Homeখেলাধুলোক্রিকেটডব্লিউটিসি ফাইনালের আগে ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন তারকা বোলার

ডব্লিউটিসি ফাইনালের আগে ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন তারকা বোলার

প্রকাশিত

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC 2023 final) হতে আর মাত্র তিন দিন বাকি। ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে মুখোমুখি হবে দুই দল। তার আগে অস্ট্রেলিয়া দলে বড়ো পরিবর্তন। আইপিএল শুরুর আগেই চোট পেয়েছিলেন জশ হ্যাজলউড (Josh Hazlewood)। ডব্লিউটিসি ফাইনাল থেকে বাদ পড়লেন তিনি। তাঁর জায়গায় মাইকেল নেসারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।

গোড়ালির চোটে ভুগছেন হ্যাজেলউড। তাঁর ফিটনেস নিয়ে ধোঁয়াশা থাকলেও এর আগে অজি টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়, তিনি পুরোপুরি ফিট। যে কারণেই তাঁকে ফাইনাল স্কোয়াডেও রাখা হয়। যদিও শেষ অবধি ছিটকেই গেলেন।

ফাস্ট বোলার হ্যাজেলউড এখনও গোড়ালির চোটের সঙ্গে লড়াই করছেন। এ বারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অংশ ছিলেন। আইপিএলের শুরুতেই চোট পেয়েছিলেন তিনি। আরসিবির হয়ে ম্যাচ খেলেছিলেন বলে, কিন্তু পরে চোট পেয়ে দেশে ফিরে যান।

অন্য দিকে, সাম্প্রতিক সময়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছেন মাইকেল নেসার। ৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন নেসার। এ ছাড়াও, সাসেক্সের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। মাইকেল নেসার নিজের কেরিয়ারে মাত্র দুটি টেস্ট খেলেছেন। ধারণা করা হচ্ছে, ফাইনাল ম্যাচে তিনি প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের সঙ্গে প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিতে পারেন।

ডব্লিউটিসি ফাইনালের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, টড মারফি, মাইকেল নেসার , স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার

স্ট্যান্ডবাই খেলোয়াড়: মিচেল মার্শ, ম্যাথিউ রেনশ

ডব্লিউটিসি ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে, ইশান কিশান (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

প্রণব রায় ও রুনা বসুকে কার্তিক বসু জীবনকৃতী সম্মান, মহম্মদ শামি ও সন্দীপ পাটিলকে বিশেষ সম্মাননা দিল সিএবি

কলকাতা: বাংলার কৃতী ক্রিকেটার তথা প্রাক্তন জাতীয় নির্বাচক প্রণব রায় এবং বাংলা তথা ভারতের...

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?