Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৫: হায়দরাবাদের কাছে হেরে প্লে অফে যাওয়ার লড়াই থেকে বিদায় নিল...

আইপিএল ২০২৫: হায়দরাবাদের কাছে হেরে প্লে অফে যাওয়ার লড়াই থেকে বিদায় নিল লখনউ

প্রকাশিত

লখনউ সুপার জায়ান্টস: ২০৫-৭ (মিচেল মার্শ ৬৫, আইডেন মার্করাম ৬১, নিকোলাস পুরান ৪৫ নট আউট, এশান মালিঙ্গা ২-২৮)

সানরাইজার্স হায়দরাবাদ: ২০৬-৪ (১৮.২ ওভার) (অভিষেক শর্মা ৫৯, হাইনরিখ ক্লাসেন ৪৭, ঈশান কিশন ৩৫, দিগ্‌বেশ রাঠী ২-৩৭)

লখনউ: এবারের আইপিএল-এ প্লে অফে যাওয়ার লড়াই থেকে যারা আগেই ছিটকে গিয়েছে তারা শেষ ম্যাচগুলোয় লড়াই চালিয়ে নিজেদের সম্মানরক্ষার যে আপ্রাণ চেষ্টা করবে তা বুঝিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই সফল চেষ্টায় বলি হল লখনউ সুপার জায়ান্টস।

ইতিমধ্যে ৩টি দল প্লে অফে চলে গিয়েছে। তারা হল গুজরাত টাইটান্স, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চতুর্থ স্থানটির জন্য লড়াই জারি আছে চলবে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে। কিন্তু এ দিন সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গিয়ে প্লে অফে যাওয়ার আশা দূর হয়ে গেল লখনউ সুপার জায়ান্টসের। এখন চার নম্বর দল হিসাবে প্লে অফে যাওয়ার জন্য লড়াই জারি থাকল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে।

লখনউয়ের আশায় জলাঞ্জলি

১২ ম্যাচ থেকে লখনউয়ের সংগ্রহ হল ১০ পয়েন্ট। আর ১২ ম্যাচ থেকে মুম্বই ইন্ডিয়ান্সের সংগ্রহ ১৪ পয়েন্ট। লখনউ যদি বাকি দুটি ম্যাচ জিতেও যায় এবং মুম্বই যদি বাকি ২টি ম্যাচ হেরেও যায় তা হলে দুটি দলের রান সমান সমান হবে। কিন্তু তাতেও লখনউয়ের প্লে অফে যাওয়ার আশা নেই। কারণ মুম্বইয়ের খেলা বাকি আছে দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের সঙ্গে। পঞ্জাব ইতিমধ্যেই প্রথম চারে চলে গিয়েছে। আর অন্য ম্যাচে মুম্বই হেরে যাওয়া মানে দিল্লির জয়। সে ক্ষেত্রে মুম্বইয়ের জায়গায় দিল্লি চলে যাবে প্লে অফে। কারণ তাদের পয়েন্ট লখনউয়ের চেয়ে বেশি হবে। সুতরাং লখনউয়ের আশায় জলাঞ্জলি।

‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ অভিষেক শর্মা            

সোমবার লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ। দুই ওপেনার মিচেল মার্শ এবং আইডেন মার্করামের ব্যাটিংয়ের সুবাদে বেশ ভালো শুরু করে লখনউ। ওপেনিং জুটিতে ১০.৩ ওভারে ওঠে ১০৫ রান। মার্শ (৩৯ বলে ৬৫ রান) ফিরে যেতে অধিনায়ক ঋষভ পন্থ মার্করামের সঙ্গী হন। কিন্তু ২৭ কোটির খেলোয়াড় ঋষভ আবার ব্যর্থ হন। ৬ বলে মাত্র ৭ রান করে ঋষভ বিদায় নিতে মার্করামের সঙ্গে হাল ধরেন নিকোলাস পুরান। মূলত এই দু’জনের চেষ্টায় লখনউ পৌঁছে যায় ৭ উইকেটে ২০৫ রানে।

জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে হায়দরাবাদ শুরুতেই দলের ১৭ রানে হারায় অথর্ব তাইদেকে। শেষ পর্যন্ত অভিষেক শর্মা (২০ বলে ৫৯ রান), হাইনরিখ ক্লাসেন (২৮ বলে ৪৭ রান), ঈশান কিশন (২৮ বলে ৩৫ রান) এবং কামিন্দু মেন্ডিসের (২১ বলে ৩২ রান আহত অবসৃত) ব্যাটিংয়ের সুবাদে জয়ে পৌঁছে যায় হায়দরাবাদ। ১০ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে গেল তারা। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন অভিষেক শর্মা। এই নিয়ে ১২ ম্যাচে ৪টি জয় পেল হায়দরাবাদ। ৯ পয়েন্ট নিয়ে তারা আপাতত থাকল লিগ টেবিলের অষ্টম স্থানে।  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...