Homeখেলাধুলোফুটবলতিন বছরে দু’ বার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান, মুখোমুখি বেঙ্গালুরুর

তিন বছরে দু’ বার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান, মুখোমুখি বেঙ্গালুরুর

প্রকাশিত

এটিকে মোহনবাগান ০, ৪ (পেত্রাতোস, গালেগো, মনবীর, প্রীতম) হায়দরাবাদ এফসি ০, ৩ (ভিক্টর, রোহিত, রেগান)

কলকাতা: গত বারের হারের বদলা নিল এটিকে মোহনবাগান। হায়দরাবাদ এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে পৌঁছে গেল তারা। গত বার এই হায়দরাবাদের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল এটিকে মোহনবাগান।

এটিকে-র সঙ্গে মোহনবাগান যুক্ত হওয়ার পরে এই নিয়ে দ্বিতীয় বার আইএসএল ফাইনালে। ২০২০-২১ সালে দু’টি দল যুক্ত হয়। সে বারই ফাইনালে ওঠে এটিকে মোহনবাগান। এক বছর বাদ দিয়ে ২০২২-২৩ আইএসএল ফাইনালেও উঠল তারা। ফাইনালে তারা খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। আগামী ১৮ মার্চ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওই ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোমবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে গোলশূন্য থাকে। এর আগে গত বুধবার হায়দরাবাদে আয়োজিত প্রথম লেগের ম্যাচও গোলশূন্য ছিল।

পেনাল্টি শ্যুটআউটে ৪-৩  

দুই লেগ মিলিয়ে সামগ্রিক ফল ০-০ থাকায় টাইব্রেকারে যায় ম্যাচ। শেষ পর্যন্ত এ দিন পেনাল্টি শ্যুটআউটে এটিকে মোহনবাগান ৪-৩ গোলে হারায় হায়দরাবাদকে।

পেনাল্টি শ্যুটআউটে এটিকে মোহনবাগানের হয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস, ফেডেরিকো গালেগো, মনবীর সিং ও প্রীতম কোটাল। আর হায়দরাবাদের হয়ে গোল করেন জোয়াও ভিক্টর, রোহিত দানু এবং রেগান সিং।

হায়দরাবাদের জাভিয়ের সিভেরিওর শট দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। হায়দরাবাদের বার্থোলমিউ ওগবেচের এটিকে মোহনবাগানের পোস্টে লেগে ব্যর্থ হয়। আর এটিকে মোহনবাগানের ব্রেন্ডান হামিলের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

আক্রমণাত্মক এটিকে মোহনবাগান

সোমবারের ম্যাচ আগাগোড়াই একপেশে ছিল বলা যায়। হায়দরাবাদের চেয়ে এটিকে মোহনবাগানের আক্রমণের ধার অনেক বেশি ছিল। ফলে তারা গোল করার সুযোগও অনেক বেশি পেয়েছিল।

ম্যাচের ২২ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। মনবীর সিংয়ের বাঁ পায়ের শট হায়দরাবাদের গোলকিপার গুরমিত সিংকে পরাস্ত করে ক্রসবারে লেগে বেরিয়ে যায়।

এটিকে মোহনবাগান আক্রমণে আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে হায়দরাবাদকে। ৫৭ মিনিটে আবার গোল করার সুযোগ আসে এটিকে মোহনবাগানের সামনে। আশিস রাইয়ের কাছ থেকে ক্রস পেয়ে হুগো বৌমৌস যে শট নেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন গুরমিত। এর পরেও গোলের সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

এই নিয়ে পাঁচ বার

উল্লেখ্য, ২০১৪ সালে আইএসএল শুরু হওয়ার পর থেকে ২০২২-২৩ হল এই টুর্নামেন্টের নবম বর্ষ। এই ন’ বছরে এটিকে পাঁচ বার ফাইনালে গেল। ২০১৪, ২০১৬ এবং ২০১৯-২০-তে এটিকে নামে। তার পর ২০২০-২১ এবং ২০২২-২৩-এ এটিকে মোহনবাগান নাম।

আরও পড়ুন

ভারতের অস্কার জয়: সেরা মৌলিক গান ‘নাটু নাটু’, সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘প্রভাব খতিয়ে দেখা হচ্ছে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

হেরিটেজ স্বীকৃতির পথে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, গবেষণায় নতুন আশা

হেরিটেজ স্বীকৃতি পেতে পারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও লিভারপুল বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে আসছে এই ঐতিহ্যের বিশেষ তাৎপর্য।

‘দেবীপক্ষ শুরু হয়নি, উৎসবের সূচনা করলাম’ পুজো উদ্বোধন বিতর্কে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা

দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন নিয়ে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি আসলে উৎসবের সূচনা করেছেন। এ বছর প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করবেন বলে জানালেন তিনি।

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।