Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: গোল করালেন সেই মেসিই, কানাডাকে হারিয়ে যাত্রা শুরু বিশ্ব...

কোপা আমেরিকা ২০২৪: গোল করালেন সেই মেসিই, কানাডাকে হারিয়ে যাত্রা শুরু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনার   

প্রকাশিত

আর্জেন্তিনা: ২ (খুলিয়ান আলবারেজ, লাউতারো মার্তিনেজ) কানাডা: ০   

খবর অনলাইন ডেস্ক: আর্জেন্তিনা বলতেই প্রথমেই মনে পড়ে লিওনেল মেসির কথা। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারাল আর্জেন্তিনা। গোলদাতাদের নামের তালিকায় কিন্তু মেসির নাম নেই। তাতে কী? দুটি গোলই তো করালেন সেই মেসিই, যিনি এই নিয়ে সাত বার কোপা আমেরিকায় খেলছেন।

২টি গোলই দ্বিতীয়ার্ধে

আটলান্টার মার্সিডেস-বেঞ্জ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচের প্রথমার্ধ থাকল গোলশূন্য। কোপা আমেরিকায় এবারই অভিষেক হল কানাডার। প্রথমার্ধে প্রায় সমানে সমানেই তারা পাল্লা দিল বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে। যদিও আধিপত্য বেশি ছিল আর্জেন্তিনার, তবু কানাডাও কম যায়নি। এমনকি গোলেরও সুযোগও এসেছিল তাদের। কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই গোল করার জন্য উঠেপড়ে লাগল মেসি অ্যান্ড কোং। তার ফলও এল হাতেহাতে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার মিনিটচারেকের মধ্যেই গোল। মেসি একটা দুর্দান্ত থ্রু বাড়ালেন ম্যাক আলিস্তারের উদ্দেশে। আলিস্তার বল পেয়ে পাস করে দিলেন খুলিয়ান আলবারেজকে। ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার মাটি ঘেঁষা নিচু শটে পরাস্ত করলেন কানাডার গোলকিপারকে।

আর্জেন্তিনার দ্বিতীয় গোলটি হয় ম্যাচের ৮৮ মিনিটে। লিওনেল মেসির থ্রু থেকে ডান পায়ের দুর্দান্ত শটে কানাডার জালে বল জড়িয়ে দেন লাউতারো মার্তিনেজ। তবে মেসি নিজেও গোল করার সুযোগ পেয়েছিলেন। দু’বার প্রথম গোল হওয়ার পরেই, ম্যাচের ৫৭ মিনিটে ও ৬৫ মিনিটে এবং আর-একবার দ্বিতীয় গোল হওয়ার আগে, ম্যাচের ৮৬ মিনিটে।

সুযোগ পেয়েছিল কানাডাও  

কোপা আমেরিকায় অভিষেক হল যে কানাডা তারাও কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে গোল করার সুযোগ পেয়েছিল। ম্যাচের ২৯ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বুখানন। কিন্তু তাঁর শট আর্জেন্তিনার গোলের একটু বাইরে দিয়ে চলে যায়। ৩২ মিনিটে সুযোগ পেয়েছিলেন ডেভিড। বাঁদিক থেকে আর্জেন্তিনার বক্সে ঢুকে পড়ে তাদের রক্ষণভাগের খেলোয়াড়দের নাস্তানাবুদ করেন। কিন্তু কাজের কাজ হয়নি। ৪৩ মিনিটে স্টিফেন ইউসটাকুইওসের হেড দারুণ ভাবে বাঁচান আর্জেন্তিনার গোলকিপার এমি মার্তিনেজ। দ্বিতীয়ার্ধেও কানাডা সুযোগ পায়। শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের কাছে ০-২ গোলে হার স্বীকার করে।

আরও পড়ুন   

কোপা আমেরিকা ২০২৪: ১৬টি দেশকে নিয়ে খেলা শুরু ২১ জুন শুক্রবার ভোরে    

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৬৮-৭ (দাসুন সনাকা ৬৪ নট আউট, কুশল মেন্ডিস ৩৪, মুস্তাফিজুর রহমান ৩-২০, মেহেদি...

H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়ম: কী বলল ভারত, প্রভাব কোথায় পড়বে?

আমেরিকার নতুন H1-B ভিসা নিয়ম নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, এর প্রভাব পড়বে কোন খাতে, আর পরিবারগুলির জন্য কী জটিলতা তৈরি হতে পারে—জানুন বিস্তারিত এক্সপ্লেইনার রিপোর্টে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

হেরিটেজ স্বীকৃতির পথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, গবেষণায় নতুন আশা

হেরিটেজ স্বীকৃতি পেতে পারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও লিভারপুল বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে আসছে এই ঐতিহ্যের বিশেষ তাৎপর্য।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।