Homeখেলাধুলোফুটবলএশিয়াড ফুটবল: বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারানো সৌদি আরবের কাছে হেরে বিদায় নিল সুনীল...

এশিয়াড ফুটবল: বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারানো সৌদি আরবের কাছে হেরে বিদায় নিল সুনীল ছেত্রীর ভারত  

প্রকাশিত

সৌদি আরব: ২ (খলিল মারান) ভারত: ০

হ্যাংঝাউ: বিশ্বকাপের গ্রুপ লিগের খেলায় যে দল আর্জেন্তিনাকে হারিয়েছিল, সেই সৌদি আরবের কাছে ২-০ গোলে হেরে এ বারের এশিয়ান গেমস থেকে বিদায় নিল ভারত। ভারতের মহিলা ফুটবল দল আগেই বিদায় নিয়েছে। এ বার সুনীল ছেত্রীরাও বিদায় নিলেন।

এশিয়ান গেমসের ফুটবলে ১৩ বছর পরে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নামে ভারত। বিশ্ব র‍্যাঙ্কিং-এ ১০২তম স্থানে থাকা ভারতের প্রতিদ্বন্দ্বী ছিল র‍্যাঙ্কিং-এ ৫৭তম স্থানে থাকা সৌদি আরব। বৃহস্পতিবার হ্যাংঝাউয়ের হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজিত ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের দুটি গোলে হেরে গেল ভারত। যারা আর্জেন্তিনাকে হারানোর ক্ষমতা ধরে সেই দলের বিরুদ্ধে সুনীল ছেত্রীর ভারত কিন্তু খুব খারাপ খেলেনি।      

প্রথমার্ধ গোলশূন্য

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। এই অর্ধে নিঃসন্দেহে সৌদি আরবের আধিপত্য অনেক বেশি ছিল। ভারত মাঝেমাঝে আক্রমণে উঠে আসার চেষ্টা করে, কিন্তু তা বলার মতো তেমন কিছু নয়। উলটো দিকে সৌদি আরব বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল গোল করার। ‘নীল বাঘদের’ ভাগ্য ভালো যে তারা গোল খায়নি।

ম্যাচের ১৩ মিনিটে সৌদি আরব প্রায় গোল করে ফেলেছিল। সৌদির মিডফিল্ডার মুসাব আল জুয়ারের শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পর মুহূর্তেই বল পেয়ে যান ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। কিন্তু সৌদির ঠিক বাইরে সুনীল যে শট নেন তা সহজেই ধরে ফেলেন সৌদির গোলকিপার আহমেদ আল জুবায়া।

২২ মিনিটে সৌদি প্রায় গোল করে ফেলেছিল। গোল লক্ষ্য করে মুসাব আল জুয়ার যে শট নেন তা গোলরক্ষক ধীরাজকে হারিয়ে পোস্ট লেগে রিবাউন্ড করে ফের চলে যায় মুসাবের পায়ে। এ বার মুসাব যে শট নেন তা ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ম্যাচের ৪০ মিনিটে সৌদি গোল করার আরও একটা সুযোগ নষ্ট করে। দলকে বাঁচাতে গিয়ে বক্সের ঠিক বাইরে মুসাবকে ফাউল করে বসেন গুরকিরাত। মুসাব যে ফ্রি-কিক নেন তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন ধীরাজ।

দ্বিতীয়ার্ধে দুটি গোল

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যে অচলাবস্থা কাটায় সৌদি আরব। দক্ষিণ দিক থেকে মোহম্মদ আবু আল শমত ক্রস বাড়ান ভারতের বক্সে থাকা খলিল মারানের দিকে। মারান সেই বল ধরে হেড দিয়ে গোল করেন। ৬ মিনিট পরে আবার গোল। এবং মারানের দ্বিতীয় গোল। ভারতের বক্সে বল পেয়ে মারান গোলকিপার ধীরাজকে তাঁর দিকে টেনে আনেন। ধীরাজের বাঁ দিকে জায়গা ছিল। সেই জায়গা কাজে লাগিয়ে মারান ভারতের জালে বল জড়িয়ে দেন।

এর পরেও সৌদি আরব গোলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। বারবার তারা ভারতের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে। কিন্তু কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলেই জেতে তারা।  

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: শুটিংয়ে ফের সোনা ভারতের, উশুতে রুপো

সাম্প্রতিকতম

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আরও পড়ুন

আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা শুরু ১৯ এপ্রিল, দেখে নিন কোথায় কোন ম্যাচ

খবর অনলাইন ডেস্ক: ২০২৩-২৪-এর আইএসএল যাত্রা এখনও শেষ হয়নি লিগে প্রথম স্থানাধিকারী ছ’টি দলের।...

কমবয়সিদের খেলার মাঠমুখো করছে আমতার সোনামুই গ্রামের ফুটবল প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ের কমবয়সিদের এই সমস্যা নিয়ে আমরা অনেকেই চিন্তাগ্রস্ত। এ নিয়ে উদ্বেগও...

আইএসএল: ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে মোহনবাগান লিগ শীর্ষে

মোহনবাগান সুপার জায়েন্ট ৩ (জেসন কামিংস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস) ইস্টবেঙ্গল এফ সি ১ (সাউল...