Homeখেলাধুলোফুটবলতিন বছরে দু’ বার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান, মুখোমুখি বেঙ্গালুরুর

তিন বছরে দু’ বার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান, মুখোমুখি বেঙ্গালুরুর

প্রকাশিত

এটিকে মোহনবাগান ০, ৪ (পেত্রাতোস, গালেগো, মনবীর, প্রীতম) হায়দরাবাদ এফসি ০, ৩ (ভিক্টর, রোহিত, রেগান)

কলকাতা: গত বারের হারের বদলা নিল এটিকে মোহনবাগান। হায়দরাবাদ এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে পৌঁছে গেল তারা। গত বার এই হায়দরাবাদের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল এটিকে মোহনবাগান।

এটিকে-র সঙ্গে মোহনবাগান যুক্ত হওয়ার পরে এই নিয়ে দ্বিতীয় বার আইএসএল ফাইনালে। ২০২০-২১ সালে দু’টি দল যুক্ত হয়। সে বারই ফাইনালে ওঠে এটিকে মোহনবাগান। এক বছর বাদ দিয়ে ২০২২-২৩ আইএসএল ফাইনালেও উঠল তারা। ফাইনালে তারা খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। আগামী ১৮ মার্চ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওই ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোমবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে গোলশূন্য থাকে। এর আগে গত বুধবার হায়দরাবাদে আয়োজিত প্রথম লেগের ম্যাচও গোলশূন্য ছিল।

পেনাল্টি শ্যুটআউটে ৪-৩  

দুই লেগ মিলিয়ে সামগ্রিক ফল ০-০ থাকায় টাইব্রেকারে যায় ম্যাচ। শেষ পর্যন্ত এ দিন পেনাল্টি শ্যুটআউটে এটিকে মোহনবাগান ৪-৩ গোলে হারায় হায়দরাবাদকে।

পেনাল্টি শ্যুটআউটে এটিকে মোহনবাগানের হয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস, ফেডেরিকো গালেগো, মনবীর সিং ও প্রীতম কোটাল। আর হায়দরাবাদের হয়ে গোল করেন জোয়াও ভিক্টর, রোহিত দানু এবং রেগান সিং।

হায়দরাবাদের জাভিয়ের সিভেরিওর শট দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। হায়দরাবাদের বার্থোলমিউ ওগবেচের এটিকে মোহনবাগানের পোস্টে লেগে ব্যর্থ হয়। আর এটিকে মোহনবাগানের ব্রেন্ডান হামিলের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

আক্রমণাত্মক এটিকে মোহনবাগান

সোমবারের ম্যাচ আগাগোড়াই একপেশে ছিল বলা যায়। হায়দরাবাদের চেয়ে এটিকে মোহনবাগানের আক্রমণের ধার অনেক বেশি ছিল। ফলে তারা গোল করার সুযোগও অনেক বেশি পেয়েছিল।

ম্যাচের ২২ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। মনবীর সিংয়ের বাঁ পায়ের শট হায়দরাবাদের গোলকিপার গুরমিত সিংকে পরাস্ত করে ক্রসবারে লেগে বেরিয়ে যায়।

এটিকে মোহনবাগান আক্রমণে আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে হায়দরাবাদকে। ৫৭ মিনিটে আবার গোল করার সুযোগ আসে এটিকে মোহনবাগানের সামনে। আশিস রাইয়ের কাছ থেকে ক্রস পেয়ে হুগো বৌমৌস যে শট নেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন গুরমিত। এর পরেও গোলের সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

এই নিয়ে পাঁচ বার

উল্লেখ্য, ২০১৪ সালে আইএসএল শুরু হওয়ার পর থেকে ২০২২-২৩ হল এই টুর্নামেন্টের নবম বর্ষ। এই ন’ বছরে এটিকে পাঁচ বার ফাইনালে গেল। ২০১৪, ২০১৬ এবং ২০১৯-২০-তে এটিকে নামে। তার পর ২০২০-২১ এবং ২০২২-২৩-এ এটিকে মোহনবাগান নাম।

আরও পড়ুন

ভারতের অস্কার জয়: সেরা মৌলিক গান ‘নাটু নাটু’, সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’  

সাম্প্রতিকতম

বাম হাতে ভাই ফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রানী হালদার

অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

সি বিচে প্লাষ্টিক কুড়াচ্ছেন মিমি চক্রবর্তী, দেখে হতবাক নেটবাসি, হঠাৎ কী হল অভিনেত্রীর?

এভাবেই একের পর এক আবর্জনা তুলে যাচ্ছেন সমুদ্রতট থেকে। এরপর জমা করছেন একটি বাস্কেটে। কিন্তু কেন এমন হাল অভিনেত্রীর? হঠাৎ আবর্জনা তুলছেন কেন?

আরও পড়ুন

আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা শুরু ১৯ এপ্রিল, দেখে নিন কোথায় কোন ম্যাচ

খবর অনলাইন ডেস্ক: ২০২৩-২৪-এর আইএসএল যাত্রা এখনও শেষ হয়নি লিগে প্রথম স্থানাধিকারী ছ’টি দলের।...

কমবয়সিদের খেলার মাঠমুখো করছে আমতার সোনামুই গ্রামের ফুটবল প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ের কমবয়সিদের এই সমস্যা নিয়ে আমরা অনেকেই চিন্তাগ্রস্ত। এ নিয়ে উদ্বেগও...

আইএসএল: ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে মোহনবাগান লিগ শীর্ষে

মোহনবাগান সুপার জায়েন্ট ৩ (জেসন কামিংস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস) ইস্টবেঙ্গল এফ সি ১ (সাউল...