খবরঅনলাইন ডেস্ক: ভারতের স্কোর ছিল ২১৩। ম্যাচ জিততে হলে এই স্কোর খুব একটা কিছু নয়, বিশেষ করে প্রতিপক্ষ যখন বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কাই টানা ১৩টা একদিনের ম্যাচ জিতে মঙ্গলবার কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামে ভারতের রান তাড়া করতে নেমেছিল। কিন্তু তারা হার মানল ভারতের স্পিন আক্রমণের কাছে। ২০ বছরের অলরাউন্ডার দুনিত ওয়েলালেগের চেষ্টা সত্ত্বেও শ্রীলঙ্কা গুটিয়ে গেল ১৭২ রানে। ভারত জয় পেল ৪১ রানে।
এশিয়া কাপের ‘সুপার ফোর’-এর ম্যাচে পর পর দু’ দিন পাকিস্তান আর শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত। শুক্রবার ১৫ সেপ্টেম্বর তাদের শেষ খেলা বাংলাদেশের সঙ্গে, যারা ইতিমধ্যে ফাইনালের যাওয়ার পথ থেকে সরে গিয়েছে। তা হলে প্রশ্ন হল, ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী কে হবে – পাকিস্তান না শ্রীলঙ্কা?
যে জিতবে সে-ই ফাইনালে
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে। ওই ম্যাচে যে জিতবে সে-ই ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে। সংখ্যাতত্ত্বের বিচারে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে এই মুহূর্তে পাল্লা ভারী পাকিস্তানের দিকে। দুটি দেশ সর্বশেষ সিরিজ খেলেছে ২০১৯-২০-তে। সেই সিরিজে পাকিস্তান জেতে ২-০ ফলে। তার আগের বার ২০১৭-১৮-তেও শ্রীলঙ্কাকে দুরমুশ করে পাকিস্তান সিরিজ দখল করে ৫-০ ফলে।
ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়
শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ‘নেট রান রেটের’ (এনআরআর, NRR) বিচারে যে দেশ এগিয়ে থাকবে সেই দেশ ফাইনালে খেলবে। এই মুহূর্তে ‘সুপার ফোর’-এ দুটো ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে লিগটেবিলে শীর্ষস্থানে রয়েছে ভারত। তাদের ‘এনআরআর’ও অনেক বেশি, ২.৬৯০। শ্রীলঙ্কা দুটো ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। ‘এনআরআর’-এর বিচারে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের ‘এনআরআর’ ০.২০০। আর পাকিস্তানও দুটো ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু ভারতের কাছে ২২৮ রানে পর্যুদস্ত হয়ে তাদের ‘এনআরআর’ নেগেটিভের ঘরে, -০.৭৪৯। সুতরাং ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে, যার সম্ভাবনা সমূহ, শ্রীলঙ্কা চলে যাবে ফাইনালে।
এ বার নিয়ে ১৬ বার এশিয়া কাপ টুর্নামেন্ট হচ্ছে। ১৫ বারের মধ্যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে ৭ বার, শ্রীলঙ্কা ৬ বার এবং পাকিস্তান ২ বার।