Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ফাইনালে ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কী বলছে অতীত পরিসংখ্যান

বিশ্বকাপ ফাইনালে ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কী বলছে অতীত পরিসংখ্যান

প্রকাশিত

আজ (রবিবার) অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল (ICC World Cup 2023 Final) ম্যাচ। এ বারের বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত অপরাজিত। লিগ পর্বের ৯টি ম্যাচেই বিপক্ষকে ধরাশায়ী করেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছেন রোহিত শর্মারা। অন্য দিকে, লিগ পর্বের প্রথম দুই ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। উল্লেখযোগ্য ভাবে, প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া। সেই বৃত্ত আজ পূরণ হওয়ার পথে!

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মঞ্চে ভারত ও অস্ট্রেলিয়া ১৩ বার মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া জিতেছে ৮ বার, আর ভারত জিতেছে ৫ বার। অর্থাৎ, এই পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার পাল্লা ভারী। কিন্তু এ বারের পরিস্থিতি একটু আলাদা। সবদিক থেকে ভারসাম্য রয়েছে এ বারের ভারতীয় দলে। গত ৮ অক্টোবর, চেন্নাইয়ে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে মাত্র ১৯৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। চার উইকেট হারিয়ে ৪১.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

এই নিয়ে অষ্টম বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে পাঁচ বার চ্যাম্পিয়ন (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫)। এ ছাড়া ১৯৭৫ এবং ১৯৯৬-এ রানার্স। বলে রাখা ভালো, পুরুষদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে চতুর্থ বার নক-আউট পর্যায়ের কোনো ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। আগের তিন ম্যাচের লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে আছেন অজিরা।

২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় ক্রিকেট দলকে হারতে হয়েছিল। সে বার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইনালে মাত্র ২ উইকেটে ৩৫৯ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে গিয়ে ১২৫ রান আগেই থেমে যেতে হয় ভারতীয় দলকে। ২০ বছর পর ফাইনালে ফের মুখোমুখি দুই দল।

ভারতীয় দল এই নিয়ে চতুর্থ বার ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ভারত তিন বার ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছে, দুটি জয় ও একটি হারের রেকর্ড। ১৯৮৩ সালে, ভারতীয় দল প্রথম বার ফাইনালে পৌঁছেছিল, সে বার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়নের শিরোপা জিতেছিল। এর পরে, ২০০৩ সালে, ভারত দ্বিতীয় বার বিশ্বকাপের ফাইনালে ওঠে। অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানে হেরে যায় ভারত। তারপর ২০১১ সালে, এমএস ধোনির নেতৃত্বে, ভারত তৃতীয় বার ফাইনালে প্রবেশ করে। শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছরের খরার অবসান ঘটিয়েছিল ভারত। আজ, ফের ভারত শিরোপা জিততে সফল হবে কি না, সেটাই দেখার।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: আজ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, ক্রিকেট-জ্বরে ভুগছে কলকাতাও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...