Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ফাইনালে ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কী বলছে অতীত পরিসংখ্যান

বিশ্বকাপ ফাইনালে ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কী বলছে অতীত পরিসংখ্যান

প্রকাশিত

আজ (রবিবার) অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল (ICC World Cup 2023 Final) ম্যাচ। এ বারের বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত অপরাজিত। লিগ পর্বের ৯টি ম্যাচেই বিপক্ষকে ধরাশায়ী করেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছেন রোহিত শর্মারা। অন্য দিকে, লিগ পর্বের প্রথম দুই ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। উল্লেখযোগ্য ভাবে, প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া। সেই বৃত্ত আজ পূরণ হওয়ার পথে!

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মঞ্চে ভারত ও অস্ট্রেলিয়া ১৩ বার মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া জিতেছে ৮ বার, আর ভারত জিতেছে ৫ বার। অর্থাৎ, এই পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার পাল্লা ভারী। কিন্তু এ বারের পরিস্থিতি একটু আলাদা। সবদিক থেকে ভারসাম্য রয়েছে এ বারের ভারতীয় দলে। গত ৮ অক্টোবর, চেন্নাইয়ে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে মাত্র ১৯৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। চার উইকেট হারিয়ে ৪১.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

এই নিয়ে অষ্টম বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে পাঁচ বার চ্যাম্পিয়ন (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫)। এ ছাড়া ১৯৭৫ এবং ১৯৯৬-এ রানার্স। বলে রাখা ভালো, পুরুষদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে চতুর্থ বার নক-আউট পর্যায়ের কোনো ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। আগের তিন ম্যাচের লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে আছেন অজিরা।

২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় ক্রিকেট দলকে হারতে হয়েছিল। সে বার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইনালে মাত্র ২ উইকেটে ৩৫৯ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে গিয়ে ১২৫ রান আগেই থেমে যেতে হয় ভারতীয় দলকে। ২০ বছর পর ফাইনালে ফের মুখোমুখি দুই দল।

ভারতীয় দল এই নিয়ে চতুর্থ বার ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ভারত তিন বার ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছে, দুটি জয় ও একটি হারের রেকর্ড। ১৯৮৩ সালে, ভারতীয় দল প্রথম বার ফাইনালে পৌঁছেছিল, সে বার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়নের শিরোপা জিতেছিল। এর পরে, ২০০৩ সালে, ভারত দ্বিতীয় বার বিশ্বকাপের ফাইনালে ওঠে। অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানে হেরে যায় ভারত। তারপর ২০১১ সালে, এমএস ধোনির নেতৃত্বে, ভারত তৃতীয় বার ফাইনালে প্রবেশ করে। শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছরের খরার অবসান ঘটিয়েছিল ভারত। আজ, ফের ভারত শিরোপা জিততে সফল হবে কি না, সেটাই দেখার।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: আজ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, ক্রিকেট-জ্বরে ভুগছে কলকাতাও

সাম্প্রতিকতম

চিনের নতুন প্রশাসনিক জেলা ঘোষণা, লাদাখের অংশ অন্তর্ভুক্ত— কড়া প্রতিবাদ ভারতের

চিনের দুটি নতুন প্রশাসনিক জেলা ঘোষণা নিয়ে কড়া প্রতিবাদ জানালো ভারত। লাদাখের অংশ অন্তর্ভুক্ত করায় কূটনৈতিকভাবে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য দল।

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠককে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।

মেরঠে মেরিন অফিসার খুন, হত্যার পর প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচলে ১৫ দিনের সফরে মুসকান

মেরিন অফিসার সৌরভ রাজপুতকে খুনের পর স্ত্রী মুসকান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা হিমাচলে ১৫ দিনের সফরে যান। পুলিশের দাবি, খুনের পর দম্পতি নির্বিকারভাবে ছুটি উপভোগ করেছেন।

আরও পড়ুন

রবিচন্দ্রন অশ্বিনের নামে রাস্তার নামকরণ, ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারকে বিশেষ সম্মান

ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের নামে চেন্নাইয়ের একটি রাস্তার নামকরণ হতে চলেছে। টাইমস...

রাম নবমীর দিনে ইডেনে ম্যাচ নিয়ে ধোঁয়াশা, মুখ খুলল কলকাতা পুলিশ

রাম নবমীর দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে বিতর্ক তুঙ্গে। বৃহস্পতিবার...

রোহিত শর্মা কেন অবসর নেবেন? এ বার প্রশ্ন তুললেন এবি ডি’ভিলিয়ার্স

চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার ওয়ানডে থেকে অবসর নিয়ে জোর জল্পনা। হরেক গুজবও ছড়িয়েছে।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে