোর সুযোগ পাবে। এ ছাড়াও, ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের পরে তারা ভারত সফর করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে পরিস্থিতি অনুযায়ী ভারতের জেতার সুযোগ ছিল বেশি। তাই বেশি হতাশ রোহিত শর্মারা। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁদের। তবে, প্রথম টেস্ট ইনিংস ও ১৪১ রানে জেতার সুবাদে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছেন রোহিতেরা।
আরও পড়ুন: বৃষ্টিতে ড্র দ্বিতীয় টেস্ট, তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত