নেদারল্যান্ডস: ২৬২ (৪৯.৪ ওভার) (সিব্রান্ড এঙ্গেলব্রেশট্ ৭০, লোগান ফান বিক ৫৯, দিলশান মদুসঙ্কা ৪-৪৯, কসুন রজিতা ৪-৫০)
শ্রীলঙ্কা: ২৬৩-৫ (৪৮.২ ওভার) (সদিরা সমরবিক্রম ৯১ নট আউট, পতুম নিসঙ্ক ৫৪, আরিয়ান দত্ত ৩-৪৪)
লখনউ: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগের ম্যাচেই ইতিহাস গড়েছিল নেদারল্যান্ডস। আবার কিছু চমক দেখার আশায় ছিল ক্রিকেটপ্রেমী। আর টসে জিতে ব্যাটিং নিয়ে খুব খারাপ স্কোর করেনি নেদারল্যান্ডস। নির্ধারিত ৫০ ওভারের ২ বল বাকি থাকতে তারা ২৬২ রান করে। লড়াই চালানোর মতো রান। কিন্তু যোগ্য জবাব দিল শ্রীলঙ্কা। এই প্রথম এ বারের বিশ্বকাপে জয় পেল তারা। ৪ ম্যাচ থেকে ২ পয়েন্ট ঘরে এল শ্রীলঙ্কার।
১০ বল বাকি থাকতেই জয়ের জন্য ২৬৩ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল শ্রীলঙ্কা। ৫ উইকেটে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে। এর জন্য অনেকটাই কৃতিত্ব সদিরা সমরবিক্রমের। মাত্র ৯ রানের জন্য তাঁর সেঞ্চুরি করা হল না। কারণ দল জিতে গেল। সমরবিক্রম নট আউট থাকলেন। আর ওপেনার হিসাবে অর্ধশত রানের গণ্ডি পেরিয়ে পতুম নিসঙ্কও দলকে জিততে সাহায্য করলেন।
৯১-৬ থেকে পৌঁছে গেল ২৬২-তে
শনিবার ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে নেদারল্যান্ডসের ৬টি উইকেট পড়ে যায় ৯১ রানের মধ্যে। যখন সবাই ভাবছেন নেদারল্যান্ডসের ইনিংস শ’ দেড়েকের মধ্যে গুটিয়ে যাবে তখনই রুখে দাঁড়ান সিব্রান্ড এঙ্গেলব্রেশট্ এবং লোগান ফান বিক। সপ্তম উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ১৩০ রান। দলের ২২১ রানে দিলশান মদুসঙ্কার বলে বোল্ড আউট হন এঙ্গেলব্রেশট্ (৮২ বলে ৭০ রান)।
আর ৪১ রান যোগ করে নেদারল্যান্ডসের বাকি ৩ উইকেট পড়ে যায়। ৭৫ বলে ৫৯ রান করে কসুন রজিতার বলে চরিত অসলঙ্কার হাতে ক্যাচ দিয়ে আউট হন লোগান ফান বিক। শ্রীলঙ্কার দুই বোলার দিলশান মদুসঙ্কা এবং কসুন রজিতা ৪টি উইকেট দখল করেন।
লিগ টেবিলে শ্রীলঙ্কার ওপরেই রইল নেদারল্যান্ডস
জয়ের জন্য ২৬৩ রানের মধ্যে লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা কিন্তু প্রথমেই বিপদে পড়ে। দলের ১৮ রানে আউট হয়ে যান কুশল পেরেরা। পেরেরা আউট হন আরিয়ান দত্তের বলে বাস দে লিদেকে ক্যাচ দিয়ে। দলের ৫২ রানে আউট হন অধিনায়ক কুশল মেন্ডিস। মাত্র ১১ রান করে আরিয়ান দত্তের বলে পাউল ফান মিকেরেনকে ক্যাচ দিয়ে আউট হন মেন্ডিস। তৃতীয় উইকেট পড়ে দলের ১০৪ রানে। ওপেনার পতুম নিসঙ্ক ৫৪ রান করে পাউল ফান মিকেরেনের বলে স্কট এডোয়ার্ডসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান।
ক্রিকেটপ্রেমীরা ভাবছিলেন হয়তো একটা লড়াই তাঁরা দেখবেন। কিন্তু প্রথমে অসলঙ্কা এবং পরে ধনঞ্জয় ডি সিলভাকে সঙ্গে নিয়ে সদিরা সমরবিক্রম সহজেই দলকে পৌঁছে দিলেন জয়ে। তারা করল ৫ উইকেটে ২৬৩ রান। এ বারের বিশ্বকাপে টানা তিন ম্যাচ হারার পর জয় দেখল শ্রীলঙ্কা। ১০৭ বলে ৯১ রানে নট আউট থেকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন সমরবিক্রম। আর নেদারল্যান্ডসের বঙ্গসন্তান আরিয়ান দত্তও বোলিং-এ পারদর্শিতা দেখালেন। ৪৪ রানে দখল করলেন ৩ উইকেট। নেদারল্যান্ডসও ৪ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু নেট রানরেটের বিচারে তারা শ্রীলঙ্কার ওপরেই রইল।
আরও পড়ুন
বাংলাদেশ ম্যাচে চোট, রবিবারের ম্যাচ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য