Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: শুটিংয়ে ফের সোনা ভারতের, উশুতে রুপো

এশিয়ান গেমস ২০২৩: শুটিংয়ে ফের সোনা ভারতের, উশুতে রুপো

প্রকাশিত

বৃহস্পতিবার এশিয়াডের পঞ্চম দিন। রুপো দিয়ে শুরু, তার পরেই সোনা এল ভারতের ঝুলিতে। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টের শীর্ষে থাকার পরে এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023)-এ ভারতের হয়ে ষষ্ঠ স্বর্ণপদক জিতলেন সরবজ্যোত সিং, অর্জুন সিং চিমা এবং শিবা নারওয়াল।

সরবজ্যোত, অর্জুন এবং চিমা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেছেন। ১ পয়েন্ট কম পাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল চিনকে। তৃতীয় স্থানে শেষ করল ভিয়েতনাম। বিশ্লেষকদের মতে, ভারতের তিন প্রতিযোগীকে দেখে প্রথমে বোঝাই যায়নি যে সোনা আসতে পারে। শুরুটা মোটেও ভালো হয়নি সরবজ্যোৎ, অর্জুনদের। কিন্তু দ্বিতীয় ভাগে ক্রমশ নিজেদের মেলে ধরেন তাঁরা। মনোঃসংযোগ হারাতে দেখা যায়নি তাঁদের। উল্টে ধীরে ধীরে নিজেদের নিখুঁত করার চেষ্টা করেছেন।

শুধু তাই নয়, সরবজ্যোত সিং এবং অর্জুন সিং চিমা ব্যক্তিগত পদকের দিকেও নজর রেখেছেন। সরবজ্যোত (৫৮০) এবং অর্জুন (৫৭৮) যথাক্রমে পঞ্চম এবং অষ্টম স্থানে রয়েছেন। তাঁরা ব্যাক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন। যা আজ ভারতীয় সময় সকাল ৯টায় শুরু।

এ দিন এর আগেই, উশু তারকা রোশিবিনা দেবী মহিলাদের ৬০ কেজি ফাইনালে রুপো জিতলেন। ৬০ কেজি সান্ডা বিভাগে রুপো জিতলেন তিনি।

এখনও পর্যন্ত, এ বারের এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা ২৪। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ রয়েছে। পদকপ্রাপ্তির তালিকায় বর্তমানে সপ্তম স্থানে রয়েছে ভারত।

আরও পড়ুন: শুটিংয়ে ভারতের আরেকটি পদক, এশিয়াডে রুপো জিতলেন অনন্তজিত সিং

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

দাবা অলিম্পিয়াডে এই প্রথম সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা দল

বুদাপেস্ট (হাঙ্গেরি): ৪৫তম দাবা অলিম্পিয়াডে ইতিহাস সৃষ্টি করল ভারত। ফাইনালে রাউন্ডে প্রতিপক্ষদের হারিয়ে এই...

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?