Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ফাইনালে ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কী বলছে অতীত পরিসংখ্যান

বিশ্বকাপ ফাইনালে ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কী বলছে অতীত পরিসংখ্যান

প্রকাশিত

আজ (রবিবার) অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল (ICC World Cup 2023 Final) ম্যাচ। এ বারের বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত অপরাজিত। লিগ পর্বের ৯টি ম্যাচেই বিপক্ষকে ধরাশায়ী করেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছেন রোহিত শর্মারা। অন্য দিকে, লিগ পর্বের প্রথম দুই ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। উল্লেখযোগ্য ভাবে, প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া। সেই বৃত্ত আজ পূরণ হওয়ার পথে!

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মঞ্চে ভারত ও অস্ট্রেলিয়া ১৩ বার মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া জিতেছে ৮ বার, আর ভারত জিতেছে ৫ বার। অর্থাৎ, এই পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার পাল্লা ভারী। কিন্তু এ বারের পরিস্থিতি একটু আলাদা। সবদিক থেকে ভারসাম্য রয়েছে এ বারের ভারতীয় দলে। গত ৮ অক্টোবর, চেন্নাইয়ে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে মাত্র ১৯৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। চার উইকেট হারিয়ে ৪১.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

এই নিয়ে অষ্টম বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে পাঁচ বার চ্যাম্পিয়ন (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫)। এ ছাড়া ১৯৭৫ এবং ১৯৯৬-এ রানার্স। বলে রাখা ভালো, পুরুষদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে চতুর্থ বার নক-আউট পর্যায়ের কোনো ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। আগের তিন ম্যাচের লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে আছেন অজিরা।

২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় ক্রিকেট দলকে হারতে হয়েছিল। সে বার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইনালে মাত্র ২ উইকেটে ৩৫৯ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে গিয়ে ১২৫ রান আগেই থেমে যেতে হয় ভারতীয় দলকে। ২০ বছর পর ফাইনালে ফের মুখোমুখি দুই দল।

ভারতীয় দল এই নিয়ে চতুর্থ বার ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ভারত তিন বার ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছে, দুটি জয় ও একটি হারের রেকর্ড। ১৯৮৩ সালে, ভারতীয় দল প্রথম বার ফাইনালে পৌঁছেছিল, সে বার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়নের শিরোপা জিতেছিল। এর পরে, ২০০৩ সালে, ভারত দ্বিতীয় বার বিশ্বকাপের ফাইনালে ওঠে। অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানে হেরে যায় ভারত। তারপর ২০১১ সালে, এমএস ধোনির নেতৃত্বে, ভারত তৃতীয় বার ফাইনালে প্রবেশ করে। শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছরের খরার অবসান ঘটিয়েছিল ভারত। আজ, ফের ভারত শিরোপা জিততে সফল হবে কি না, সেটাই দেখার।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: আজ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, ক্রিকেট-জ্বরে ভুগছে কলকাতাও

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?