Homeখেলাধুলোক্রিকেটএ যেন পাড়া ক্রিকেট! অধিনায়কের সঙ্গে তর্কাতর্কি করে মাঠ ছাড়লেন উইন্ডিজ বোলার

এ যেন পাড়া ক্রিকেট! অধিনায়কের সঙ্গে তর্কাতর্কি করে মাঠ ছাড়লেন উইন্ডিজ বোলার

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: ফিল্ড সাজানো নিয়ে অধিনায়কের সঙ্গে ঝামেলা। সেখান থেকে তর্কাতর্কি। তার জেরে রেগেমেগে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার আলজারি জোসেফ। কিছু ক্ষণ গিয়ে ডাগআউটে বসে থাকলেন। তার পর ফিরে এলেন মাঠে। পাড়ার ক্রিকেটে ঘটে চলা এমন ঘটনা দেখা গেল আন্তর্জাতিক মাঠে।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড তৃতীয় এক দিনের ম্যাচে এমন ঘটনা ঘটল। ম্যাচ এবং সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজের কাজের জন্য সমালোচিত হয়েছেন জোসেফ। ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন জোসেফ। অধিনায়ক শে হোপের সঙ্গে ফিল্ড সাজানো নিয়ে কিছু আলোচনা হয়। জোসেফের বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে ইংরেজ ব্যাটার জর্ডান কক্স শট মারার পর অধিনায়কের উপরে রেগে যান জোসেফ। রাগের চোটে কিছু বলতে থাকেন।

সেই ওভারেই কক্সকে আউট করেন জোসেফ। কক্সের গ্লাভসে বল লেগে জমা পড়ে উইকেটকিপার হোপের হাতেই। তাতেও শান্ত হননি জোসেফ। ওভার শেষ হতে অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়ে ডাগআউটে বসে পড়েন। হোপ এবং বাকি ক্যারিবীয় ক্রিকেটারেরা বুঝতেই পারছিলেন না কী করবেন। জোসেফ বেরিয়ে আসার আগে কোচ ড্যারেন সামি হাত তুলে তাঁকে মাঠে থাকার অনুরোধ করছিলেন। তাতেও থামানো যায়নি জোসেফকে।

বাধ্য হয়ে পরিবর্ত ফিল্ডার হিসাবে হেডেন ওয়ালশ জুনিয়রকে দ্রুত নামানোর চেষ্টা করা হয়। যদিও হেডেন মাঠে নামার আগে জোসেফ মাঠে ফিরে আসেন। তবে আচরণের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে। ধারাভাষ্যকার মার্ক বাউচার বলেন, “মাঝেমাঝে মাঠে থাকাকালীন অধিনায়ক বা খেলোয়াড় হিসাবে আপনার রাগ হতেই পারে। তবে এ সব কাজ বন্ধ দরজার পিছনে করা উচিত। অধিনায়ক যদি নির্দিষ্ট ফিল্ড সাজিয়ে তোমাকে বল করতে বলে, সেটাই করতে হবে।”

তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ড ২৬৩/৮ তোলে। ফিল সল্ট ৭৪ এবং ড্যান মাউসলি ৫৭ রান করেন। জবাবে ব্রেন্ডন কিং (১০২) এবং কিসি কার্টির (১২৮) জোড়া শতরানে আট উইকেটে ম্যাচ এবং সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...