Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: শুটিংয়ে ফের সোনা ভারতের, উশুতে রুপো

এশিয়ান গেমস ২০২৩: শুটিংয়ে ফের সোনা ভারতের, উশুতে রুপো

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

বৃহস্পতিবার এশিয়াডের পঞ্চম দিন। রুপো দিয়ে শুরু, তার পরেই সোনা এল ভারতের ঝুলিতে। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টের শীর্ষে থাকার পরে এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023)-এ ভারতের হয়ে ষষ্ঠ স্বর্ণপদক জিতলেন সরবজ্যোত সিং, অর্জুন সিং চিমা এবং শিবা নারওয়াল।

সরবজ্যোত, অর্জুন এবং চিমা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেছেন। ১ পয়েন্ট কম পাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল চিনকে। তৃতীয় স্থানে শেষ করল ভিয়েতনাম। বিশ্লেষকদের মতে, ভারতের তিন প্রতিযোগীকে দেখে প্রথমে বোঝাই যায়নি যে সোনা আসতে পারে। শুরুটা মোটেও ভালো হয়নি সরবজ্যোৎ, অর্জুনদের। কিন্তু দ্বিতীয় ভাগে ক্রমশ নিজেদের মেলে ধরেন তাঁরা। মনোঃসংযোগ হারাতে দেখা যায়নি তাঁদের। উল্টে ধীরে ধীরে নিজেদের নিখুঁত করার চেষ্টা করেছেন।

শুধু তাই নয়, সরবজ্যোত সিং এবং অর্জুন সিং চিমা ব্যক্তিগত পদকের দিকেও নজর রেখেছেন। সরবজ্যোত (৫৮০) এবং অর্জুন (৫৭৮) যথাক্রমে পঞ্চম এবং অষ্টম স্থানে রয়েছেন। তাঁরা ব্যাক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন। যা আজ ভারতীয় সময় সকাল ৯টায় শুরু।

এ দিন এর আগেই, উশু তারকা রোশিবিনা দেবী মহিলাদের ৬০ কেজি ফাইনালে রুপো জিতলেন। ৬০ কেজি সান্ডা বিভাগে রুপো জিতলেন তিনি।

এখনও পর্যন্ত, এ বারের এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা ২৪। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ রয়েছে। পদকপ্রাপ্তির তালিকায় বর্তমানে সপ্তম স্থানে রয়েছে ভারত।

আরও পড়ুন: শুটিংয়ে ভারতের আরেকটি পদক, এশিয়াডে রুপো জিতলেন অনন্তজিত সিং

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

উইম্বলডন ২০২৫: পুরুষদের টেনিসে নতুন চ্যাম্পিয়ন, আলকারাজকে হারিয়ে মাত করলেন সিনার

লন্ডন: বদলা নিতে ঠিক পাঁচ সপ্তাহ লাগল। স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজকে উইম্বলডন পুরুষদের টেনিসে...

উইম্বলডন ২০২৫: প্রতিপক্ষকে কোনো গেম জিততে না দিয়ে চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়নটেক   

লন্ডন: মহিলাদের টেনিসে প্রথম উইম্বলডন চ্যাম্পিয়ন পেল পোল্যান্ড। বিশ্ব র‍্যাঙ্কিং-এ চার নম্বরে থাকা ইগা...

উইম্বল্ডন ২০২৫: আশাপূরণ হল না জোকোভিচের, পুরুষদের ফাইনালে মুখোমুখি আলকারাজ ও সিনার

লন্ডন: ২৫তম গ্র্যান্ড স্লাম পাওয়ার আশা পূরণ হল না নোভাক জোকোভিচের। উইম্বল্ডনে পর পর...