২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। পাঁচ মাস পর শুরু হবে এই টুর্নামেন্টে। শীঘ্রই এর সূচিও প্রকাশিত হবে। তবে, বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ইভেন্টের সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং ভারতীয় দল ৫ জুন থেকে তাদের অভিযান শুরু করতে চলেছে। জানা গিয়েছে, ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি হতে পারে ৯ জুন।
একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৫ জুন। ওই দিন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এর পর, ৯ জুন, টিম ইন্ডিয়া নিজের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার তিনটি ম্যাচ নিউইয়র্কে হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পৌঁছে যাবে সুপার-এইট পর্বে। চারটি দলের দুটি করে গ্রুপ থাকবে। এখানে প্রতিটি দল তাদের গ্রুপের দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ এই পর্বেও প্রতিটি দলের তিনটি করে ম্যাচ হবে। এরপর সেরা দুই দল সেমিফাইনালে উঠবে।
গ্রুপ পর্বে এমনই হতে পারে ভারতীয় দলের ক্রীড়াসূচি
৫ জুন: ভারত বনাম আয়ারল্যান্ড (নিউইয়র্ক)
৯ জুন: ভারত বনাম পাকিস্তান (নিউ ইয়র্ক)
১২ জুন: ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (নিউ ইয়র্ক)
১৫ জুন: ভারত বনাম কানাডা (ফ্লোরিডা)
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফাইনাল
ভারত যদি সুপার-এইট পর্বের জন্য যোগ্যতা অর্জন করে, তাহলে রাউন্ডের তাদের প্রথম ম্যাচটি ২০ জুন বার্বাডোজে হবে। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে তাদের সুপার-এইট ম্যাচ খেলবে বলে আশা করা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে পারে বার্বাডোজে।
আরও পড়ুন: বিজেপি-র ভাঁড়ারে! দ্বিতীয় স্থান থেকে অপসারিত কংগ্রেস