Homeখেলাধুলোফুটবলকাতারকে গোল-উপহার, ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করল এআইএফএফ

কাতারকে গোল-উপহার, ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করল এআইএফএফ

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ফুটবল বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের দ্বিতীয় রাউন্ডে কাতারকে বিতর্কিত গোল উপহার দেওয়া নিয়ে তদন্ত দাবি করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এআইএফএফ এ ব্যাপারে ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে।  

এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এক বিবৃতিতে ওই গোল নিয়ে ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ দাবি করেছেন। মঙ্গলবার দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ভারত-কাতার খেলাটি ছিল ‘জিততেই হবে’ এমন একটি ম্যাচ। বল গোললাইন পেরিয়ে যাওয়া সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার রেফারি কিম উ-সুং কাতারের পক্ষে গোল দেন। ফলে কাতার ২-১ গোলে জিতে যায়।

‘নজরদারিতে বিশাল ত্রুটি’র ব্যাপারটি খুঁটিয়ে দেখার অনুরোধ করে ‘ফিফা হেড অফ কোয়ালিফায়ার্স’, ‘এএফসি হেড অফ রেফারিজ’, ‘এএফসি হেড অফ কমপিটিশন্স’ এবং ওই ম্যাচের কমিশনারকে চিঠি লিখেছে এআইএফএফ।  

এআইএফএফ প্রেসিডেন্ট তাঁর বিবৃতিতে আরও বলেছেন, “এই অবিচারের সুরাহা করতে খেলার মাধ্যমে ক্ষতিপূরণের (স্পোর্টিং কমপেনসেশন) সম্ভাবনা খতিয়ে দেখার জন্যও আমরা অনুরোধ করেছি।”

বিবৃতিতে বলা হয়েছে, “জয়-পরাজয় খেলার অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমরা তা স্বাভাবিক ভাবে মেনে নেওয়ার শিক্ষা পেয়েছি। কিন্তু গত রাতে ভারতের বিরুদ্ধে যে দুটো গোল হল তার একটা নিয়ে যে সব প্রশ্ন উঠল তা অনুত্তরিতই থেকে গেল।”

ভারত-কুয়েত ম্যাচের ম্যাচ কমিশনার ছিলেন ইরানের হামেদ মোমেনি। তাঁর দায়িত্ব হল ম্যাচ ঠিক ভাবে সংঘটিত হচ্ছে কি না তা দেখা এবং খেলা চলাকালীন ফিফার নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা সুনিশ্চিত করা।

৭৩ মিনিটে কাতারের আবদুল্লা আলাহরাকের ফ্রি কিকে হেড দেওয়ার চেষ্টা করেন ইউসেফ আমেন। ভারত বাঁচায়। ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সাঁধু পড়ে যান। দেখেন বল গোললাইন পেরিয়ে যাচ্ছে। হাশমি হুসেন বল টেনে এনে তা বাড়িয়ে দেন আমেনের দিকে। আমেন ভারতের জালে বল জড়িয়ে দেন।

বল যেহেতু পরিষ্কার গোললাইন পেরিয়ে গিয়েছিল, খেলা থামিয়ে দিয়ে হয় গোলকিক কিংবা কর্নার কিক দেওয়া উচিত ছিল। সেটা নির্ভর করছে কে শেষ বল ধরেছেন তার ওপর। এ ক্ষেত্রে গোলকিপার সাঁধুই সবশেষে বল ধরেছিলেন। তাই ভারতের খেলোয়াড়রা আশা করেছিলেন রেফারি কর্নার কিকের বাঁশি বাজাবেন। তাই তাঁরা কিছুটা হালকাই ছিলেন। কিন্তু কাতার খেলা চালিয়ে গিয়ে গোল করতেই ভারতের খেলোয়াড়রা প্রতিবাদ করতে শুরু করেন।

ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডে কোনো ভার-এর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবস্থা নেই। সেহেতু রেফারি যে গোল উপহার দিলেন কাতারকে, তা আর পরিবর্তন করা যাবে না।

আরও পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার: দুর্বল রেফারিং-এর শিকার ভারত, বিতর্কিত গোলে সমতা ফিরিয়ে কাতার জিতল ২-১ গোলে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।