Homeখেলাধুলোফুটবলএশিয়াড ফুটবল: বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারানো সৌদি আরবের কাছে হেরে বিদায় নিল সুনীল...

এশিয়াড ফুটবল: বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারানো সৌদি আরবের কাছে হেরে বিদায় নিল সুনীল ছেত্রীর ভারত  

প্রকাশিত

সৌদি আরব: ২ (খলিল মারান) ভারত: ০

হ্যাংঝাউ: বিশ্বকাপের গ্রুপ লিগের খেলায় যে দল আর্জেন্তিনাকে হারিয়েছিল, সেই সৌদি আরবের কাছে ২-০ গোলে হেরে এ বারের এশিয়ান গেমস থেকে বিদায় নিল ভারত। ভারতের মহিলা ফুটবল দল আগেই বিদায় নিয়েছে। এ বার সুনীল ছেত্রীরাও বিদায় নিলেন।

এশিয়ান গেমসের ফুটবলে ১৩ বছর পরে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নামে ভারত। বিশ্ব র‍্যাঙ্কিং-এ ১০২তম স্থানে থাকা ভারতের প্রতিদ্বন্দ্বী ছিল র‍্যাঙ্কিং-এ ৫৭তম স্থানে থাকা সৌদি আরব। বৃহস্পতিবার হ্যাংঝাউয়ের হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজিত ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের দুটি গোলে হেরে গেল ভারত। যারা আর্জেন্তিনাকে হারানোর ক্ষমতা ধরে সেই দলের বিরুদ্ধে সুনীল ছেত্রীর ভারত কিন্তু খুব খারাপ খেলেনি।      

প্রথমার্ধ গোলশূন্য

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। এই অর্ধে নিঃসন্দেহে সৌদি আরবের আধিপত্য অনেক বেশি ছিল। ভারত মাঝেমাঝে আক্রমণে উঠে আসার চেষ্টা করে, কিন্তু তা বলার মতো তেমন কিছু নয়। উলটো দিকে সৌদি আরব বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল গোল করার। ‘নীল বাঘদের’ ভাগ্য ভালো যে তারা গোল খায়নি।

ম্যাচের ১৩ মিনিটে সৌদি আরব প্রায় গোল করে ফেলেছিল। সৌদির মিডফিল্ডার মুসাব আল জুয়ারের শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পর মুহূর্তেই বল পেয়ে যান ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। কিন্তু সৌদির ঠিক বাইরে সুনীল যে শট নেন তা সহজেই ধরে ফেলেন সৌদির গোলকিপার আহমেদ আল জুবায়া।

২২ মিনিটে সৌদি প্রায় গোল করে ফেলেছিল। গোল লক্ষ্য করে মুসাব আল জুয়ার যে শট নেন তা গোলরক্ষক ধীরাজকে হারিয়ে পোস্ট লেগে রিবাউন্ড করে ফের চলে যায় মুসাবের পায়ে। এ বার মুসাব যে শট নেন তা ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ম্যাচের ৪০ মিনিটে সৌদি গোল করার আরও একটা সুযোগ নষ্ট করে। দলকে বাঁচাতে গিয়ে বক্সের ঠিক বাইরে মুসাবকে ফাউল করে বসেন গুরকিরাত। মুসাব যে ফ্রি-কিক নেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন ধীরাজ।

দ্বিতীয়ার্ধে দুটি গোল

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যে অচলাবস্থা কাটায় সৌদি আরব। দক্ষিণ দিক থেকে মোহম্মদ আবু আল শমত ক্রস বাড়ান ভারতের বক্সে থাকা খলিল মারানের দিকে। মারান সেই বল ধরে হেড দিয়ে গোল করেন। ৬ মিনিট পরে আবার গোল। এবং মারানের দ্বিতীয় গোল। ভারতের বক্সে বল পেয়ে মারান গোলকিপার ধীরাজকে তাঁর দিকে টেনে আনেন। ধীরাজের বাঁ দিকে জায়গা ছিল। সেই জায়গা কাজে লাগিয়ে মারান ভারতের জালে বল জড়িয়ে দেন।

এর পরেও সৌদি আরব গোলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। বারবার তারা ভারতের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে। কিন্তু কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলেই জেতে তারা।  

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: শুটিংয়ে ফের সোনা ভারতের, উশুতে রুপো

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

কলকাতা ফুটবল লিগ: কলকাতা পুলিশকে আধ ডজন গোলে হারিয়ে গ্রুপ বি-র শীর্ষে ইস্টবেঙ্গল

ইমামি ইস্টবেঙ্গল: ৬ (সায়ন, বিষ্ণু, শ্যামল, জেসিন ২, আমন) ...

কোপা আমেরিকা ২০২৪: অতিরিক্ত সময়ের গোলে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা, ইতিহাস সৃষ্টি করলেন মেসি

আর্জেন্তিনা: ১ (লাউতারো মার্তিনেজ) কোলোম্বিয়া: ০ খবর অনলাইন ডেস্ক:...

ইউরো কাপ ২০২৪: ইংল্যান্ড ২-১ গোলে পরাজিত, চারবার ইউরো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করল স্পেন  

স্পেন: ২ (নিকো উইলিয়ামস, মিকেল ওয়ারজাবাল) ইংল্যান্ড: ১ (কোলে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?