Homeখেলাধুলোক্রিকেটসাউথ আফ্রিকার কাছে লজ্জার হার! টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার সবচেয়ে...

সাউথ আফ্রিকার কাছে লজ্জার হার! টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে বাংলাদেশ

প্রকাশিত

সাউথ আফ্রিকা: ডি কক ১৭৪, ক্লাসেন ৯০, এডেন ৬০ মাহমুদ ২/৬৭, মেহেদি ১/৪৪ শাকিব ১/৬৯

বাংলাদেশ: মাহমুদুল্লা ১১১, লিটন ২২ জেরাল্ড ৩/৬২, জানসেন ২/৩৯, রাবাডা ২/৪২

সাউথ আফ্রিকার কাছে লজ্জার হার বাংলাদেশের। মঙ্গলবার ১৪৯ রানের বড় ব্যবধানে পরাস্ত হল বাংলাদেশ। ব্যাট হাতে মাহমুদুল্লা বাদে আর কেউ রান পাননি। ডি ককের সেঞ্চুরির পাল্টা ছিল মাহমুদুল্লার সেঞ্চুরি। তবে বাকি ব্য়াটাররা কেউ রান পাননি। ফলে তাঁর ইনিংস জলে গিয়েছে। বিশ্বকাপে পরপর ৪টি ম্যাচে হার। এই ম্য়াচে হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন আরও আরও ঝাপসা হয়ে গেল। পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে পৌঁছে গেল বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। শুরুটা ভাল না হলেও দুরন্ত ব্যাটিং করেন কুইন্টন ডি কক ও এডেন মার্করাম। দুজন মিলেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। শতরানের পার্টনারশিপও পূরণ করেন তাঁরা। ১৩১ রান জুটিতে যোগ করেন। ১৬৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ৬৯ বলে ৬০ রান করে আউট হন মার্করাম।

নিজের ইনিংস চালিয়ে যান ডি কক। আরও একটি শতরান করেন তিনি। হেনরি ক্লাসেন অপরদিকে এসেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। ডি কক ও ক্লাসেনও শতরানের পার্টনারশিপ পূরণ করেন। ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডিও টপকে যান ডি কক। ঝড়ের গতিতে ১৪২ রানের পার্টনারশিপ করেন ডিকক ও ক্লাসেন। শেষ পর্যন্ত ৩০৯ রানে তৃতীয় উইকেট পড়ে প্রোটিয়াদের। ১৪০ বলে ১৭৪ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট হন ডি কক। ১৫টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।

ডি কক ফিরলেও নিজের ব্যাটিং তাণ্ডব জারি রাখেন হেনরিক ক্লাসেন। তাঁকে সঙ্গ দেন ডেভিড মিলার। নিজের অর্ধশতরানও পূরণ করেন ক্লাসেন। ৪৯ বলে ৯০ রানের বিদ্ধংসী ইনিংস খেলে আউট হন ক্লাসেন। ২টি চার ও ৮টি ছয় মারেন তিনি। ৩৪ রানে ডেভিড মিলার ও ১ রানে মার্কো জানসেন অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করে সাউথ আফ্রিকা।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের যে শুরুটা করার দরকার ছিল সেই শুরুটা তারা করতে পারেনি। বলা ভালো প্রোটিয়াদের সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। ওপেনিং জুটি করে ৩০ রান। তানজিদ হাসান করেন ১২ রান ও লিটন দাস করেন ২২ রান। নাজমুল হোসেন শান্ত গোল্ডেন ডাক হন। অধিনায়ক সাকিব আল হাসান এক রান করেন। মুশফিকুর রহিম করেন ৮ রান। মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদরা ব্যর্থ হন।

তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে টানেন মাহমুদুল্লা রিয়াদ। তিনি ১১১ রান করেন। অপর প্রান্ত থেকে কোনও সাহায্য পাননি। যদি সাহায্য পেতেন তাহলে ফলটা হয়ত অন্য হতে পারত। ফলে ৪৬.৪ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২৩৩ রান করে তারা। দক্ষিণ আফ্রিকা জিতে যায় ১৪৯ রানে। তাদের হয়ে তিনটে উইকেট নেন জেরাল্ড কর্ৎজে। দুটি করে উইকেট নেন মার্কো জানসেন, লিজাদ উইলিয়ামসন, কাগিসো রাবাডা। একটি উইকেট নেন কেশব মহারাজ।

আরও পড়ুন: এই প্রথম বার পাকিস্তানকে হারাল আফগানিস্তান! বিশ্বকাপে হারের হ্যাটট্রিক বাবরদের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...