Homeখেলাধুলোক্রিকেটবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া

প্রকাশিত

অস্ট্রেলিয়া: ৩২৭/৩ (হেড ১৪৬, স্মিথ ৯৫, ওয়ার্নার ৪৩, লাবুশেন ২৯, শামি ১/৭৭, সিরাজ ১/৬৭)

বুধবার ট্রেভিস হেডের শতরানে ভর করে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে তুলল ৩২৭ রান।

ইনিংসের চতুর্থ ওভারেই উসমান খোয়াজাকে তুলে অস্ট্রেলিয়াকে দারুণ ধাক্কা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ডেভিড ওয়ার্নারকে (‌৪৩)‌ তুলে নিয়ে লাবুশেনের সঙ্গে জুটি ভাঙেন শার্দূল ঠাকুর। এর পর, মধ্যাহ্নভোজের বিরতির ঠিক পরেই মহম্মদ সামির দুরন্ত ডেলিভারিতে বোল্ড হন মার্নাস লাবুশেন (‌২৬)‌।

ট্রেভিস হেড প্রথম ব্যাটার যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরান করলেন। একদিনের ক্রিকেটের মেজাজে ব্যাট করে ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেড। দিনের শেষে দেড়শো রান থেকে সামান্য দূরে হেড (১৪৬)। তাঁর উল্টো দিকে থাকা স্টিভ স্মিথ একেবারেই ধীর স্থির ভাবে রান করে শতরানের দোরগোড়ায়। ৯৫ রানে অপরাজিত স্মিথ। দ্বিতীয় দিনের শুরুতেই শতরান করে ফেলতে পারেন তিনি। ৯৫ রান তুলতে স্মিথ নিলেন ২২৭টি বল। ১৪টি চার মারেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে স্মিথ এবং হেড ২৫১ রানের জুটি গড়েছেন।

ভারতের জন্য প্রথম দিন প্রাপ্তি টস জেতা। দিনের বাকিটা সময় দাপট অস্ট্রেলিয়ার। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই পরীক্ষায় প্রথম দিন সব দিক থেকেই পাশ করল অজি বাহিনী। চার জোরে বোলার নিয়ে মাঠে নেমেছে ভারত। কিন্তু উমেশ যাদব, শার্দূল ঠাকুরেরা বুঝতেই পারছিলেন না কী ভাবে হেডকে আটকাবেন। শামি এবং সিরাজ মাঝে মধ্যে তাঁকে বিব্রত করলেও ক্রিজ থেকে সরাতে পারেননি। এ দিকে, অশ্বিনকে বসিয়ে রেখে খেলতে নামা কতটা ঠিক সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, অশ্বিনের বদলে যাকে দলে নেওয়া হয়েছে, সেই উমেশ যাদব প্রথম স্পেলে একেবারেই দাগ কাটতে পারেননি।

সবমিলিয়ে, প্রথম দিনের শেষেই বেহাল দশা ভারতীয় দলের। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে টিম ম্যানেজমেন্টের একাধিক সিদ্ধান্ত নিয়ে। রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনারকে বাদ দিয়েই কেন দল গড়া হল, তা নিয়ে টসের সময়েও প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক রোহিত শর্মা।

সাম্প্রতিকতম

৪X৪০০ মিটার রিলে দৌড়ে ভারতের পুরুষ ও মহিলা দল প্যারিস অলিম্পিক্সে যাচ্ছে  

খবর অনলাইন ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করল ভারতের পুরুষ ও মহিলাদের ৪X৪০০...

মঙ্গলবার তৃতীয় দফার ভোটে কাদের ভাগ্য নির্ধারিত হবে, দেখে নিন   

খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটে যে সব কেন্দ্রের দিকে নজর...

শিশুদের উন্নয়নে এগিয়ে এলেন করিনা কপূর, ইউনিসেফের জাতীয় দূত হলেন অভিনেত্রী

কলকাতা: রুপোলি পর্দার জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিনা কপূর খান ভারতবর্ষের শিশুদের বিকাশের জন্য এগিয়ে...

ভোট দেখতে বিদেশি পর্যটকরা আসছেন, ভারতে ক্রমশই জমে উঠছে নির্বাচন-পর্যটন

২০১৯-এর লোকসভা নির্বাচন বিভিন্ন দেশ থেকে ২৫ হাজারের মতো বিদেশি ভ্রমণার্থীকে ভারতে টেনে এনেছিল।

আরও পড়ুন

আইপিএল ২০২৩-২৪: নারিনের ব্যাটিং এবং হরষিত ও বরুণের বোলিংয়ের দৌলতে লখনউকে গুঁড়িয়ে দিল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৩৫-৬ (সুনীল নারিন ৮১, ফিল সল্ট ৩২, ...

আইপিএল ২০২৩-২৪: বেঙ্কটেশের ব্যাটিং আর স্টার্কের বোলিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ১৬৯ (বেঙ্কটেশ আইয়ার ৭০, মনীশ পাণ্ডে ৪২, জসপ্রীত বুমরাহ ৩-১৮,...

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর উপস্থিতিতে বেঙ্গল প্রো টি২০ লিগের চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন

খবর অনলাইন প্রতিনিধি: বেঙ্গল প্রো টি২০ লিগের চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচিত হল। দেশের দুই প্রাক্তন...