Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ: বাংলাদেশকে হারিয়ে কিছুটা এগিয়ে থাকল শ্রীলঙ্কা

এশিয়া কাপ: বাংলাদেশকে হারিয়ে কিছুটা এগিয়ে থাকল শ্রীলঙ্কা

প্রকাশিত

বাংলাদেশ: ১৬৪ (৪২.৪ ওভারে) (নাজমুল হোসেন শান্ত ৮৯, পতিরানা ৪-৩২, থিকশানা ২-১৯

শ্রীলঙ্কা: ১৬৫-৫ (৩৯ ওভারে) (অসালঙ্কা ৬২ নট আউট, সমরভিকরাম ৫৪, শাকিব ২-২৯)

ক্যান্ডি (শ্রীলঙ্কা): এশিয়া কাপের ‘সুপার ফোর’-এ যাওয়ার জন্য এক-পা বাড়িয়ে রাখল শ্রীলঙ্কা। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে তাদের অভিযান শুরু করল তারা। ওদিকে ‘সুপার ফোর’-এ যেতে হলে বাংলাদেশকে তাদের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার পল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে বাংলাদেশ প্রথম ব্যাট করে ৪২.৪ ওভারে গুটিয়ে যায়। তারা করে ১৬৪ রান। জয়ের জন্য প্রয়োজনীয় রান শ্রীলঙ্কা তুলে নেয় ৩৯ ওভারে। তারা করে ৫ উইকেটে ১৬৫ রান। ফলে তারা ৫ উইকেটে হারায় বাংলাদেশকে।

শুরুতে কিছুটা বিপদে শ্রীলঙ্কা

জয়ের জন্য ১৬৫ রান তাড়া করতে গিয়ে প্রথম দিকে কিছুটা বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। ৪৩ রানের মধ্যে তারা ৩টি উইকেট হারায়। ৯.২ ওভারে তারা এই রান তোলে। এর পর দলের হাল ধরেন সদীরা সমরভিকরাম এবং চরিত অসালঙ্কা। সমরভিকরাম-অসালঙ্কা জুটি দলের রান নিয়ে যান ১২১-এ। ৭৭ রানে ৫৪ রান করে আউট হন সমরভিকরাম।

এর পর কার্যত একাই দলকে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন অসালঙ্কা। ৩৯ ওভারে দল জয় হাসিল করে। ৯২ বলে ৬২ রান করে অসালঙ্কা নট আউট থাকেন। শাকিব ব্যাটে কিছু করতে না পারলেও বলে দক্ষতা দেখিয়ে ২৯ রান দিয়ে ২ উইকেট দখল করেন।

৫০ ওভার টানতে পারল না বাংলাদেশ

এর আগে টস জিতে ব্যাট নিয়ে ৫০ ওভার পর্যন্ত ইনিংস টানতে পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানেরা। শুরতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১০.৪ ওভারে মাত্র ৩৬ রান ওঠে। ততক্ষণে পড়ে গিয়েছে ৩ উইকেট। শাকিব করেন মাত্র ৫ রান। এর পর পরিস্থিতি কিছুটা সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়।

দলের ৯৫ রানের মাথায় হৃদয় ৪১ বলে ২০ রান করে বিদায় নেন। এর পর মুশফিকুর রহিম কিছুটা হাল ধরার চেষ্টা করেন। কিন্তু দলের ১২৭ রানে মুশফিকুর (১৩ রান) বিদায় নেন। ১৪১ রানে দলের ষষ্ঠ উইকেট পড়ার পর শেষ চার উইকেট মাত্র ২ রানের ব্যবধানে। ১৬২ রানে ২টি উইকেট এবং ১৬৪ রানের মাথায় বাকি ২টি উইকেট। নাজমুল হোসেন শান্ত ১২২ বলে ৮৯ রান করেন। ৪২.৪ ওভারে ১৬৪ রানে ১০ উইকেট হারায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার মাতিশা পতিরানা ৩২ রানে ৪ উইকেট দখল করে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হন।

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটলস (ডিসি): ১৫৩-৯ (কুলদীপ যাদব ৩৫ নট আউট, ঋষভ পন্থ ২৭, বরুণ চক্রবর্তী...

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

আরও পড়ুন

আইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটলস (ডিসি): ১৫৩-৯ (কুলদীপ যাদব ৩৫ নট আউট, ঋষভ পন্থ ২৭, বরুণ চক্রবর্তী...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...