Homeখেলাধুলোফুটবলতিন বছরে দু’ বার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান, মুখোমুখি বেঙ্গালুরুর

তিন বছরে দু’ বার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান, মুখোমুখি বেঙ্গালুরুর

প্রকাশিত

এটিকে মোহনবাগান ০, ৪ (পেত্রাতোস, গালেগো, মনবীর, প্রীতম) হায়দরাবাদ এফসি ০, ৩ (ভিক্টর, রোহিত, রেগান)

কলকাতা: গত বারের হারের বদলা নিল এটিকে মোহনবাগান। হায়দরাবাদ এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে পৌঁছে গেল তারা। গত বার এই হায়দরাবাদের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল এটিকে মোহনবাগান।

এটিকে-র সঙ্গে মোহনবাগান যুক্ত হওয়ার পরে এই নিয়ে দ্বিতীয় বার আইএসএল ফাইনালে। ২০২০-২১ সালে দু’টি দল যুক্ত হয়। সে বারই ফাইনালে ওঠে এটিকে মোহনবাগান। এক বছর বাদ দিয়ে ২০২২-২৩ আইএসএল ফাইনালেও উঠল তারা। ফাইনালে তারা খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। আগামী ১৮ মার্চ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওই ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোমবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে গোলশূন্য থাকে। এর আগে গত বুধবার হায়দরাবাদে আয়োজিত প্রথম লেগের ম্যাচও গোলশূন্য ছিল।

পেনাল্টি শ্যুটআউটে ৪-৩  

দুই লেগ মিলিয়ে সামগ্রিক ফল ০-০ থাকায় টাইব্রেকারে যায় ম্যাচ। শেষ পর্যন্ত এ দিন পেনাল্টি শ্যুটআউটে এটিকে মোহনবাগান ৪-৩ গোলে হারায় হায়দরাবাদকে।

পেনাল্টি শ্যুটআউটে এটিকে মোহনবাগানের হয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস, ফেডেরিকো গালেগো, মনবীর সিং ও প্রীতম কোটাল। আর হায়দরাবাদের হয়ে গোল করেন জোয়াও ভিক্টর, রোহিত দানু এবং রেগান সিং।

হায়দরাবাদের জাভিয়ের সিভেরিওর শট দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। হায়দরাবাদের বার্থোলমিউ ওগবেচের এটিকে মোহনবাগানের পোস্টে লেগে ব্যর্থ হয়। আর এটিকে মোহনবাগানের ব্রেন্ডান হামিলের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

আক্রমণাত্মক এটিকে মোহনবাগান

সোমবারের ম্যাচ আগাগোড়াই একপেশে ছিল বলা যায়। হায়দরাবাদের চেয়ে এটিকে মোহনবাগানের আক্রমণের ধার অনেক বেশি ছিল। ফলে তারা গোল করার সুযোগও অনেক বেশি পেয়েছিল।

ম্যাচের ২২ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। মনবীর সিংয়ের বাঁ পায়ের শট হায়দরাবাদের গোলকিপার গুরমিত সিংকে পরাস্ত করে ক্রসবারে লেগে বেরিয়ে যায়।

এটিকে মোহনবাগান আক্রমণে আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে হায়দরাবাদকে। ৫৭ মিনিটে আবার গোল করার সুযোগ আসে এটিকে মোহনবাগানের সামনে। আশিস রাইয়ের কাছ থেকে ক্রস পেয়ে হুগো বৌমৌস যে শট নেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন গুরমিত। এর পরেও গোলের সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

এই নিয়ে পাঁচ বার

উল্লেখ্য, ২০১৪ সালে আইএসএল শুরু হওয়ার পর থেকে ২০২২-২৩ হল এই টুর্নামেন্টের নবম বর্ষ। এই ন’ বছরে এটিকে পাঁচ বার ফাইনালে গেল। ২০১৪, ২০১৬ এবং ২০১৯-২০-তে এটিকে নামে। তার পর ২০২০-২১ এবং ২০২২-২৩-এ এটিকে মোহনবাগান নাম।

আরও পড়ুন

ভারতের অস্কার জয়: সেরা মৌলিক গান ‘নাটু নাটু’, সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’  

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

কলকাতা ফুটবল লিগ: কলকাতা পুলিশকে আধ ডজন গোলে হারিয়ে গ্রুপ বি-র শীর্ষে ইস্টবেঙ্গল

ইমামি ইস্টবেঙ্গল: ৬ (সায়ন, বিষ্ণু, শ্যামল, জেসিন ২, আমন) ...

কোপা আমেরিকা ২০২৪: অতিরিক্ত সময়ের গোলে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা, ইতিহাস সৃষ্টি করলেন মেসি

আর্জেন্তিনা: ১ (লাউতারো মার্তিনেজ) কোলোম্বিয়া: ০ খবর অনলাইন ডেস্ক:...

ইউরো কাপ ২০২৪: ইংল্যান্ড ২-১ গোলে পরাজিত, চারবার ইউরো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করল স্পেন  

স্পেন: ২ (নিকো উইলিয়ামস, মিকেল ওয়ারজাবাল) ইংল্যান্ড: ১ (কোলে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?