Homeখেলাধুলোভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

প্রকাশিত

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক’দিনের ব্যবধানেই সেই নতুন কমিটিকে সাসপেন্ড করে দিল ক্রীড়ামন্ত্রক। একইসঙ্গে নবনির্বাচিত ডব্লিউএফআই প্রেসিডেন্ট সঞ্জয় সিংয়ের সমস্ত সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে।

বলে রাখা ভালো, সঞ্জয় সিং কুস্তি সংস্থার প্রেসিডেন্ট হওয়ার পরে, সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বীরেন্দ্র সিংয়ের মতো খেলোয়াড়রা এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন। এই কুস্তিগিরদের অভিযোগ, সঞ্জয় সিং যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ এবং ব্যবসায়িক অংশীদার।

এ বিষয়ে দিল্লি প্রেস ক্লাবে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে সাক্ষী মালিক আবেগপ্রবণ হয়ে কুস্তি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন। ‘পদ্মশ্রী’ ফেরানোর সিদ্ধান্ত নেন আর এক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে সংসদে যান তিনি। কিন্তু সেখানে যাওয়ার আগেই তাঁকে পুলিশ আটকায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বজরং। পরে সংসদের সামনের রাস্তায় (কর্তব্যপথ) সেই পদক ফেলে দিয়ে আসেন।

ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় কুস্তি সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ নিয়মের বিরুদ্ধে। এই সিদ্ধান্তগুলি সংস্থা এবং জাতীয় ক্রীড়া উন্নয়ন নিয়মবিধি লঙ্ঘন করেছে। সেই কারণে নতুন কমিটি সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক। তবে কমিটি ভেঙে দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে।

উল্লেখযোগ্য ভাবে, বৃহস্পতিবার নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয়। তিনি জানান, চলতি মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে, কোনও পরিকল্পনা না করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগিরেরা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবেন না।

প্রসঙ্গত, অলিম্পিক পদক জয়ী সাক্ষী মালিক প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ করেছিলেন। সাক্ষী ছাড়াও, বজরং পুনিয়া-সহ অনেক কুস্তিগির, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মোদী সরকারের কাছে দাবিও জানিয়েছেন।

আরও পড়ুন: বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা? জল্পনা আরও জোরাল হল কংগ্রেসের এই সিদ্ধান্তে

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতের পুরুষ ও মহিলা তিরন্দাজি দল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে

প্যারিস: আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক্স শুরু হওয়ার আগেই বৃহস্পতিবার বসে গেল তিরন্দাজির আসর। এবং প্রথম...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় ক্রীড়াবিদদের পাশে বিসিসিআই, আর্থিক সহায়তার অঙ্গীকার

খবর অনলাইন ডেস্ক: আর দিনতিনেক পরেই শুরু হয়ে যাচ্ছে প্যারিস অলিম্পিক্স। আর সেই অলিম্পিক্সগামী...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় অ্যাথলেটদের দল থেকে কেন হঠাৎ বাদ আভা খাটুয়ার নাম, মিলছে না কোনো সদুত্তর

খবরঅনলাইন ডেস্ক: কয়েক দিন আগে ৩০ জন অ্যাথলেটের নাম ঘোষণা করা হয়েছিল, যাঁরা এবার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?