Homeখেলাধুলোফুটবলকাতারকে গোল-উপহার, ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করল এআইএফএফ

কাতারকে গোল-উপহার, ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করল এআইএফএফ

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ফুটবল বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের দ্বিতীয় রাউন্ডে কাতারকে বিতর্কিত গোল উপহার দেওয়া নিয়ে তদন্ত দাবি করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এআইএফএফ এ ব্যাপারে ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে।  

এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এক বিবৃতিতে ওই গোল নিয়ে ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ দাবি করেছেন। মঙ্গলবার দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ভারত-কাতার খেলাটি ছিল ‘জিততেই হবে’ এমন একটি ম্যাচ। বল গোললাইন পেরিয়ে যাওয়া সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার রেফারি কিম উ-সুং কাতারের পক্ষে গোল দেন। ফলে কাতার ২-১ গোলে জিতে যায়।

‘নজরদারিতে বিশাল ত্রুটি’র ব্যাপারটি খুঁটিয়ে দেখার অনুরোধ করে ‘ফিফা হেড অফ কোয়ালিফায়ার্স’, ‘এএফসি হেড অফ রেফারিজ’, ‘এএফসি হেড অফ কমপিটিশন্স’ এবং ওই ম্যাচের কমিশনারকে চিঠি লিখেছে এআইএফএফ।  

এআইএফএফ প্রেসিডেন্ট তাঁর বিবৃতিতে আরও বলেছেন, “এই অবিচারের সুরাহা করতে খেলার মাধ্যমে ক্ষতিপূরণের (স্পোর্টিং কমপেনসেশন) সম্ভাবনা খতিয়ে দেখার জন্যও আমরা অনুরোধ করেছি।”

বিবৃতিতে বলা হয়েছে, “জয়-পরাজয় খেলার অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমরা তা স্বাভাবিক ভাবে মেনে নেওয়ার শিক্ষা পেয়েছি। কিন্তু গত রাতে ভারতের বিরুদ্ধে যে দুটো গোল হল তার একটা নিয়ে যে সব প্রশ্ন উঠল তা অনুত্তরিতই থেকে গেল।”

ভারত-কুয়েত ম্যাচের ম্যাচ কমিশনার ছিলেন ইরানের হামেদ মোমেনি। তাঁর দায়িত্ব হল ম্যাচ ঠিক ভাবে সংঘটিত হচ্ছে কি না তা দেখা এবং খেলা চলাকালীন ফিফার নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা সুনিশ্চিত করা।

৭৩ মিনিটে কাতারের আবদুল্লা আলাহরাকের ফ্রি কিকে হেড দেওয়ার চেষ্টা করেন ইউসেফ আমেন। ভারত বাঁচায়। ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সাঁধু পড়ে যান। দেখেন বল গোললাইন পেরিয়ে যাচ্ছে। হাশমি হুসেন বল টেনে এনে তা বাড়িয়ে দেন আমেনের দিকে। আমেন ভারতের জালে বল জড়িয়ে দেন।

বল যেহেতু পরিষ্কার গোললাইন পেরিয়ে গিয়েছিল, খেলা থামিয়ে দিয়ে হয় গোলকিক কিংবা কর্নার কিক দেওয়া উচিত ছিল। সেটা নির্ভর করছে কে শেষ বল ধরেছেন তার ওপর। এ ক্ষেত্রে গোলকিপার সাঁধুই সবশেষে বল ধরেছিলেন। তাই ভারতের খেলোয়াড়রা আশা করেছিলেন রেফারি কর্নার কিকের বাঁশি বাজাবেন। তাই তাঁরা কিছুটা হালকাই ছিলেন। কিন্তু কাতার খেলা চালিয়ে গিয়ে গোল করতেই ভারতের খেলোয়াড়রা প্রতিবাদ করতে শুরু করেন।

ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডে কোনো ভার-এর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবস্থা নেই। সেহেতু রেফারি যে গোল উপহার দিলেন কাতারকে, তা আর পরিবর্তন করা যাবে না।

আরও পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার: দুর্বল রেফারিং-এর শিকার ভারত, বিতর্কিত গোলে সমতা ফিরিয়ে কাতার জিতল ২-১ গোলে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।